bhaat class twelve bengali

ভাত– মহাশ্বেতা দেবী 

ভাত গল্প থেকে এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর প্রদান করা হলো। শিক্ষার্থীদের সুবিধার্থে ভবিষ্যতে আর অনেক ছোট ও বড়ো প্রশ্নের উত্তর প্রদান করা হবে।

 

১) “তুমি কি বুঝবে সতীশবাবু”- সতীশবাবু কী বুঝবে না? তিনি উচ্ছবের সঙ্গে এমন আচরণ করেছিলেন কেন? ৩+২=৫

উৎসঃ

আধুনিক বাংলা সাহিত্যের স্বনামধন্য লেখিকা “মহাশ্বেতা দেবী”-র “শ্রেষ্ঠ গল্প”-এর অন্তর্ভুক্ত “ভাত” গল্প থেকে প্রশ্নোক্ত অংশটি চয়ন করা হয়েছে।

সতীশবাবুর অবুঝতাঃ

সুন্দরবনের বাদা অঞ্চলের হতদরিদ্র ভূমিহীন চাষি উচ্ছব নাইয়া তার গ্রামের সতীশ মিস্তিরির জমিতে বছরে কয়েকমাস ভাগে চাষ করে তার সংসার চালাতো। মাতলা নদীর পাড়ে তার ছোট্ট কুড়ে ঘড়ে ছেলে-মেয়ে-বউকে নিয়ে সে তার সুখের অমরাবতী গড়ে তুলেছিল।

কিন্তু হঠাৎই এক ঝড়-জলের রাতে মাতলা নদীর সর্বগ্রাসী স্রোত তার সুখের সংসারকে তাসের ঘড়ের মতো ভেঙে দেয়। স্ত্রী, পুত্র, কন্যা সকলকে হারিয়ে শোকে-উপবাসে ক্লান্ত ও বিধ্বস্ত উচ্ছব খিদের জ্বালায় মনিব সতীশ মিস্তিরির শরণাপন্ন হয়। সতীশ মিস্তিরি অবস্থাপন্ন মানুষ। তিনি পাকা ঘরে থাকেন, পাকা ঘরেই চালও মজুত করে রাখেন। উচ্ছবের কথায়- “দেশ জোড়া দুর্যোগেও তোমার ঘরে রান্না হয়।”

তবে এহেন সতীশ মিস্তিরির বাড়ি থেকে হাভাতে উচ্ছবকে বিতাড়িত হতে হয়। তাই হতাশাগ্রস্থ ও ক্ষুব্ধ উচ্ছব সতীশ মিস্তিরির হৃদয়হীনতা প্রত্যক্ষ করে প্রশ্নোক্ত মন্তব্যটি করেছে।

আচরণের কারণঃ

চতুর চরিত্রের অধিকারী সতীশ মিস্তিরি অত্যন্ত বিচক্ষণতার সাথে উচ্ছবকে ফিরিয়ে দিয়েছিলেন। তিনি জানতেন, যখন সকল গ্রামবাসী ক্ষুধায় কাতর তখন যদি তিনি উচ্ছবকে অন্ন প্রদান করেন তবে গ্রামের সকল মানুষ তার কাছে খাদ্যের তীব্র দাবি জানাবে। তাই তিনি বলেন- “তোকে এগলা দিলে চলবে? তাহলেই পালে পালে পঙ্গপাল জুটবে নে?” তাই সতীশ মিস্তিরি উচ্ছবকে বলেন যে, ভগবানের মারের হাত থেকে উচ্ছবকে রক্ষা করার ক্ষমতা তার নেই।

 
 

“ভাত” গল্প অবলম্বনে উচ্ছব নাইয়ার চরিত্র আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

 
 

‘ভাত’ গল্প অবলম্বনে বড়ো পিসিমা চরিত্রটি আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

 
 

“বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন”- ‘বাদা’ কাকে বলে? উদিষ্ট ব্যক্তির এইরকম মনে হওয়ার কারণ কী?

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

 
 

“তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র”- কে কার প্রতি এরূপ আচরণ করেছিল? তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

 

মহাশ্বেতা দেবীর ‘ভাত’ গল্পটির নামকরণ কতদূর সংগত হয়েছে, তা গল্প অনুসরণে আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট নিয়মিত লাভ করতে নিম্নের ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবেঃ 

sikkhalaya
শিক্ষালয়, অনুপম ধর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page