ষষ্ঠ শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন – Class Six Second Unit Test Bengali Question 

ষষ্ঠ শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন – Class Six Second Unit Test Bengali Question 

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন – Class Six Second Unit Test Bengali Question প্রদান করা হলো। শিক্ষার্থীরা তাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার জন্য এই ষষ্ঠ শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন – Class Six Second Unit Test Bengali Question অনুশীলন করলে তাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন। 

ষষ্ঠ শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন – Class Six Second Unit Test Bengali Question: 

দ্বিতীয় ইউনিট টেস্ট 

শ্রেণিঃ ষষ্ঠ  বিষয়ঃ বাংলা 

পূর্ণমান- ২৫    সময়ঃ ৪৫ মিনিট 

ক) সঠিক উত্তরটি নির্বাচন করোঃ ১*৪=৪ 

১) চিঠি কবিতার রচয়িতা হলেন- (রবীন্দ্রনাথ / জসীমউদ্দিন / গোপালচন্দ্র) ।  

২) সঠিক বানান কোনটি- (মুহুর্ত / মূহুর্ত / মুহূর্ত) । 

৩) যার ডাকে রাত্রি নেমে আসে- (শাখের / কাকের / বকের) । 

৪) সাধারণত মাটি থেকে (ছ’ফুট / চারফুট / আটফুট) পর্যন্ত উচ্চতায় চিত্রণটি বিস্তৃত হয়। 

 

খ) একটি বাক্যে উত্তর দাওঃ ১*৪=৪  

১) হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? 

২) মানভূম জেলায় কোন কোন আদিবাসী গোষ্ঠীর বাস? 

৪) আমগাছে কেন ঠেকা দিতে হয়েছিল?

৫) সুন্দরবনে বাঘ কী নামে পরিচিত? 

 

গ) সংক্ষিপ্ত উত্তর দাওঃ ২*৩=৬ 

১) ‘ভদ্র বাঘে হেথায় বাঁধে ডেরা’- বাঘছানার এমন মনে হয়েছিল কেন? অথবা, প্রকৃতির বুকে শরতের আশীর্বাদ কীভাবে ঝরে পড়ে?  

২) ‘মাটি সবারই’- পাতার এই কথার মধ্য দিয়ে কোন সত্য ফুঁটে উঠেছে? অথবা, ‘দু-দিনের ঘর’ বলতে কী বোঝো?

৩) বাস-ডীপোয় অপেক্ষামান যাত্রীদের ছবি কীভাবে পাঠ্যাংশে ধরা পড়েছে? অথবা, আমগাছটি কীভাবে গোপালবাবুর বাড়ির নিশানা হয়ে উঠেছিল?  

 

ঘ) অতি সংক্ষিপ্ত উত্তর দাওঃ ১*২=২ 

১) কে চেঁচিয়ে বলেছিল ‘মানহানির মোকদ্দমা’? 

২) কাকেশ্বর কুচকুচে কোথায় থাকে? 

 

ঙ) যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ২*২=৪ 

১) বিভক্তি কাকে বলে? বিভক্তি কত প্রকার ও কী কী? উদাহরণ দাও।  

২) অনুসর্গ কাকে বলে? উদাহরণ দাও। 

৩) উপসর্গ কাকে বলে? উদাহরণ দাও। 

 

চ) প্রবন্ধ রচনা করোঃ (যে কোনো একটি) ৫*১=৫ 

১) বাংলার ঋতুবৈচিত্র 

২) বাংলার উৎসব 

৩) দৈনন্দিন জীবনে বিজ্ঞান 

ষষ্ঠ শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা সাজেশন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

সকল ক্লাসের দ্বিতীয় ইউনিট টেস্টের প্রশ্ন ও সাজেশন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

ষষ্ঠ শ্রেণি বাংলা নোটঃ 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

You cannot copy content of this page

Need Help?