শংকর সেনাপতি গল্পের প্রশ্নের উত্তর

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে শংকর সেনাপতি গল্পের প্রশ্নের উত্তর প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই শংকর সেনাপতি গল্পের প্রশ্নের উত্তর অনুশীলনের মধ্য দিয়ে তাদের পাঠ্য গল্পটি সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবে। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন। 

শংকর সেনাপতি গল্পের প্রশ্নের উত্তরঃ 

সেনাপতি শংকর (শব্দার্থ)

সেনাপতি= সৈন্য পরিচালক

ভিজে= আর্দ্র

ঝাপটা=দমকা আঘাত

মিহিদানা= সূক্ষ্ম গুঁড়ো

মাইল= দূরত্ব নির্দেশক একক (১ মাইল= ১.৬০৯ কিমি)

আকন্দবাড়ি, ভেটুরিয়া, সাঁইবাড়ি, ঘোলপুকুর= পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার অন্তর্গত বিভিন্ন গ্রাম

বঙ্গোপসাগর= ভারতের পূর্ব ও দক্ষিণ-পূর্ব অংশজুড়ে বিস্তৃত সবচেয়ে বড়ো উপসাগর

এমু পাখি= আন্দিজ পর্বতে বসবাস্কারী দৌড়বাজ পাখি, কিন্তু উড়তে পারে না।এদের গায়ের রং সাধারণত ধূসর, দেহের পেছনের অংশটি অপেক্ষাকৃত মোটা ও সারা শরীর প্রচুর পালকে ঢাকা। গলার গঠন সরু ও লম্বা। এদের পা বেশ বড়ো হয়। এই পাখি তিন বছরে একবার দুটো করে ডিম পাড়ে।

আনমনা= অন্যমনস্ক

ডানা= পাখা

শঙ্খচিল= একশ্রেণির চিল, যার পেটের দিকটা সাদা

ভেংচে= বিকৃতমুখে

রোয়া= রোপন করা

চটে= রেগে গিয়ে

বুক ঠুকে= বুকে সাহস এনে

থতোমতো= ভ্যাবাচ্যাকা

ঘাবড়ে= হতবুদ্ধি হয়ে

মাস্‌সাই= মাস্টারমশাই শব্দটির ত্রুটিযুক্ত উচ্চারণ

বাজপাখি= এরা একধরণের মাংসাশী শিকারি পাখি। এদের নোখ, ঠোঁট তীক্ষ্ণ ও ধারালো হয়। এদের ডানা চওড়া হওয়ায় এরা শূণ্যে অনেকক্ষণ ভেসে থাকতে পারে। ছোট ছোট জীব, পোকা, মৃত পশুর মাংস এরা খাদ্য হিসেবে গ্রহণ করে।

অপেরা= যাত্রাদল

বাজপাখি= তীক্ষ্ণ দৃষ্টিওয়ালা শিকারী পাখি

পার্ট= নাটকের চরিত্রদের সংলাপ

সবেদা= গোলাকার রসালো ও মিষ্টিস্বাদের ফল

আন্দিজ পর্বতমালা= দক্ষিণ আমেরিকার দীর্ঘ পর্বতশ্রেণি, যার দৈর্ঘ্য প্রায় ৭০০০ কিমিআর্জেন্টিনা, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, পেরু, চিলি, বলিভিয়া প্রভৃতি দেশে এই পর্বতমালা বিস্তৃত।

দৌড়বাজ= দৌড়ে পটু

গাব= কষ্টে রস ও আঠাওয়ালা গোলাকার ফল

কুক্ষণ=দুঃসময়

নীলচে= নীলাভ

আপসে= আপনা-আপনি

তন্ময়= অত্যন্ত মনোযোগ দিয়ে

মাছরাঙা= একধরণের রঙিন পাখি। এরা জলের উপর থেকে মাছ শিকার করে।

হাঁড়িচাচা, ভোউখোল, পানকৌড়ি, তিতির= পরিচিত কিছু পাখি

গর্ব= অহংকার

ফুলে উঠলো= আত্মতৃপ্ত হল

১১) অনুসর্গ ও বিভক্তিঃ
১১.১)
এখানে= এ বিভক্তি
বাতাসের= এর বিভক্তি
ভেতর= অনুসর্গ
সবসময়, ভিজে= শূণ্য বিভক্তি
জলের= এর বিভক্তি
ঝাপটা, থাকে= শূণ্য বিভক্তি

১১.২)
মাটির= র বিভক্তি
মেঝে= শূণ্য বিভক্তি
কোনো অনুসর্গ নেই

১১.৩)
সেই, জানালা, মেঘ, দেখা যায়= শূণ্য বিভক্তি
দিয়ে= অনুসর্গ
আকাশের= এর বিভক্তি

১১.৪)
স্বপ্নের= এর বিভক্তি
ভেতর, সে, খাট, যায়= শূণ্য বিভক্তি
পড়েও= এ বিভক্তি থেকে= অনুসর্গ

১১.৫)
সে, তার= শূণ্য বিভক্তি
স্বপ্নের= এর বিভক্তি
কথা= শূণ্য বিভক্তি
আর, কাউকে, কখনও= শূণ্য বিভক্তি
বলবে= এ বিভক্তি
না= শূণ্য বিভক্তি

১২) উদ্দেশ্য ও বিধেয়ঃ

উদ্দেশ্য ও বিধেয়

১৩) কথা ও চোখ দিয়ে দুটি আলাদা বাক্য গঠনঃ

১৩.১)
কথা (প্রতিশ্রুতি)= সে কথা দিয়েছে একটা গান শোনাবে।
কথা (কাহিনি)= মহাভারতের কথা অমৃত সমান।

চোখ (অঙ্গ)= চোখের জলে তাকে বিদায় জানানো হল।
চোখ (নজর দেওয়া)= অন্যের সাফল্যে চোখ দিও না।

১৪) সরল, জটিল ও যৌগিক নির্ণয়ঃ

১৪.১) জানালায় কোনো শিক নেই। (সরল বাক্য)
১৪.২) জেগে থাকতে দেখা আর স্বপ্নে দেখা জিনিস আজকাল শংকরের গুলিয়ে যাচ্ছে। (যৌগিক বাক্য)
১৪.৩) পাখি দেখার জন্য যখন মাঠে বা বাগানে ঘুরবে তখন খুব সাবধানে পা টিপে টিপে চলবে। (জটিল বাক্য)
১৪.৪) বিভীষণ মাস্‌সাই যে তাকে এমন একটা কথা বলবেন তা ভাবতে পারেনি শংকর। (জটিল বাক্য)

শংকর সেনাপতি গল্প থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরঃ 

১.১) শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা দুটি বইয়ের নাম লেখো।

১.২) তিনি কোন্‌ বইয়ের জন্য সাহিত্য অকাদেমি পুরষ্কার পেয়েছিলেন?

২.১) আকন্দবাড়ির স্কুলের ছাত্র-ছাত্রীরা কোন্‌ কোন্‌ জায়গা থেকে পড়তে আসে?

২.২) স্কুলের জানালা থেকে কী কী দেখা যায়?

২.৩) শংকর কীসের স্বপ্ন দেখে?

২.৪) শংকরের স্বপ্নে বাতাসের রং কী?

২.৫) এমু ছাড়া উড়তে পারে না, শুধু দৌড়তে পারে এমন একটি পাখির নাম লেখো।

৩) গল্প থেকে একই অর্থযুক্ত শব্দ খুঁজে নিয়ে লেখো

৪) বিপরীতার্থক শব্দ লিখে তা দিয়ে বাক্যরচনা করোঃ

৫) সন্ধি বিচ্ছেদ করো

উপরের প্রশ্নগুলির উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে

৬) পদপরিবর্তন করো।

৭) সমোচ্চারিত শব্দের অর্থ লিখে বাক্য রচনা করো। 

উপরের প্রশ্নগুলির উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে

৯) উপসর্গ দিয়ে নতুন শব্দ গঠন করো।

১০) সংখ্যাবাচক শব্দ নির্ণয় করো।

উপরের প্রশ্নগুলির উত্তর দেখতে এই লিঙ্কে কিল/টাচ করতে হবে

১১) অনুসর্গ ও বিভক্তি নির্ণয় করো।

১২) উদ্দেশ্য ও বিধেয় নির্ণয় করো।

১৩) কথা ও চোখ দিয়ে দুটি আলাদা বাক্য গঠন করো।

১৪) সরল, জটিল ও যৌগিক নির্ণয় করো।

উপরের প্রশ্নগুলির উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে

শংকর সেনাপতি গল্প থেকে বড়ো প্রশ্নের উত্তরঃ 

১) “পাগলা বাতাসে তার ঢেউয়ের গুঁড়ো সবসময় উড়ে আসছে”- এখানে বাতাসকে ‘পাগলা’ বলা হয়েছে কেন?

২) “বিভীষণ দাশ এমু পাখির কথা বলছিলেন”- গল্পের ‘বিভীষণ দাশ’-এর পরিচয় দাও। এমু পাখি ছাড়া গল্পে আর কোন্‌ পাখির প্রসঙ্গ এসেছে?

উপরের প্রশ্নগুলির উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে

সেনাপতি শংকর গল্প থেকে MCQ প্রশ্নের MOCK TEST প্রদান করতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে 

click here

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

You cannot copy content of this page

Need Help?