আমাদের এই নাটকের নাম দেওয়া উচিত-‘অভাব নাটক

আমাদের এই নাটকের নাম দেওয়া উচিত-‘অভাব নাটক

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণি বাংলা বিভাব নাটক থেকে ‘আমাদের এই নাটকের নাম দেওয়া উচিত-‘অভাব নাটক’ প্রশ্ন উত্তর প্রদান করা হলো। দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা এই ‘আমাদের এই নাটকের নাম দেওয়া উচিত-‘অভাব নাটক’  প্রশ্ন উত্তর দ্বারা বিশেষভাবে উপকৃত হবে। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন। 

আমাদের এই নাটকের নাম দেওয়া উচিত-‘অভাব নাটকঃ 

১) “আমাদের এই নাটকের নাম দেওয়া উচিত-‘অভাব নাটক।”- অভাবের চিত্র ‘বিভাব’ নাটকে কীভাবে প্রকাশ পেয়েছে লেখো।  ৫

উৎসঃ

   ‘বহুরূপী’ নাট্যদলের প্রযোজনায় এবং শম্ভু মিত্রের পরিচালনায় ১৯৫১ খ্রিঃ “বিভাব” নাটকটি প্রথম মঞ্চস্থ হয়। ১৯৫৬ খ্রিঃ ‘বহুরূপী’ নাট্যপত্রে ‘বিভাব’ নাটকটি প্রথম প্রকাশিত হয়। পরবর্তীতে “কুমার রায়” সম্পাদিত “বাংলা একাঙ্ক নাটক সংকলন” এবং শম্ভু মিত্রের “দুটি নাটক” বইতেও নাটকটি অন্তর্ভুক্ত হয়েছে।  

নাটকে অভাবের চিত্রঃ

   নাটকের প্রারম্ভেই শম্ভু মিত্র দর্শকদের সাথে কথোপকথনে জানান, “কোনো এক ভদ্রলোক পুরোনো সব নাট্যশাস্ত্র তল্লাশ করে আমাদের এই নাটকের নাম দিয়েছেন ‘বিভাব’ নাটক।” সংস্কৃত মতে বিভাব হলো মানুষের মনে রসনিষ্পত্তির কারণ। কিন্তু নিত্য অভাব-অনটনকে সাথে নিয়ে নাটক পরিবেশন করতে গিয়ে নাট্যকার বিভাবের বিপরীত অবস্থাকেই প্রত্যক্ষ করেছেন। তাই তার মনে হয়েছে নাটকের নাম ‘অভাব’ হওয়া উচিত; কারণ ‘বিভাবের’ জন্মই হয়েছে দুরন্ত অভাব থেকে।

   শম্ভু মিত্র জানিয়েছেন যে, নাটক করার জন্য প্রয়োজনীয় ভালো মঞ্চ, সিনসিনারি, আলো, ঝালর- এসব কিছুই তার নেই। এতো প্রতিকূলতার মাঝেও যদি তারা জোগার যন্ত্র করে অভিনয়ের ব্যবস্থা করেন, তবুও সরকারের রক্তচক্ষুর সম্মুখীন হতে হয় তাদের।

   সরকারের চূড়ান্ত অসহযোগিতা এবং সবধরণের প্রতিকূলতার মধ্যেও তারা “সর্বস্ব দিয়ে থুয়ে আবার ‘ব্যোমকালী’ বলে রাস্তায়” বেরিয়ে পড়েন। তাই প্রথাগত নাট্যপ্রথার বাইরে শুধুমাত্র অভিনয়কে পুঁজি করেই তারা সকল অভাবকে সাথে নিয়েই নাটক মঞ্চস্থ করতে প্রয়াসী হন। তাই সমকালীন পরিস্থিতির প্রতি তীব্র ব্যঙ্গ এবং তা থেকে মুক্তির অভিনব দিগন্ত উদ্ভাসিত হয়েছে শম্ভু মিত্রের বক্তব্যে।    

বিভাব নাটকের অন্যান্য প্রশ্নের উত্তরগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

দ্বাদশ শ্রেণি অধ্যায়ভিত্তিক বাংলা নোট দেখতে নিম্নের লিঙ্কগুলি অনুসরণ করোঃ 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

 

You cannot copy content of this page

Need Help?