“ভরদুপুরে” কবিতা থেকে এখানে গুরুত্বপূর্ণ কিছু নোট প্রদান করা হলো। শিক্ষার্থীরা নির্দিষ্ট নোটে টাচ/ক্লিক করে সেই বিষয়ের নোটগুলি দেখতে পারবে।

ষষ্ঠ শ্রেণির ২০২২ মডেল অ্যাক্টিভিটি টাস্কের জন্য ক্লিক/টাচ করো নিম্নের ছবিতে 

class six model activity task bengali january 2022ষষ্ঠ শ্রেণি মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২২

১) “আঁচল পেতে বিশ্বভূবন ঘুমোচ্ছে এইখানে”- কবির এমন ভাবনার কারণ কী?

উৎসঃ

কবি “নীরেন্দ্রনাথ চক্রবর্তী” রচিত “ভরদুপুরে” কবিতা থেকে প্রশ্নোক্ত অংশটি গ্রহণ করা হয়েছে।

কবির ভাবনাঃ

কবি নির্জন দুপুরের প্রাকৃতিক দৃশ্য দেখে মনে করেছেন, যেন বিশ্বভুবন মানুষের সাথেই আঁচল পেতে ঘুমিয়ে পড়েছে।

কবির ভাবনার কারণঃ

দুপুরবেলার নির্জন প্রাকৃতিক দৃশ্য কবিকে মুগ্ধ করেছে। আলস্য ও নির্জনতার সাগরে যেন কবির মন ডুব দিয়েছে। তাঁর মনে হয়েছে শুধু মানুষ নয়, সমগ্র বিশ্বভুবন যেন এই অলস দুপুরে আঁচল পেতে ঘুমিয়ে পড়েছে।

ভরদুপুরে কবিতায় গ্রামবাংলার এক অলস দুপুরের ছবি খুঁজে পাওয়া যায়। কবিতায় ফুঁটে ওঠা সেই ছবিটি কেমন তা লেখো।

উত্তর

‘বিশ্বভুবন’ শব্দে ‘বিশ্ব’ আর ‘ভুবন’ শব্দ দুটির একত্র উপস্থিতি রয়েছে যাদের অর্থ একই। এমন আরো কিছু শব্দ লেখো।

উত্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page