হারিয়ে যাওয়া কালি কলম

হারিয়ে যাওয়া কালি কলম

দশম শ্রেণির বাংলা পাঠ্য হারিয়ে যাওয়া কালি কলম থেকে মাধ্যমিক টেষ্ট পরীক্ষা ও মাধ্যমিক পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রদান করা হলো। শিক্ষার্থীদের এই প্রশ্নের উত্তরগুলি ভালো করে অনুশীলন করার পরামর্শ প্রদান করা হচ্ছে। এছাড়াও শিক্ষালয় ওয়েবসাইটে মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য সাজেশন দেওয়া হচ্ছে, তোমরা সেগুলো ভালো করে বাড়িতে অনুশীলন করবে। শিক্ষালয় ওয়েবসাইটের নিয়মিত আপডেটগুলি পেতে পেজের নিম্নে প্রদত্ত News Letter বিভাগে নিজেদের নাম নথিভুক্ত করো। 

 

1. “কথায় বলে—কালি কলম মন, লেখে তিনজন।”— উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো।

2. “আমরা কালিও তৈরি করতাম নিজেরাই।” লেখকরা কীভাবে কালি তৈরি করতেন তা প্রবন্ধ অনুসরণে লেখো।

3. “বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি।”- শৈশবের কোন্ বর্ণনা লেখক দিয়েছেন?

4. “ভাবি, আমি যদি জিশু খ্রিস্টের আগে জন্মতাম।” — কোন প্রসঙ্গে লেখকের এই ভাবনা? জিশু খ্রিস্টের আগে জন্মালে তিনি কী করতেন? 2+3

class ten bengali hariye jaoa kali kolom mcq

5. “পালকের কলম তো দূরস্থান, দোয়াত কলমই বা আজ কোথায়।”— পালকের কলম সম্পর্কে লেখক কী জানিয়েছেন? দোয়াত কলম প্রসঙ্গে লেখক কী বলেছেন? 1+4

6. “কলম তাদের কাছে আজ অস্পৃশ্য।”–কলম কাদের কাছে অস্পৃশ্য? কলম সম্পর্কে লেখক কেন এরূপ বলেছেন? 2+3

7. ওয়াটারম্যান কীভাবে কালির ফোয়ারা খুলে দিয়েছিলেন?

8. “আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা।”— লেখক কোথায় ফাউন্টেন কিনতে গিয়েছিলেন? তাঁর কী অভিজ্ঞতা হয়েছিল? 1+4

9. ‘আশ্চর্য সবই আজ অবলপ্তির পথে।”— লেখকের আশ্চর্য। হওয়ার কারণ বুঝিয়ে দাও।

মাধ্যমিক পরীক্ষার রুটিন ডাউনলোড করতে ক্লিক করো নিম্নের লিঙ্কে

sikkhalaya click here 

10. “কিন্তু সে ছবি কতখানি যন্ত্রের, আর কতখানি শিল্পীর?”- ‘সে ছবি’বলতে লেখক কোন্ ছবির কথা বলেছেন? যন্ত্রের ছবি আর শিল্পীর ছবির মধ্যে পার্থক্য কী? 1+4

11. “মনে মনে সেই ফরাসি কবির মতো বলেছি”—লেখক ফরাসি কবির মতো কী বলেছেন? তার সেকথা বলার কারণ কী? 2+3

12. “কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে।” কম্পিউটার কাদের জাদুঘরে পাঠাবে বলে প্রতিজ্ঞা করেছে? এই উক্তির মধ্যে লেখকের কোন্ মনোভাব প্রকাশিত ? 1+4

বাংলা ব্যাকরণের বিবিধ নোট দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে নিম্নের ফর্মটি যথাযথভাবে

sikkhalaya
শিক্ষালয়, অনুপম ধর
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock

You cannot copy content of this page

Need Help?