সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) ।। দশম শ্রেণি ইতিহাস

সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) ।। দশম শ্রেণি ইতিহাস

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির মাধ্যমিক পরীক্ষা দিতে চলা শিক্ষার্থীদের জন্য ইতিহাস দ্বিতীয় অধ্যায় থেকে সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) ।। দশম শ্রেণি ইতিহাস প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) ।। দশম শ্রেণি ইতিহাস প্রশ্নের উত্তরগুলি অনুশীলন করলে মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় বিশেষভাবে উপকৃত হবে। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) ।। দশম শ্রেণি ইতিহাসঃ 

সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা MCQ প্রশ্নের উত্তরঃ

১) ‘বামাবোধিনী’ পত্রিকা মুখপাত্র ছিল- বামাবোধিনী সভার।

২) ‘বামাবোধিনী’ পত্রিকার স্বত্বাধিকারী ও সম্পাদক ছিলেন- উমেশচন্দ্র দত্ত।

৩) ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার প্রথম প্রকাশ ঘটে- ১৮৫৩ খ্রিস্টাব্দে।

৪) ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন- গিরিশচন্দ্র ঘোষ।

৫) ‘সংবাদ প্রভাকর’ সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন- ঈশ্বরচন্দ্র গুপ্ত।

৬) গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়- গ্রামবার্ত্তা প্রকাশিকাকে।

৭) ‘গ্রামবার্তা প্রকাশিকা’ প্রথমবার প্রকাশিত হয়- ১৮৬৩ খ্রিস্টাব্দে।

৮) ‘হুতোমপ্যাঁচা’ কার ছদ্মনাম- কালীপ্রসন্ন সিংহের।

৯) ‘হুতোমপ্যাঁচার নক্সা’ রচনা করেন- কালীপ্রসন্ন সিংহ।

১০) দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ হল একটি- নাটক।

১১) ‘নীলদর্পণ’ প্রথমবার প্রকাশিত হয়- ১৮৬০ খ্রিস্টাব্দে।

১২) সূচনাকালে ‘হিন্দু প্যাট্রিয়ট’ ছিল একটি- সাপ্তাহিক পত্রিকা।

১৩) ন্যাশনাল থিয়েটারের প্রতিষ্ঠা হয়- ১৮৭২ খ্রিস্টাব্দে।

১৪) ‘নীলদর্পণ’-এর ইংরেজি অনুবাদটি প্রকাশিত হয় যার নামে তিনি হলেন- রেভারেন্ড জেমস লং।

১৫) ‘জনশিক্ষা কমিটি’ বা ‘কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন’ গঠিত হয়- ১৮২৩ খ্রিস্টাব্দে।

১৬) জনশিক্ষা কমিটির সভাপতি ছিলেন- টমাস মেকলে।

১৭) মেকলে মিনিট প্রকাশিত হয়- ১৮৩৫ খ্রিস্টাব্দে।

১৮) ভারতে পাশ্চাত্য শিক্ষার ‘ম্যাগনাকার্টা’ বলা হয়- উডের ডেসপ্যাচকে।

১৯) ভারতে প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বের অবসান ঘটে- মেকলে মিনিট দ্বারা।

২০) ‘ফোর্ট উইলিয়াম কলেজ’ প্রতিষ্ঠিত হয়- ১৮০০ খ্রিস্টাব্দে।

২১) ‘হিন্দু কলেজ’ প্রতিষ্ঠিত হয়- ১৮১৭ খ্রিস্টাব্দে।

২২) ‘কলকাতা স্কুল বুক সোসাইটি’ গঠিত হয়- ১৮১৭ খ্রিস্টাব্দে।

২৩) ‘হিন্দু কলেজের বর্তমান নাম কী- প্রেসিডেন্সি কলেজ।

২৪) ‘বেথুন স্কুল’ প্রতিষ্ঠিত হয়- ১৮৪৯ খ্রিস্টাব্দে।

২৫) স্কটিশচার্চ কলেজের পূর্ব নাম ছিল- জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন।

২৬) ব্রাহুসমাজের মুখপত্র ছিল- তত্ত্ববোধিনী পত্রিকা।

২৭) ‘কলকাতা মেডিকেল কলেজ’ স্থাপিত হয়- ১৮৩৫ খ্রিস্টাব্দে।

২৮) কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ- ড. এম. জে. ব্রামলি।

২৯) ‘লন্ডন ফার্মাকোপিয়া’ এবং ‘অ্যানাটমি’ নামক দুটি গ্রন্থের বঙ্গানুবাদ করেন- মধুসূদন গুপ্ত।

৩০) কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য- উইলিয়াম কোলভিল।

৩১) কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়- ১৮৫৭ খ্রিস্টাব্দে।

৩২) ‘আধুনিক ভারতের জনক’ বলা হয়- রাজা রামমোহন রায়কে।

৩৩) সতীদাহপ্রথা রদ করেন- লর্ড বেন্টিঙ্ক। 

৩৪) সতীদাহপ্রথা রদ হয়- ১৮২৯ খ্রিস্টাব্দে। 

৩৫) বিধবাবিবাহ আইন পাস করেন- লর্ড ক্যানিং।

৩৬) ‘বিধবাবিবাহ আইন’ পাস হয়- ১৮৫৬ খ্রিস্টাব্দে।

৩৭) ‘ব্রহ্মানন্দ’ উপাধি ছিল- কেশবচন্দ্র সেনের। 

৩৮) রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা ছিলেন- স্বামী বিবেকানন্দ।

৩৯) “তিন আইন” পাস হয়- ১৮৭২ খ্রিস্টাব্দে।

৪০) ‘রামকৃষ্ণ মিশন’ প্রতিষ্ঠা হয়- ১৮৯৭ খ্রিস্টাব্দে।

 

সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা SAQ প্রশ্নের উত্তরঃ

১) বাংলা ভাষার প্রথম সাময়িক পত্রিকা কোনটি ?

উঃ বাংলা ভাষার প্রথম সাময়িক পত্রিকা ‘ সমাচার দর্পণ ‘ । 

২) ‘বাঙ্গাল গেজেট’ কী জন্য বিখ্যাত ? 

উঃ গঙ্গাকিশোর ভট্টাচার্যের সম্পাদনায় এটি ছিল বাংলা ভাষায় বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্র। 

৩) ‘সংবাদ প্রভাকর’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ? 

উঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত ‘ সংবাদ প্রভাকর ‘ পত্রিকার সম্পাদক ছিলেন। 

৪) ‘সমাচার চন্দ্রিকা’ কাদের মুখপত্র ছিল ? 

উঃ ‘সমাচার চন্দ্রিকা’ রক্ষণশীল হিন্দুদের মুখপত্র ছিল। 

৫) ‘বামাবোধিনী পত্রিকা’ কবে প্রকাশিত হয় ? 

উঃ ‘বামাবোধিনী পত্রিকা’ প্রকাশিত হয় ১৮৬৩ খ্রিস্টাব্দে। 

৬) ‘বামাবোধিনী পত্রিকা’-র প্রথম সম্পাদক কে ছিলেন ? 

উঃ বামাবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন উমেশচন্দ্ৰ দত্ত।  

৭) বামাবোধিনী সভা কে গঠন করেছিলেন ? 

উঃ উমেশচন্দ্র দত্ত (১৮৬৩ খ্রি) বামাবোধিনী সভা গঠন করেন। 

৮) উনিশ শতকে নারীজাতির বন্দনা করেছিল এমন একটি পত্রিকার নাম লেখো। 

উঃ উনিশ শতকে ‘বামাবোধিনী পত্রিকা’য় নারীজাতির বন্দনা করা হয়েছিল। 

৯) ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার একজন উল্লেখযোগ্য সম্পাদকের নাম লেখো। 

উঃ ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার একজন সম্পাদক হলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। 

১০) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?

উঃ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। 

১১) হরিশচন্দ্র মুখোপাধ্যায় কে ছিলেন ? 

উঃ হরিশচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার প্রথম সম্পাদক। 

১২) ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকা কবে প্রথম প্রকাশিত হয় ?  

উঃ ১৮৫৩ খ্রিস্টাব্দের ৬ জানুয়ারি ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকা প্রথম প্রকাশিত হয়।  

১৩) ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার প্রধান উদ্দেশ্য কী ছিল ? 

উঃ ভারতের প্রচলিত সামাজিক ও রাজনৈতিক ত্রুটিবিচ্যুতিগুলি জনসাধারণের কাছে তুলে ধরে জাতীয়তাবাদী ধারণা প্রচার করাই ছিল ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার প্রধান উদ্দেশ্য।  

১৪) ‘হুতোম প্যাঁচার নক্শা’ কে রচনা করেছিলেন ? 

উঃ ‘হুতোম প্যাঁচার নক্শা’র রচয়িতা কালীপ্রসন্ন সিংহ। 

১৫) ‘হুতোম প্যাঁচার নক্শা’ থেকে আমরা কলকাতার কোন্ নব্য সম্প্রদায়কে দেখতে পাই ? 

উঃ ‘হুতোম প্যাঁচার নক্শা’ থেকে কলকাতার বাবু সম্প্রদায়কে দেখতে পাই। 

১৬) ‘নীলদর্পণ’ নাটকটির রচয়িতা কে ? 

উঃ ‘নীলদর্পণ’ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র। 

১৭) দীনবন্ধু মিত্র কে ছিলেন ? 

উঃ দীনবন্ধু মিত্র ছিলেন একজন নাট্যকার এবং তাঁর রচিত একটি বিখ্যাত নাটক হল ‘নীলদর্পণ’।  

১৮) ‘নীলদর্পণ’ নাটকটি কোন্ প্রেক্ষাপটে রচিত ? 

উঃ ১৮৫৯-৬০ এর নীল বিদ্রোহের প্রেক্ষাপটে ‘নীলদর্পণ’ নাটকটি রচিত। 

১৯) ‘ক্যালকাটা স্কুল বুক সোসাইটি’ কবে প্রতিষ্ঠিত হয় ? 

উঃ ‘ক্যালকাটা স্কুল বুক সোসাইটি’ ১৮১৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় । 

২০) হেয়ার স্কুল কে প্রতিষ্ঠা করেন ?

উঃ ডেভিড হেয়ারের উদ্যোগে হেয়ার স্কুল প্রতিষ্ঠা হয়। 

২১) একজন প্রাচ্যবাদীর নাম লেখো। 

উঃ একজন প্রাচ্যবাদী হলেন এইচ টি প্রিন্সেপ। 

২২) একজন পাশ্চাত্যবাদীর নাম লেখো। 

উঃ একজন পাশ্চাত্যবাদী হলেন আলেকজান্ডার ডাফ। 

২৩) ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?

উঃ ফোর্ট উইলিয়াম কলেজ ১৮০০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। 

২৪) ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন ? 

উঃ ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা লর্ড ওয়েলেসলি। 

২৫) জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন কে প্রতিষ্ঠা করেন ? 

উঃ জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ডাফ। 

২৬) শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় ? 

উঃ শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন ১৮০০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়। 

২৭) জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম কী ? 

উঃ জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশনের বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ। 

২৮) শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন ? 

উঃ শ্রীরামপুর এয়ী ছিলেন উইলিয়াম কেরি , মার্শম্যান ও উইলিয়াম ওয়ার্ড। 

২৯) শ্রীরামপুর কলেজ করে প্রতিষ্ঠিত হয় ? 

উঃ শ্রীরামপুর কলেজ ১৮১৮ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। 

৩০) টমাস ব্যাবিংটন এডওয়ার্ড মেকলে কে ছিলেন ? 

উঃ টমাস ব্যাবিংটন এডওয়ার্ড মেকলে ছিলেন বেন্টিঙ্কের আইন সচিব ও জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি। 

৩১) কে, কত খ্রিস্টাব্দে ইংরেজি ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেন ? 

উঃ ১৮৩৭ খ্রিস্টাব্দে, লর্ড হার্ডিঞ্জ ইংরেজি ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেন। 

৩২) কীভাবে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদীদের দ্বন্দ্বের অবসান ঘটে ?

উঃ মেকলে মিনিটের (১৮৩৫ খ্রি) দ্বারা প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদীদের দ্বন্দ্বের অবসান ঘটে। 

৩৩) উডের প্রতিবেদন কী নামে পরিচিত ? 

উঃ উডের প্রতিবেদন ‘ম্যাগনা কার্টা’ নামে পরিচিত। 

৩৪) উডের প্রতিবেদনে কোথায় কোথায় তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ? 

উঃ উডের প্রতিবেদনে কলকাতা, বোম্বে ও মাদ্রাজে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 

৩৫) ভারতবর্ষের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি ? 

উঃ ভারতবর্ষের প্রথম বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়। 

৩৬) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন ? 

উঃ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন লর্ড ক্যানিং। 

৩৭) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন ? 

উঃ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার জেমস উইলিয়াম কোলভিল। 

৩৮) কলকাতা বিশ্ববিদ্যালয় করে প্রতিষ্ঠিত হয় ? 

উঃ কলকাতা বিশ্ববিদ্যালয় ১৮৫৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। 

৩৯) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক কারা ? 

উঃ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং যদুনাথ বোস। 

৪০) বাংলার প্রথম মহিলা স্নাতক কারা ? 

উঃ বাংলার প্রথম মহিলা স্নাতক হলেন চন্দ্রমুখী বসু ও কাদম্বিনী গাঙ্গুলি। 

৪১) প্রথম শিক্ষা কমিশনের নাম কী ? 

উঃ প্রথম শিক্ষা কমিশনের নাম ‘হান্টার কমিশন’। 

৪২) র‍্যালে কমিশনের দুজন ভারতীয় সদস্যের নাম লেখো। 

উঃ র‍্যালে কমিশনের দুজন ভারতীয় সদস্য হলেন গুরুদাস ব্যানার্জি ও সৈয়দ হোসেন বিলগ্রামী। 

৪৩) ‘কলকাতা মাদ্রাসা’ কে, কত খ্রিস্টাব্দে গড়ে তোলেন ? 

উঃ ওয়ারেন হেস্টিংস ১৭৮১ খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা গড়ে তোলেন। 

৪৪) কলকাতা মেডিকেল কলেজ কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ? 

উঃ লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের উদ্যোগে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। 

৪৫) কলকাতা মেডিকেল কলেজের প্রথম প্রিন্সিপাল কে ছিলেন ? 

উঃ কলকাতা মেডিকেল কলেজের প্রথম প্রিন্সিপাল ছিলেন ডাক্তার এম. জে. ব্রামলে। 

৪৬) কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ? 

উঃ কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় ১৮৩৫ খ্রিস্টাব্দে। 

৪৭) কে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য কে জমি দান করেন ? 

উঃ মতিলাল শীল কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমি দান করেন।  

৪৮) মধুসূদন গুপ্ত কবে শব ব্যবচ্ছেদ করেন ? 

উঃ মধুসুদন গুপ্ত প্রথম শব ব্যবচ্ছেদ করেন ১০ জানুয়ারি, ১৮৩৬ খ্রিস্টাব্দে। 

মাধ্যমিক ২০২৫ ইতিহাস সাজেশন দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

madhyamik-history-suggestion-2025

মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৫ দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

madhyamik-2025-bengali-suggestion

মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য শিক্ষালয় ওয়েবসাইটের বাংলা PDF প্রশ্নের উত্তরের লিঙ্ক নিম্নে প্রদান করা হলো

class ten bengali note

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock

You cannot copy content of this page

Need Help?