oster biruddhe gan

অস্ত্রের বিরুদ্ধে গান- জয় গোষ্মামী 

অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো পায়ে
আমি এখন রাজার হাতে পায়ে
এগিয়ে আসি, উঠে দাঁড়াই
হাত নাড়িয়ে বুলেট তাড়াই
গানের বর্ম আজ পরেছি গায়ে 

গান তো জানি একটা দুটো
আঁকড়ে ধরে সে-খড়কুটো
রক্ত মুছি শুধু গানের গায়ে
মাথায় কত শকুন বা চিল
আমার শুধু একটা কোকিল
গান বাঁধবে সহস্র উপায়ে

অস্ত্র রাখো, অস্ত্র ফ্যালো পায়ে
বর্ম খুলে দ্যাখো আদুড় গায়ে
গান দাঁড়ালো ঋষিবালক
মাথায় গোঁজা ময়ূরপালক
তোমায় নিয়ে বেড়াবে গান
নদীতে, দেশগাঁয়ে
অস্ত্র ফ্যালো,অস্ত্র রাখো গানের দুটি পায়ে ….

“অস্ত্রের বিরুদ্ধে গান” কবিতা থেকে এখানে গুরুত্বপূর্ণ কিছু নোট প্রদান করা হলো। শিক্ষার্থীরা নির্দিষ্ট নোটে টাচ/ক্লিক করে সেই বিষয়ের নোটগুলি দেখতে পারবে।

 

অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে গুরুত্বপুর্ণ কিছু MCQ ও SAQ প্রশ্নের উত্তর প্রদান করা হলোঃ 

১) ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতার কবি হলেন- জয় গোষ্মামী 

২) ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতাটি গৃহীত হয়েছে যে কাব্যগ্রন্থ থেকে- পাতার পোশাক 

৩) ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতাটি যে শ্রেণির- নিসর্গ বিষয়ক 

৪) ‘পাতার পোশাক’ কাব্যগ্রন্থের জন্য কবি জয় গোষ্মামী যে পুরষ্কার পেয়েছেন- বীরেন্দ্র চট্টোপাধ্যায় পুরষ্কার 

৫) ‘পাতার পোশাক’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছে- ১৯৯৭ খ্রিষ্টাব্দে 

৬) ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতার স্তবক সংখ্যা- ৩টি 

৭) ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতার মোট পংক্তি সংখ্যা- ১৮টি 

৮) ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতার স্তবকে পংক্তি বিন্যাস- ৫-৬-৭ 

৯) ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় ‘অস্ত্র’ শব্দটি ব্যবহৃত হয়েছে- ৬বার 

১০) ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় ‘গান’ শব্দটি ব্যবহৃত হয়েছে- ৭বার 

১১) অস্ত্র রাখতে হবে- পায়ে

১২) হাত নাড়িয়ে কবি তাড়ান- বুলেট 

১৩) কবি গানের বর্ম পরেছেন- অস্ত্র প্রতিরোধ করতে 

১৪) কবি গান জানেন- একটা-দুটো 

১৫) কবি তার জানা গানকে তুলনা করেছেন- খড়কুটো 

১৬) কবি গানের গায়ে মোছেন- রক্ত 

১৭) ‘বর্ম’ শব্দের অর্থ- দেহাবরণ 

১৮) মাথায় কত- শকুন বা চিল

১৯) কবির সম্বল শুধু একটা- কোকিল 

২০) কবি ‘শকুন’ বা ‘চিল’ বলতে বুঝিয়েছেন- সভ্যতা ধ্বংসকারী শক্তিকে 

২১) বর্ম খুলে আদুড় গায়ে দাঁড়িয়ে থাকে- ঋষিবালক 

২২) ‘আদুড়’ কথার অর্থ- অনাবৃত 

২৩) গান দাঁড়াল- ঋষিবালকের মতো 

২৪) ঋষিবালকের মাথায় গোঁজা ছিল- ময়ূরপালক 

২৫) তোমায় নিয়ে বেড়াবে গান- নদীতে, দেশগাঁয়ে 

 

অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে গুরুত্বপুর্ণ কিছু বড়ো প্রশ্নের উত্তর প্রদান করা হলোঃ 

‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। 

অথবা, ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় কবি অস্ত্র ফেলতে বলেছেন কেন? অস্ত্র পায়ে ফেলার তাৎপর্য লেখো। 

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

 

‘অস্ত্র’ ও ‘গান’ কীভাবে পরস্পরের বিরোধী হয়ে উঠেছে তা কবি জয় গোষ্মামীর ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতা অবুসরণে লেখো। ৫  

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page