একাদশ শ্রেণি প্রথম সেমিস্টার বাংলা প্রশ্ন ।। Class Eleven First Semester Bengali Question

একাদশ শ্রেণি প্রথম সেমিস্টার বাংলা প্রশ্ন ।। Class Eleven First Semester Bengali Question

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির নতুন সিলেবাস অনুসারে ‘Class Eleven First Semester Bengali Question’ প্রদান করা হলো। একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই ‘Class Eleven First Semester Bengali Question’ অনুশীলনের মধ্য দিয়ে তাদের একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার বাংলা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। শিক্ষালয় ওয়েবসাইটে একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস, পড়া ও প্রশ্নের উত্তর, MCQ TEST ইতিপূর্বে প্রদান করা হয়েছে। এখন এই ‘Class Eleven First Semester Bengali Question’ অনুশীলনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের দক্ষতা আরো বৃদ্ধি করতে সক্ষম হবে। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

একাদশ শ্রেণি প্রথম সেমিস্টার বাংলা প্রশ্ন ।। Class Eleven First Semester Bengali Question:

শিক্ষালয়, অনুপম ধর 

শ্রেণিঃ একাদশ, পরীক্ষাঃ প্রথম সেমিস্টার বাংলা 

পূর্ণমানঃ ৪০, সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট

১) ‘পুঁইমাচা’ গল্পের শুরু হয় কোন ঋতুতে?

ক) বর্ষা খ) শীত গ) গ্রীষ্ম ঘ) বসন্ত

২) ‘বিড়াল’ প্রবন্ধটির বক্তা কে?

ক) বিড়াল খ) প্রসন্ন গ) শ্রীকমলাকান্ত চক্রবর্তী ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৩) ‘একটি অগ্নিস্ফুলিঙ্গ পাঠাইলাম, দেখিও যেন ইহা বাতাসে উড়িয়া না যায়’- মধুসূদন সম্বন্ধে এই উক্তি কার?

ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের খ) গৌরদাস বসাকের গ) রাজনারায়ণ বসুর ঘ) মণি বাগচীর

৪) সহায়হরির কথা অনুযায়ী কে মেটে আলু চাষ করেছে?

ক) সহায়হরির জামাই খ) চৌধুরীমশাই গ) ময়শা চৌকিদার ঘ) ক্ষেন্তি

৫) ডানাওয়ালা বুড়ো লোকটা খায়-

ক) বেগুনভর্তা খ) আলুর ভর্তা গ) কাঁকড়া ঘ) ন্যাপথলিন

৬) বিদ্যাসাগরের সুমহান হৃদয়কে কোন মহাপর্বতের সঙ্গে তুলনা করা হয়েছে?

ক) আরাবল্লি খ) বিন্ধ্য গ) হিন্দুকুশ ঘ) হিমালয়

৭) ‘সাম্যবাদী’ কবিতা অনুসারে পথে কী ফুটে থাকার কথা বলা হয়েছে?

ক) গুল্ম খ) কাঁটা গাছ গ) ঘাস ঝোপ ঘ) তাজা ফুল

৮) ফাঁসুড়েকে যে বিশেষণ দ্বারা আখ্যায়িত করা হয়েছে-

ক) বিজ্ঞ খ) শ্রেষ্ঠ গ) তুচ্ছ ঘ) ঘৃণ্য

৯) মেয়েটি মাকড়সায় পরিণত হলে তার উদ্দেশ্যে ছুঁড়ে দেওয়া হয়েছিল-

ক) মাছভাজা খ) পিঠে গ) মিষ্টি ঘ) মাংসের বড়া

১০) অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হয় কোন উপভাষায়?

ক) রাঢ়ী খ) বঙ্গালি গ) বরেন্দ্রী ঘ) ঝাড়খন্ডী

১১) পৃথিবীর প্রধান ভাষাবংশের সংখ্যা-

ক) ১৪টি খ) ১০টি গ) ১২টি ঘ) ১১টি

১২) বাংলা উপভাষার সংখ্যা-

ক) ৩টি খ) ৪টি গ) ৫টি ঘ) ৬টি

১৩) ‘শ্রীকৃষ্ণবিজয়’ লিখেছেন-

ক) কাশীরাম দাস খ) মালাধর বসু গ) জয়ানন্দ ঘ) দিবাকর মিশ্র

১৪) অলচিকি লিপির উদ্ভাবক হলেন-

ক) ফাদার হফম্যান খ) রঘুনাথ মুর্মু গ) রঘুনাথ রায় ঘ) রঘুনাথ মাহাতো

১৫) ‘অষ্টাধ্যয়ী’ ব্যাকরণ গ্রন্থটি লিখেছিলেন-

ক) পাণিনি খ) রবীন্দ্রনাথ ঠাকুর গ) ব্যাসদেব ঘ) কৃত্তিবাস

১৬) গত ___________ পূর্বদিন বাড়িতে পুঁইশাক রান্নার সময় ক্ষেন্তি আবদার করিয়া বলিয়াছিল।

ক) অরন্ধনের খ) পূর্ণিমার গ) ষষ্ঠীর ঘ) দোলের

১৭) দানে বারি নদীরূপ বিমলা ___________ ।

ক) নারী খ) কিঙ্করী গ) সুন্দরী ঘ) কুমারী

১৮) চোর দোষী বটে, কিন্তু _________ অপেক্ষা শত গুণে দোষী।

ক) চোর মার্জার খ) কমলাকান্ত গ) কৃপণ ধনী ঘ) প্রসন্ন

১৯) কিন্তু, তারই মধ্যে, কবি তাঁর সুর নিয়ে / শ্বাস ফেলেছেন __________ ।

ক) ফাঁসির মঞ্চে খ) পথের মাঝখানে গ) জেলের গরাদে ঘ) জনতার মাঝখানে

২০) দুধ ________ , দুহিয়াছে __________ ।

ক) মঙ্গলার, প্রসন্ন খ) মালিনীর, চপলা গ) মোষের, কমলাকান্ত ঘ) মোষের, মঙ্গলা

২১) রস>অস ________ উপভাষায় লক্ষণীয়।

ক) বঙ্গালী খ) রাঢ়ী গ) বরেন্দ্রী ঘ) রাজবংশী

২২) বিদ্যাপতিকে _________ নামে অভিহিত করা হয়েছিল।

ক) দ্বিতীয় জয়দেব খ) ছোট জয়দেব গ) কবিপতি ঘ) অভিনব জয়দেব

২৩) দৌলত কাজির ‘লোরচন্দ্রাণী’ রচনা শেষ করেন ____________ । 

ক) আলাওল খ) দৌলত কাজী গ) সুলিতান খান ঘ) হাজি মহম্মদ 

২৪) _______ ভাষাবংশ ভারতের প্রাচীনতম ভাষাগোষ্ঠী। 

ক) দ্রাবিড় খ) জার্মানিক গ) অষ্ট্রিক ঘ) ভোটবর্মী 

২৫) মায়ের _______ বুকে নিয়ে। 

ক) আশীর্বাদ খ) স্মৃতিচিহ্ন গ) বেদনাশ্রু ঘ) ক্রন্দন 

২৬) স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাওঃ

ক-স্তম্ভ

খ-স্তম্ভ

(i)                বাইবেল

(a)    শিখ
(ii)              ত্রিপিটক (b)   ক্রিশ্চান
(iii)            জেন্দাবেস্তা (c)    বৌদ্ধ
(iv)            গ্রন্থসাহেব

(d)   পারসিক

বিকল্পসমূহঃ 

ক) (i) b (ii) c (iii) d (iv) a 

খ) (i) a (ii) b (iii) c (iv) d 

গ) (i) c (ii) b (iii) a (iv) d 

ঘ) (i) a (ii) c (iii) b (iv) d 

২৭) স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাওঃ

ক-স্তম্ভ

খ-স্তম্ভ

(i)               বিদ্যাপতি (a)    দুঃখের কবি
(ii)              চন্ডীদাস (b)   কবিপতি
(iii)            গোবিন্দদাস (c)    মৈথিল কোকিল
(iv)            বলরামদাস (d)   দ্বিতীয় বিদ্যাপতি

বিকল্পসমূহঃ

ক) (i) c (ii) d (iii) b (iv) a 

খ) (i) a (ii) b (iii) c (iv) d 

গ) (i) c (ii) a (iii) d (iv) b 

ঘ) (i) b (ii) c (iii) d (iv) a 

২৮) সত্য-মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাওঃ 

ক্ষেন্তির চেহারা হল- 

(i) খুব লম্বা (ii) গোলগোল (iii) মুখটি ছোট্ট (iv) চোখগুলি ডাগর 

বিকল্পসমূহঃ 

ক) (i) , (ii), (iv) সঠিক এবং (iii) ভুল 

খ) (i), (ii) সঠিক এবং (iii), (iv) ভুল 

গ) (i), (iii) সঠিক এবং (ii), (iv) ভুল 

ঘ) সবগুলি সঠিক 

২৯) অন্নপূর্ণা পিঠে বানাচ্ছিল- 

ক) নবান্নের দিন খ) পৌষ সংক্রান্তির দিন গ) ইতু পুজোর দিন ঘ) বারুণীর দিন 

৩০) সমাজের ধনবৃদ্ধির প্রকৃত অর্থ কী? 

ক) দরিদ্রের ধনবৃদ্ধি খ) ছোটলোকের ধনবৃদ্ধি গ) ধনীর ধনবৃদ্ধি ঘ) সকলের ধনবৃদ্ধি 

৩১) কমলাকান্ত, বিড়ালকে আসতে বলেছিল- 

ক) দুপুরে খাবার খাওয়ার সময় খ) সান্ধ্যকালে গ) জলযোগের সময় ঘ) নৈশভোজের সময় 

৩২) বিবৃতিটির সঠিক কারণ খুঁজে নাওঃ 

বিবৃতিঃ কবিকে তখন ভয় পায় ওরা। 

কারণঃ

ক) গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই বাদ্য 

খ) গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র 

গ) গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই কাব্য 

ঘ) গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই বাণী 

৩৩) ‘সতরঞ্চ’ কোন খেলা?

ক) দাবা খ) পাশা গ) তাস ঘ) লুডো 

৩৪) ‘সাম্যবাদী’ কবিতা অনুসারে সবচেয়ে বড়ো মন্দির কাবা হল- 

ক) নীলাচলে খ) পুথির মধ্যে গ) হৃদয়ে ঘ) জেরুজালেমে 

৩৫) একদিন সকালে এলিসেন্দা যা কাটছিল- 

ক) আলু খ) উচ্ছে গ) পেঁয়াজ ঘ) পেঁয়াজকলির গুচ্ছ 

৩৬) কবি কী নিয়ে জনতার মাঝে শ্বাস ফেলেন? 

ক) কবিতা খ) লিপিকা গ) সুর ঘ) স্বর 

৩৭) ‘গৌরাঙ্গবিজয়’ রচনা করেছেন- 

ক) লোচন দাস খ) বৃন্দাবন দাস গ) চূড়ামনি দাস ঘ) গোবিন্দ দাস 

৩৮) ‘লুঙ্গি’ শব্দটি বাংলা ভাষায় এসেছে- 

ক) চীনা ভাষা থেকে খ) বর্মী ভাষা থেকে গ) জাপানি ভাষা থেকে ঘ) ফরাসি ভাষা থেকে 

৩৯) ‘চা’ এবং ‘লিচু’ শব্দ দুটি বাংলা ভাষায় এসেছে যে ভাষা থেকে- 

ক) চিনা খ) বর্মী গ) জাপানি ঘ) কোনোটিই নয় 

৪০) ‘ওরে নবমী নিশি না হইওরে অবসান’- গানটি যে পর্যায়ের- 

ক) আগমনী খ) ভক্তের আকুতি গ) বাৎসল্য ঘ) বিজয়া 

উপরের সমস্ত প্রশ্নের উত্তর এবং আরো অনেক প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা শিক্ষালয় ওয়েবসাইটের নোট বিভাগে পেয়ে যাবে। তার লিঙ্ক নিম্নে প্রদান করা হলো। 

একাদশ শ্রেণির সেমিষ্টার ১ ও সেমিষ্টার ২ এর সব নোট ও আলোচনা দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-bengali-notes

একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

 

You cannot copy content of this page

Need Help?