বিশ্বের ভাষা ও ভাষা পরিবার

বিশ্বের ভাষা ও ভাষা পরিবার

বিশ্বের ভাষা ও ভাষা পরিবার থেকে এখানে বিবিধ নোট প্রদান করা হলো। শিক্ষার্থীরা নির্দিষ্ট লিংকে টাচ/ক্লিক করে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার বিষয়ের নোটগুলি দেখতে পারবে।

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

একাদশ শ্রেণির বাংলা বিষয়ে ভাষা একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ভাষা অংশের একটি বিভাগ হলো বিশ্বের ভাষা ও ভাষা পরিবার। একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় তোমাদের ভাষা থেকে MCQ, SAQ ও ৫ নম্বরের বড়ো প্রশ্নের উত্তর লিখতে হবে। একাদশ শ্রেণিতে বাংলা বিষয়ে ভালো ফলাফল করতে এই অংশটি খুব ভালো করে তৈরি করতে হবে। শিক্ষার্থীদের সুবিধার্থে এখানে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও তাদের উত্তর প্রদান করা হলো। 

MCQ প্রশ্নের উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

বিশ্বের ভাষা ও ভাষা পরিবার বড়ো প্রশ্নের উত্তরঃ

১) ইন্দো-ইউরোপীয় ভাষাবংশের পরিচয় দাও।

উঃ পৃথিবীর বিবিধ ভাষাবংশগুলির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হলো ইন্দো-ইউরোপীয় ভাষাবংশ। আনুমানিক ৫০০০ খ্রিষ্টপূর্বাব্দে দক্ষিণ রাশিয়ার উরাল পর্বতের পাদদেশে এই ভাষাপরিবারের আদি ভাষার জন্ম।

ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর মূল ভাষা বা আদি ভাষার কোনো প্রত্নলিপি বা গ্রন্থ এখনও পর্যন্ত আবিষ্কার করা সম্ভব হয় নি বলে এখনও এই ভাষাবংশের আদি রূপ সম্পর্কে কোন সুস্পষ্ট ধারনা লাভ করা সম্ভবপর হয় নি। বিবিধ প্রাচীন ভাষা, যেমন বৈদিক, আবেস্তীয়, গ্রিক, লাতিন, প্রাচীন পারসিক প্রভৃতি ভাষাগুলির মধ্যে তুলনামূলক আলোচনা ও বিশ্লেষণের মাধ্যমে ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর মূল ভাষা সম্পর্কে অনুমান নির্ভর ধারণা প্রদান করা হয়েছে।

আনুমানিক ২৫০০ খ্রিষ্টপূর্বাব্দে ইন্দো-ইউরোপীয় জাতি আর্যরা উরাল পর্বতের পাদদেশ থেকে এশিয়া ও ইউরোপের বিবিধ অঞ্চলে ছড়িয়ে পরেছিল। এর ফলস্বরূপ মূল আর্যভাষা থেকে দশটি প্রাচীন ভাষাশাখার জন্ম হয়। এই ভাষাশাখাগুলি নিম্মরূপ-

১) ইন্দো-ইরানীয়

২) বাল্‌তো-স্লাভিক

৩) আলবানীয়

৪) আর্মেনীয়

৫) গ্রীক

৬) ইতালিক

৭) কেল্‌তিক

৮) জার্মানিক

৯) তোখারীয়

১০) হিত্তীয়

এরমধ্যে প্রথম চারটি ভাষাশাখা কেন্তুম বর্গের ও শেষ ছয়টি ভাষাশাখা সতম্‌ বর্গের ভাষাশাখা।

বিশ্বের ভাষা ও ভাষা পরিবার থেকে আরো কিছু বড়ো প্রশ্নের উত্তরঃ

বিশ্বের ভাষা ও পরিবার থেকে কিছু গুরুত্বপূর্ণ ছোটপ্রশ্নের (MCQ) উত্তর।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

বিশ্বের ভাষা ও পরিবার থেকে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের (SAQ) উত্তর।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

পৃথিবীতে প্রচলিত বিভিন্ন ভাষায় বর্গীকরণ কোন্‌ কোন্‌ পদ্ধতিতে করা হয়?

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

ভাষার আকৃতি অনুযায়ী শ্রেনীবিভাগ করার পদ্ধতিগত সুবিধা কী? এই পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

অবর্গীভূত ভাষা কাকে বলে? পৃথিবীর উল্লেখযোগ্য কয়েকটি অবর্গীভূত ভাষার পরিচয় দাও।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

মিশ্র ভাষা কাকে বলে? এই ভাষার চারটি বৈশিষ্ট্য উল্লেখ করো

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

পৃথিবীর আদি ভাষাবংশের প্রধান তিনটি ভাষার/শাখার পরিচয় দাও।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ   

শিক্ষালয়ের সাথে ফেসবুকে যুক্ত হতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবেঃ sikkhalaya

You cannot copy content of this page

Need Help?