বাক্য থেকে এখানে কিছু গুরুত্বপূর্ণ নোট প্রদান করা হলো। শিক্ষার্থীরা নির্দিষ্ট নোটে টাচ/ক্লিক করে নোটগুলি দেখতে পারবে।
১)বাক্য কাকে বলে?
উঃ অর্থযুক্ত পদসমুচ্চয় বক্তার মনোভাবকে সুস্পষ্ট ও সম্পূর্ণভাবে প্রকাশ করলে এবং শ্রোতার শ্রবণ ইচ্ছাকে পরিপূর্ণ করলে, তাকে বাক্য বলে।
যেমনঃ
আমি বই পড়তে ভালোবাসি।
২)গঠনগতভাবে বাংলা বাক্যের পরিচয় দাও।
উঃ গঠনগতভাবে বাংলা বাক্য কর্তা-কর্ম-ক্রিয়া (S-O-V)গঠনের হয়ে থাকে।
যেমনঃ
আমি ভাত খাবো।(আমি-কর্তা, ভাত-কর্ম, খাবো-ক্রিয়া)
৩)বাক্য গঠনের শর্তগুলি কী কী?
উঃ বাক্য গঠনের তিনটি শর্ত পরিলক্ষিত হয়।
যথা- আকাঙ্খা, আসক্তি ও যোগ্যতা।
৪)আকাঙ্খা কাকে বলে?
উঃ যে পদের অভাবে অন্য পদের প্রতীতি হয় না, তাকে আকাঙ্খা বলে। বাক্য বক্তার মনোভাব ও আগ্রহ প্রকাশ না করতে পারলে তা ‘আকাঙ্খা’ পূর্ণ হয় নি বলা হয়।
যেমনঃ
আমি বাজারে গিয়ে……
৫)আসক্তি কাকে বলে?
উঃ সঠিক পদগুলির পাশাপাশি বসে অর্থবোধক হয়ে ওঠাকেই বলা হয় আসক্তি।
যেমনঃ
ঘাস ছাগল খায় (বাক্য নয়)
ছাগল ঘাস খায় (বাক্য)
৬)যোগ্যতা কাকে বলে?
উঃ সংগত ও অর্থবহ বাক্যগঠনের উপযোগিতাকেই যোগ্যতা বলা হয়।
যেমনঃ
মাছ আকাশে ওড়ে (বাক্য নয়)
পাখি আকাশে ওড়ে (বাক্য)
৭)যোগ্যতাহীন বাক্যের উদাহরণ দাও।
উঃ মাছ আকাশে ওড়ে
Aa
শিক্ষালয়ের শিক্ষাজগতে স্বাগত।