সমাস থেকে এখানে কিছু গুরুত্বপূর্ণ নোট প্রদান করা হলো। শিক্ষার্থীরা নির্দিষ্ট নোটে টাচ/ক্লিক করে নোটগুলি দেখতে পারবে।
বাংলা ব্যাকরণ(সমাস)
সমাস নির্ণয় করোঃ-
কনক-আসন= কনক নির্মিত আসন (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)
ছদ্মবেশী= ছদ্ম বেশ যার (সাধারণ বহুব্রীহি সমাস)
মহারাজ= মহান যে রাজা (সাধারণ কর্মধারয় সমাস)
রাজপদ= রাজার পদ (সম্মন্ধ তৎপুরুষ সমাস)
মেঘবাহন= মেঘ বাহন যার (সাধারণ বহুব্রীহি সমাস)
কথাশিল্পী= কথার শিল্পী (সম্মন্ধ তৎপুরুষ সমাস)
আমরাও= তুমি, সে ও আমি- ও (একশেষ দ্বন্দ্ব)
ডিমভাজা= ভাজা যে ডিম (সাধারণ কর্মধারয় সমাস)
বারোমাস= বারো মাসের সমাহার (সমাহার দ্বিগু সমাস)
অশুভ= নয় শুভ (না- তৎপুরুষ সমাস)