শব্দ ও পদ ।। Sobdo o Pod

শব্দ ও পদ ।। Sobdo o Pod

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণের বিবিধ আলোচনা নিয়মিত প্রদান করা হয়। এখানে বাংলা ব্যাকরণের শব্দ ও পদ ।। Sobdo o Pod থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রদান করা হলো। এই শব্দ ও পদ ।। Sobdo o Pod উত্তরগুলি শিক্ষার্থীরা তৈরি করলে বাংলা ব্যাকরণের শব্দ ও পদ বিষয়ে সুস্পষ্ট জ্ঞান অর্জন করতে পারবে। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন। 

শব্দ ও পদ ।। Sobdo o Pod: 

১)শব্দ কাকে বলে?

উঃ যখন এক বা একাধিক ধ্বনি যুক্ত হয়ে অর্থবোধক ভাষাখন্ড সৃষ্টি করে তখন তাকে শব্দ বলে।

 

২) পদ কাকে বলে?

উঃ যখন শব্দ বা ধাতু বিভক্তিযুক্ত হয়ে বাক্যে ব্যবহারের উপযুক্ত হয়ে ওঠে তখন তাকে পদ বলে।

 

৩) নাম পদ কাকে বলে?

উঃ শব্দের সাথে ধাতুবিভক্তি যুক্ত হলে সেই পদকে নামপদ বলে।

      নামপদ চার প্রকার। যথাঃ বিশেষ্য, সর্বনাম, বিশেষণ ও অব্যয়।

 

৪) ক্রিয়াপদ বলতে কী বোঝ?

উঃ যেসব পদের সাহায্যে কোন কাজ করা বোঝায়, তাদের ক্রিয়া পদ বলে।

      যেমনঃ করা, খাওয়া, বলা, যাওয়া ইত্যাদি।

 

৫) ধাতু কাকে বলে?

উঃ ক্রিয়াপদের বিভক্তিহীন মূল অংশ হলো ধাতু। 

 

৬) বিভক্তি কাকে বলে?

উঃ যে ধ্বনি বা ধ্বনি গুচ্ছ ধাতু বা শব্দের সাথে যুক্ত হয়ে পদ গঠন করে তাদের বিভক্তি বলে।

      বিভক্তি তিন প্রকার। যথাঃ শব্দ বিভক্তি, ধাতু বিভক্তি ও তির্যক বিভক্তি।

 

৭) শব্দ বিভক্তি কাকে বলে?

উঃ যে বিভক্তি শব্দের সাথে যুক্ত হয়ে শব্দকে নামপদে পরিনত করে তাদের শব্দ বিভক্তি বলে।

      যেমনঃ অ, এ, কে, ইত্যাদি।

 

৮) ধাতু বিভক্তি কাকে বলে?

উঃ যে বিভক্তি ধাতুর সাথে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে থাকে তাকে ধাতু বিভক্তি বলে।

      যেমনঃ অ, ও, এ, এন ইত্যাদি।

 

৯) তির্যক বিভক্তি কাকে বলে?
উঃ যে বিভক্তি সকল কারকে ব্যবহৃত হয়, তাকে তির্যক বিভক্তি বলা হয়ে থাকে।

      যেমনঃ এ বিভক্তি।

 

১০) সমন্ধ পদের সঙ্গে কোন কোন বিভক্তি যুক্ত হয়?

উঃ সম্মন্ধ পদের সাথে র, এর প্রভৃতি বিভক্তি যুক্ত হয়।

 

নবম শ্রেণির সকল বাংলা অধ্যায়ভিত্তিক PDF NOTE দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করো 

bangla pdf note

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

You cannot copy content of this page

Need Help?