বিশেষ্যপদ

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণের বিবিধ আলোচনা নিয়মিত প্রদান করা হয়। এখানে বাংলা ব্যাকরণের শব্দ ও পদ থেকে বিশেষ্যপদ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রদান করা হলো। এই বিশেষ্যপদ থেকে প্রশ্নের উত্তরগুলি শিক্ষার্থীরা তৈরি করলে বাংলা ব্যাকরণের শব্দ ও পদ বিষয়ে সুস্পষ্ট জ্ঞান অর্জন করতে পারবে। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন। 

বিশেষ্যপদঃ 

১) বিশেষ্য পদ ককে বলে?

উঃ যে পদের সাহায্যে কোন বস্তু, স্থান, গুণ, অবস্থা, সংজ্ঞা, সমষ্টি প্রভৃতি বোঝানো হয় তাকে বিশেষ্য পদ বলে।

 

২) বিশেষ্য পদের কয়টি ভাগ ও কী কী?

উঃ বিশেষ্য পদকে প্রধানত নয়টি ভাগে বিভক্ত করা যায়। যথাঃ সংজ্ঞাবাচক, শ্রেণিবাচক, ভাববাচক, ক্রিয়াবাচক, সমষ্টিবাচক, সংখ্যাবাচক, অবস্থাবাচক, গুণবাচক ও বস্তুবাচক বিশেষ্য।

 

৩) সংজ্ঞাবাচক বিশেষ্য কাকে বলে?

উঃ যে বিশেষ্য পদ দ্বারা কোন স্থান, দেশ, রাজ্য, মানুষ, পশু, পাহাড় প্রভৃতির নাম বোঝায় তাকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলে।

      যেমনঃ রবীন্দ্রনাথ, হিমালয়, ভারতবর্ষ ইত্যাদি।

 

৪) শ্রেণিবাচক বিশেষ্য কাকে বলে?

উঃ যে বিশেষ্য পদের সাহায্যে কোন ব্যক্তি, বস্তু, জাতি বা শ্রেণি বোঝানো হয় তাকে শ্রেণিবাচক বিশেষ্য বলে।

      যেমনঃ পশু, পাখি ইত্যাদি।

 

৫) বস্তুবাচক বিশেষ্য কাকে বলে?

উঃ যখন কোন শ্রেণিবাচক বিশেষ্য পদ দ্বারা কোন বস্তুর নাম বোঝানো হয় তখন তাকে বস্তুবাচক বিশেষ্য বলে।

      যেমনঃ সোনা, তামা, চেয়ার ইত্যাদি।

 

৬) ভাববাচক বিশেষ্য কাকে বলে?

উঃ যে বিশেষ্য পদ দ্বারা কোন বিশেষ ভাবকে প্রকাশ করা হয় তাদের ভাববাচক বিশেষ্য বলে।

      যেমনঃ লঘুতা, কোমলতা ইত্যাদি।

 

৭) ক্রিয়াবাচক বিশেষ্য কাকে বলে?

উঃ যে বিশেষ্য পদের মাধ্যমে কোন কাজের না বোঝানো হয় তাকে ক্রিয়াবাচক বিশেষ্য বলে।

      যেমনঃ দুরন্ত, চলন্ত ইত্যাদি।

 

৮) সমষ্টিবাচক বিশেষ্য কাকে বলে?

উঃ যে বিশেষ্য পদের দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণীর সমষ্টিকে বোঝানো হয় তাদের সমষ্টিবাচক বিশেষ্য বলে।

      যেমনঃ জনতা, ছাত্রদল ইত্যাদি।

 

৯) সংখ্যাবাচক বিশেষ্য কাকে বলে?

উঃ যে বিশষ্য পদ দ্বারা সংখ্যা নির্দেশিত হয় তাকে সংখ্যাবাচক বিশেষ্য বলে।

      যেমনঃ সতেরো-আঠারোটি ছাত্র-ছাত্রী স্কুলে এসেছে।

 

১০) অবস্থাবাচক বিশেষ্য কাকে বলে?

উঃ যে বিশেষ্য পদ দ্বারা কোন প্রাণী বা বস্তুর অবস্থা নির্দেশ করা হয় তাকে অবস্থাবাচক বিশেষ্য বলে।

      যেমনঃ শৈশব, বার্ধক্য, স্বাধীনতা ইত্যাদি।  

 

১১) গুণবাচক বিশেষ্য কাকে বলে?

উঃ যে বিশেষ্য পদের দ্বারা কোন বস্তু বা প্রাণীর দোষ, গুণ, ধর্ম প্রভৃতি নির্দেশ করা হয়, তাকে গুণবাচক বিশেষ্য বলে।

      যেমনঃ মায়া, দয়া, সততা ইত্যাদি।

বাংলা বিষয়ে অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের MOCK TEST প্রদান করতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে 

click here

প্রথম ইউনিট টেষ্টের বাংলা সাজেশন দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

You cannot copy content of this page

Need Help?