class eight bengali grammar

দল বিশ্লেষণ থেকে এখানে কিছু গুরুত্বপূর্ণ নোট প্রদান করা হলো। শিক্ষার্থীরা নির্দিষ্ট নোটে টাচ/ক্লিক করে নোটগুলি দেখতে পারবে।

 
 

দল বিশ্লেষণ

 

দলঃ

দল কথার অর্থ হল ফুলের পাপড়ি। শব্দের উচ্চারণ বিশ্লেষণ করলে আমরা দেখতে পারবো যে, একটি শব্দ এক বা একাধিক দল নিয়ে গড়ে ওঠে। যখন কোন শব্দকে আমরা উচ্চারণ করি তখন শব্দটিকে যে অংশগুলিতে বিভক্ত করে আমরা উচ্চারণ করি তাকেই দল বলা হয়।

অর্থাৎ দলের সংজ্ঞা স্বরূপ আমরা বলতে পারি- “মানুষ তার বাগ্‌যন্ত্রের সহায়তায় কোন শব্দের যতোটা পরিমাণ ধ্বনি একক প্রচেষ্টায় উচারণ করে তাকেই দল বলে।

যেমনঃ

‘বিবেকানন্দ’ শব্দটিকে যদি আমরা সচেতনভাবে উচ্চারণ করি তবে দেখতে পারবো যে আমরা উচ্চারণ করছি “বি-বে-কা-নন্‌-দ”। একেই আমরা বলবো বিবেকানন্দ শব্দটির দল বিশ্লেষণ।

আবার যখন আমরা “জল”, “কল”, “চল” প্রভৃতি শব্দগুলি উচ্চারণ করি তখন কিন্তু সম্পূর্ণ শব্দটা একবারেই উচ্চারিত হয়।

দলের শ্রেণিবিভাগঃ

দলকে দুটি ভাগে বিভক্ত করা যায়।

যথাঃ- ১) মুক্ত দল

                  ও

          ২) রুদ্ধ দল

 

 

কয়েকটি শব্দের দল বিশ্লেষণের উদাহরণঃ 

অনশন – অ-ন-শন্
অত্যাবশ্যক – অত্-তা-বশ্-শক্
অক্ষত – অক্-খ-ত
অধ্যাদেশ – অদ্-ধা-দেশ্
অত্যুজ্জ্বল – অত্-তুজ্-জল্
আনন্দ – আ-নন্-দ
আকৃষ্ট – আক্-কৃষ্-ট
আপামর – আ-পা-মর্
আশ্রমিক – আশ্-শ্র-মিক্
ইচ্ছাপূরণ – ইচ্-ছা-পূ-রণ্
ইন্দ্রেদেব – ইন্-দ্র-দেব্
ঈর্ষাপরায়ণ – ঈর্-ষা-প-রা-য়ন্
ঈগল – ঈ-গল্
উত্তুঙ্গ – উত্-তুঙ্-গ
উমাকান্ত – উ-মা-কান্-ত
উর্বর – উর্-বর্
উপরোল্লিখিত – উ-প-রোল্-লি-খি-ত
উত্থান – উত্-থান্
উড়নচণ্ডী – উ-ড়ন্-চণ্-ডী
ঋষিমশাই – ঋ-ষি-ম-শাই
একাকিত্ব – এ-কা-কিত্-ত
ঐকান্তিকতা – ঐ-কান্-তি-ক-তা
ওজনস্তর – ও-জন্-স্তর্ 
ঔরঙ্গজেব – ঔ-রঙ্-গ-জেব্
কমলাকান্ত – ক-ম-লা-কান্-ত
কদর্যতা – ক-দর্-য-তা
কর্ণপটহ – কর্-ণ-প-ট-হ
ক্লান্ত – ক্লান্-ত
কুমারমঙ্গলম্ – কু-মার-মঙ্-গ-লম্
কঠোপনিষদ – ক-ঠো-প-নি-ষদ্
কার্তিকেয় – কার্-তি-কে-য়
কিন্নরদল – কিন্-নর্-দল
ক্ষমতাবান – ক্ষ-ম-তা-বান্
খ্যাতিমান – খ্যা-তি-মান্
খ‌ইভাজা – খ‌ই-ভা-জা
গ্রামাঞ্চল – গ্রা-মান্-চল্
গুরুজ্ঞান – গু-রুগ্-জ্ঞান্
গুঞ্জন – গুন্-জন্
ঘ্রাণেন্দ্রিয় – ঘ্রা-ণেন্-দ্রি-য়
ঘৃত – ঘৃ-ত 
চন্দ্রনাথ – চন্-দ্র-নাথ্
চমৎকার – চ-মৎ-কার্
চাকরবাকর – চা-কর্-বা-কর্
চৌর্যবৃত্তি – চৌর্-য-বৃত্-তি
ছিন্নমস্তা – ছিন্-ন্-মস্-তা
ছেলেধরা – ছে-লে-ধ-রা
ছাইপাঁশ – ছাই-পাঁশ্
ছক্কা – ছক্-কা
জন্মজন্মান্তর – জন্-ম-জন্-মান্-তর্
জন্মদাত্রী – জন্-ম-দাত্-ত্রী
জগজ্জননী – জ-গজ্-জ-ন-নী
জড়ভরত – জ-ড়-ভ-রত্
ঝড়ঝাপটা – ঝড়্-ঝাপ্-টা
ঝংকার – ঝং-কার্
টুকটুকে – টুক্-টু-কে
ট্রাম – ট্রাম্ (একটিই রুদ্ধ দল)
ট্রেন – ট্রেন্ ( ঐ )
ঠাকুরবাড়ি – ঠা-কুর্-বা-ড়ি
ঠাম্মা – ঠাম্-মা
ডাক্তারবাবু – ডাক্-তার্-বা-বু
ডালপালা – ডাল-পা-লা
ডাকাবুকো – ডা-কা-বু-কো
ঢাকঢোল – ঢাক্-ঢোল্
ণত্ববিধি – ণত্-ত-বি-ধি
ণিজন্ত – ণি-জন্-ত
তত্ত্বাবধায়ক – তত্-তা-ব-ধা-য়ক্
তথ্যসমৃদ্ধ – তত্-থ-সম্-মৃদ্-ধ

 
 

 

দল বিশ্লেষণ সম্পর্কে আলোচনা (পর্ব ২)

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

 
 

দল বিশ্লেষণের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট নিয়মিত লাভ করতে নিম্নের ফর্মটি যথাযথভাবে পুরণ করতে হবেঃ 

sikkhalaya
শিক্ষালয়, অনুপম ধর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page