class seven model activity task

Class Seven Model Activity Task Health & Physical Education

সপ্তম শ্রেণি স্বাস্থ্য ও শরীর শিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৪

 

১) সঠিক উত্তর নির্বাচনঃ 

ক) ইষ্টবেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয়- ১৯২০ খ্রিষ্টাব্দে। 

খ) অ্যাথলেটিক্স শব্দটি এসেছে- অ্যাথলন থেকে। 

গ) মোহনবাগান ক্লাব সাহেবদের হারিয়ে শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল- ১৯১১ সালে। 

২) শূণ্যস্থান পূরণঃ

ক) খেলা মানুষের সহজাত প্রবৃত্তি। 

খ) গ্রিক শব্দ জিমনস থেকে জিমনাস্টিকস কথাটি এসেছে। 

গ) জৈনধর্ম অহিংসার মূর্ত প্রতীক হিসাবে বিদ্যমান।

ঘ) এন.সি.সি-র হালকা নীল রং নৌসেনা বাহিনীর প্রতীক। 

৩) দু-এক কথায় উত্তরঃ 

ক) খেলা কী? 

উঃ খেলা মানুষের এক সহজাত প্রবৃত্তি যা সৃজনশীল ক্রিয়াকলাপের মাধ্যমে আমাদের আনন্দ প্রদান করে। এর পাশাপাশি শিশুদের দেহ ও মনের বিকাশ ঘটাতে ‘খেলা’-র বিশেষ গুরুত্ব অপরিসীম। 

খ) প্রত্যক্ষ বিনোদন কাকে বলে? 

উঃ যে কোনো খেলায় সরাসরি অংশগ্রহণের মাধ্যমে যে আনন্দ বা বিনোদন লাভ করা যায়, তাকেই প্রত্যক্ষ বিনোদন বলা হয়। 

গ) সৃজনশীল বিনোদনের একটি উদাহরণ দাও। 

উঃ নৃত্য বা নাচ হলো একটি সৃজনশীল বিনোদন। 

৪) কয়েকটি বাক্যে উত্তরঃ

 

ক) শারীরশিক্ষার উদ্দেশ্যগুলি উল্লেখ করো। 

উঃ শারীরশিক্ষার বিবিধ উদ্দেশ্যগুলি নিম্নরূপ- 

১) শারীরিক তন্ত্রগত বিকাশ সাধন।

২) দক্ষতা বৃদ্ধি।

৩) সামাজিক বিকাশ সাধন।

৪) স্বাস্থ্যের বিকাশ ঘটানো। 

৫) শিক্ষাগত অভিজ্ঞতা অর্জন।

৫) প্রকল্পঃ

ক) শারীরশিক্ষাসূচিতে অংশগ্রহণের প্রতিবেদনঃ 

উঃ বাৎসরিক শারীরশিক্ষার সূচি 

স্থান- হলদিবাড়ি টাউনক্লাব ময়দান

আগষ্ট, ২০২১ 

 

বর্তমান করোনা পরিস্থিতিতে যখন বিদ্যালয় দীর্ঘদিন বন্ধ রয়েছে তখন হলদিবাড়ি টাউন কমিটির উদ্যোগে আমাদের শরীরকে সুস্থ ও সতেজ রাখতে প্রতিদিন সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রেখে শরীরচর্চা ও যোগব্যায়ামের ব্যবস্থা করা হয়েছিলো। শহরের সাত থেকে পনেরো বছরের শিশুরা প্রত্যেকদিন এই শারীরিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ করেছিলো। আমি ব্যক্তিগতভাবে এই উদ্যোগে অংশগ্রহণ করে নিজেকে অনেক সুস্থ ও সতেজ অনুভব করেছি। 

৬) করোনা ভাইরাস বিষয়ক একটি স্বাস্থ্য সচেতনতামূলক পোস্টারঃ 

Corona Poster

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page