
Class Seven Model Activity Task Health & Physical Education
সপ্তম শ্রেণি স্বাস্থ্য ও শরীর শিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৪
১) সঠিক উত্তর নির্বাচনঃ
ক) ইষ্টবেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয়- ১৯২০ খ্রিষ্টাব্দে।
খ) অ্যাথলেটিক্স শব্দটি এসেছে- অ্যাথলন থেকে।
গ) মোহনবাগান ক্লাব সাহেবদের হারিয়ে শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল- ১৯১১ সালে।
২) শূণ্যস্থান পূরণঃ
ক) খেলা মানুষের সহজাত প্রবৃত্তি।
খ) গ্রিক শব্দ জিমনস থেকে জিমনাস্টিকস কথাটি এসেছে।
গ) জৈনধর্ম অহিংসার মূর্ত প্রতীক হিসাবে বিদ্যমান।
ঘ) এন.সি.সি-র হালকা নীল রং নৌসেনা বাহিনীর প্রতীক।
৩) দু-এক কথায় উত্তরঃ
ক) খেলা কী?
উঃ খেলা মানুষের এক সহজাত প্রবৃত্তি যা সৃজনশীল ক্রিয়াকলাপের মাধ্যমে আমাদের আনন্দ প্রদান করে। এর পাশাপাশি শিশুদের দেহ ও মনের বিকাশ ঘটাতে ‘খেলা’-র বিশেষ গুরুত্ব অপরিসীম।
খ) প্রত্যক্ষ বিনোদন কাকে বলে?
উঃ যে কোনো খেলায় সরাসরি অংশগ্রহণের মাধ্যমে যে আনন্দ বা বিনোদন লাভ করা যায়, তাকেই প্রত্যক্ষ বিনোদন বলা হয়।
গ) সৃজনশীল বিনোদনের একটি উদাহরণ দাও।
উঃ নৃত্য বা নাচ হলো একটি সৃজনশীল বিনোদন।
৪) কয়েকটি বাক্যে উত্তরঃ
ক) শারীরশিক্ষার উদ্দেশ্যগুলি উল্লেখ করো।
উঃ শারীরশিক্ষার বিবিধ উদ্দেশ্যগুলি নিম্নরূপ-
১) শারীরিক তন্ত্রগত বিকাশ সাধন।
২) দক্ষতা বৃদ্ধি।
৩) সামাজিক বিকাশ সাধন।
৪) স্বাস্থ্যের বিকাশ ঘটানো।
৫) শিক্ষাগত অভিজ্ঞতা অর্জন।
৫) প্রকল্পঃ
ক) শারীরশিক্ষাসূচিতে অংশগ্রহণের প্রতিবেদনঃ
উঃ বাৎসরিক শারীরশিক্ষার সূচি
স্থান- হলদিবাড়ি টাউনক্লাব ময়দান
আগষ্ট, ২০২১