ষষ্ঠ শ্রেণি ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক

CLASS SIX GEOGRAPHY MODEL ACTIVITY TASK (PART 4)

ষষ্ঠ শ্রেণি ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক (পার্ট ৪) 

 

১) বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখোঃ  

১.১ ঠিক জোড়াটি নির্বাচন করো।

ক) গ্রহ — নিজস্ব আলো আছে

খ) গ্রহাণু — গ্রহের তুলনায় আয়তনে বড়

গ) উপগ্রহ — নক্ষত্রের আলোয় আলোকিত

ঘ) উল্কা — লেজবিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ক

উত্তর:  গ) উপগ্রহ — নক্ষত্রের আলোয় আলোকিত।

১.২ নিরক্ষরেখার সমান্তরালে উত্তর গোলার্ধে বিস্তৃত কাল্পনিক রেখা হলো –

 ক) মকরক্রান্তি রেখা 

খ) কর্কটক্রান্তি রেখা 

খ) মূলমধ্য রেখা 

ঘ) কুমেরুবৃত্ত রেখা।

উত্তর: খ) কর্কটক্রান্তি রেখা।

geography mock test

১.৩ নীচের যে রাজ্যটির ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত সেটি হলো-

ক) অরুণাচল প্রদেশ 

খ) মহারাষ্ট্র

গ) হিমাচল প্রদেশ 

ঘ) পশ্চিমবঙ্গ

উত্তর: ঘ) পশ্চিমবঙ্গ।

class six final model activity task history

২) বাক্যটি সত্য হলে ‘ঠিক’ এবং অসত্য হলে ‘ভুল’ লেখোঃ 

২.১ গোলাকার পৃথিবী দ্রুত গতিতে আবর্তন করায় এটি মাঝ বরাবর স্ফীত।

উত্তর: ঠিক।

২. ২ ০° ও ১৮০° দ্রাঘিমারেখা প্রকৃতপক্ষে একটিই রেখা ।

উত্তর: ঠিক ।

২.৩ সূর্যের দৈনিক আপাত গতির মূল কারণ পৃথিবীর আবর্তন।

উত্তর: ঠিক।

৩) সংক্ষিপ্ত উত্তর দাওঃ 

৩.১ তারার রঙের সঙ্গে উষ্ণতার সম্পর্ক লেখো।

উত্তর: কোন তারা কতটা উত্তপ্ত রঙ দেখে বোঝা যায় ছোট লাল তারার উষ্ণতা সবথেকে কম ।আকাশে এরকম তারার সংখ্যা সবথেকে বেশি ।মাঝারি হলুদ তারার উষ্ণতা আর একটু বেশী ।বিরাট নীল তারার উষ্ণতা প্রচন্ড বেশি এবং উজ্জ্বল আর প্রকাণ্ড সাদা তারার উষ্ণতা এবং উজ্জ্বলতা দুটোই সবথেকে বেশি।

৩.২ পৃথিবীর কাল্পনিক অক্ষ মেরুরেখা ও নিরক্ষরেখার সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে অবস্থান করছে তা এঁকে দেখাও। 

উত্তর:

geography

৪. হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত তিনটি সমান্তরাল পর্বতশ্রেণির সংক্ষিপ্ত বর্ণনা দাও।

উত্তর: হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে তিনটি সমান্তরাল পর্বতশ্রেণী হলো- 

১) হিমাদ্রিঃ- 

            গড় উচ্চতা ৬ হাজার মিটারের বেশি।

২) হিমাচলঃ-

             হিমাদ্রির দক্ষিণে অবস্থিত। এর গড় উচ্চতা ৩০০০ মিটারের বেশি।

৩) শিবালিকঃ-

             সর্বদক্ষিণে অবস্থিত। এর গড় উচ্চতা ১৫০০ মিটারের কম। 

class six final model activity task 2021 bengali

অ্যাক্টিভিটি টাস্কগুলি ডাউনলোড করতে নিম্নের লিঙ্কে ক্লিক করতে হবে

sikkhalaya click here

সকল মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি ডাউনলোড করতে ক্লিক করো নিম্নের লিঙ্কে 

download sikkhalaya

You cannot copy content of this page

Need Help?