CLASS SIX HISTORY MODEL ACTIVITY TASK (PART 4)
ষষ্ঠ শ্রেণি ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক (পার্ট ৪)
১) সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরন করোঃ
(ক) এখনও পর্যন্ত সবচেয়ে পুরোনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে-
উত্তরঃ পূর্ব আফ্রিকাতে
(খ) মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন-
উত্তরঃ জাঁ ফ্রাঁসোয়া জারিজ
(গ) হরপ্পা সভ্যতা যুগের সভ্যতা-
উত্তরঃ প্রায়-ইতিহাস
![class six final model activity task 2021 bengali](https://sikkhalaya.in/wp-content/uploads/2021/11/vi-bengali.jpg)
২) ক- স্তম্ভের সাথে খ-স্তম্ভ মিলিয়ে লেখোঃ
২.১) বন্দর নগর– লোথাল
২.২) বৃহৎস্নানাগার– মহেঞ্জোদারো
২.৩) উঁচু এলাকা– সিটাডেল
৩) একটি বা দুটি বাক্যে লেখোঃ
(ক) মেহেরগড় সভ্যতায় কোন কোন কৃষি পন্য উৎপাদিত হত?
উত্তরঃ এখানে বিভিন্ন কৃষি পন্য চাষ হতো। তারমধ্যে অন্যতম হল গম, যব, বালি, তিল ইত্যাদি।
(খ) উপমহাদেশের পুরোনো গুহা-বসতি প্রমান পাওয়া গেছে এরকম কয়েকটি স্থানের নাম লেখো।
উত্তরঃ উপমহাদেশে সবচেয়ে বেশি গুহা-বসতি পাওয়া গেছে। উল্লেখযোগ্য স্থানগুলো হলো- ভীমবেটকা (মধ্যপ্রদেশ), মেহেরগড়, কালিবাঙ্গান, রাখিগিরি ইত্যাদি।
৪) নিজের ভাষায় লেখো (৩-৪টি বাক্যে):
ক) তুমি কি মনে করো, আগুনের ব্যবহার মানুষের ইতিহাসে জরুরি একটি পরির্তন?
উত্তরঃ মানব সভ্যতার দ্রুত অগ্রগতির জন্য অন্যতম কারন হল আগুনের ব্যবহার। এই আগুন ব্যবহার করেই আদিম যুগের মানব সমাজ জঙ্গল সাফাই, পোড়ামাঠির ব্যবহার, পোড়া মাংস এবং বিভিন্ন ধারালো অস্ত্রের ব্যবহার শেখে।
এছাড়া হরপ্পা সভ্যতায় যে পোড়া মাঠির নিদর্শনগুলি পাওয়া যায় সেগুলি থেকে বোঝা যায়, ইতিহাসের অগ্রগতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।