মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২২

মাধ্যমিক ভূগোল সাজেশন

Madhyamik Geography Suggestion

 

শিক্ষার্থীরা এই সাজেশন অনুসারে প্রশ্নের উত্তরগুলি তৈরি করলে আসন্ন মাধ্যমিক পরীক্ষায় অনেকাংশেই উপকৃত হবে। 

 

তার পূর্বে দেখে নেওয়া যাক এবারের মাধ্যমিক পরীক্ষায় ভূগোল বিষয়ে কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন দেওয়া হবেঃ- 

madhyamik question format

মাধ্যমিক পরীক্ষার রুটিন ডাউনলোড করতে ক্লিক করো নিম্নের লিংকেঃ- 

sikkhalaya click here

তোমাদের ভূগোল বিষয়ে প্রথম ও পঞ্চম অধ্যায় থেকে মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন আসবে। এই দুটি অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রদান করা হলো।

শিক্ষালয় ওয়েবসাইটের নিয়মিত আপডেটগুলি পেতে পেজের শেষে থাকা “News Letter” বিভাগে নিজের নাম নথিভুক্ত করো। আর শিক্ষালয়ের অনলাইন পড়াশোনার জগতে যুক্ত হতে “অনলাইন বাংলা ক্লাস” বিভাগে গিয়ে “Admission Form” পূরণ করে প্রদান করা নির্দেশাবলী পালন করো। 

 

মাধ্যমিক ভূগোল সাজেশন

প্রথম অধ্যায়ঃ

  • টীকা লেখোঃ আবহবিকার, অবরোহণ, আরোহণ, পর্যায়ণ, পুঞ্জিত ক্ষয়  ২/৩

  • অবরোহণ ও আরোহণের মধ্যে পারথক্য দেখাও। ৩

  • গ্রেড কী? ১/২

  • নগ্নীভবন কাকে বলে? ২

  • নদীর ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। ৫                                mp test exam suggestion

  • নদীর সঞ্চয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। ৫

  • টীকা লেখোঃ অশ্বক্ষুরাকৃতি হ্রদ ৩

  • নদীমোহনায় বদ্বীপ বেশি গড়ে ওঠে কেন? ৩

  •  ধারণ অববাহিকা কাকে বলে? ২

  • জলবিভাজিকা কাকে বলে? ২

  • আদর্শ নদী বলতে কী বোঝো? ২                                                                                madhyamik history suggestion

  • নদীর ষষ্ঠঘাতের সূত্র কী? ২

  • পাখির পায়ের মতো বদ্বীপ কীভাবে গঠিত হয়? ২

  • নিকপয়েন্ট কী? ২

  • কাসকেড বলতে কী বোঝো? ২ 

  • বিন্দুবার কী? ২

  • প্রপাতকূপ কাকে বলে? ২ 

  • হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও। ৫                                      Sikkhalaya

  • হিমবাহ ও জলধারার মিলিত ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলির চিত্রসহ বিবরণ দাও। ৫

  • ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত গঠিত হয় কেন? ৩ 

  • গ্রাবরেখার শ্রেণিবিভাগ করো? ৩

  • টীকা লেখোঃ ড্রামলিন/হিমশৈল ২/২   

  • পার্থক্য লেখোঃ ফিয়র্ড ও ফিয়ার্ড ৩

  • হিমরেখা কাকে বলে? ২ 

  • মরুভূমির প্রসার রোধ করতে কী কী পদক্ষেপ নেওয়া উচিত? ৩                              gyanchokkhu

  • বায়ুর সঞ্চয়কাজের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। ৫

  • টীকা লেখোঃ লোয়েস সমভূমি/বার্খান বালিয়াড়ি ৩ 

  • ইনসেলবার্জ কী? ২

  • পেডিমেন্ট কী? ২

  • ওয়াদি কী? ২

  • তির্যক বালিয়াড়ি কী? ২

  • প্লায়া কী? ২ 

 

পঞ্চম অধ্যায়ঃ

  • রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল? ২

  • ভূপ্রকৃতি অনুসারে ভারতের হিমালয় পার্বত্য অঞ্চলের শ্রেণিবিভাগ করো। ৫

  • দৈর্ঘ্য বরাবর হিমালয় পার্বত্য অঞ্চলের শ্রেণিবিভাগ করো। ৫

  • প্রস্থ বরাবর হিমালয় পার্বত্য অঞ্চলের শ্রেণিবিভাগ করো। ৫

  • ভারতের জনজীবনে হিমালয় পর্বতমালার গুরুত্ব আলোচনা করো। ৫                    sikkhalaya

  • ভারতের পুর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। ৫

  • ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। ৫ 

  • মালনাদ ও ময়দান বলতে কী বোঝো? ৩

  • মরুস্থলী কী? ২/৩

  • পূর্বাচল কাকে বলে? ২

  • দুন কী? ২                                                                                                                 

    sikkhalaya

  • কচ্ছের রান কী? ২/৩   

  • কয়াল কী? ২

  • তাল কী? ২

  • বেট কাকে বলে? ২

  • দোয়াব অঞ্চল কাকে বলে? ২

  • খাদার কাকে বলে? ২

  • মালনাদ অঞ্চল কোথায় অবস্থিত? ২

  • উত্তর ভারতের নদনদীর সংক্ষিপ্ত পরিচয় দাও। ৫                                                     

    sikkhalaya

  • উত্তর ও দখিণ ভারতের নদ নদীর পার্থক্য লেখো। ৫ 

  • ভারতের জনজীবনে নদনদীর প্রভাব আলোচনা করো। ৫

  • ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা লেখো। ৫ 

  • বহুমুখী নদী পরিকল্পনা কী? ৩

  • টীকা লেখোঃ দামোদর ভ্যালি কর্পোরেশন ৩

  • টীকা লেখোঃ গঙ্গা অ্যাকশন প্ল্যান ৩

  • বিল কাকে বলে? ২

  • ভারতের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। ৫

  • ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো। ৫                               

    sikkhalaya

  • দক্ষিণ ভারতের করমন্ডল উপকূলে বছরে দু-বার বৃষ্টি হয় কেন? ৩ 

  • টীকা লেখোঃ পশ্চিমি ঝঞ্ঝা ২

  • মৌসুমি বিষ্ফোরণ কী? ২

  • এল-নিনো ও লা-নিনার মধ্যে পার্থক্য লেখো। ৩

  • আম্রবৃষ্টি বলতে কী বোঝো? ২

  • পশ্চিমি ঝঞ্ঝা কী? ২

  • আঁধি কী? ২

  • ভারতের পলিমৃত্তিকা ও কৃষ্ণমৃত্তিকার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। ৫ 

    sikkhalaya

  • মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি লেখো। ৩

  • মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো। ৩

  • হিউমাসের গুরুত্ব লেখো। ৩ 

  • টীকা লেখোঃ ঝুম চাষ ২/৩ 

  • ফালি চাষ কী? ২

  • খোয়াই ক্ষয় কী? ২

  • ধাপ চাষের গুরুত্ব কী? ২

  • অরণ্য ধ্বংসের কারণগুলি লেখো। ৩/৫

  • অরণ্য সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো। ৩/৫                                                             

    sikkhalaya

  • টীকা লেখোঃ কৃষি বনসৃজন ২/৩ 

  • টীকা লেখোঃ জাতীয় সবুজ বাহিনী ২/৩

  • টীকা লেখোঃ সামাজিক বনসৃজন ২/৩ 

  • কৃষি বনসৃজন কাকে বলে? ২

  • ধানচাষের অনুকূল ভৌগলিক পরিবেশের বর্ণনা দাও। ৫

  • গম চাষের অনুকূল ভৌগলিক পরিবেশের বর্ণনা দাও। ৫

  • চা চাষের অনুকূল ভৌগলিক পরিবেশের বর্ণনা দাও। ৫                                           

    sikkhalaya

  • ভারতের গম উৎপাদক অঞ্চলগুলির পরিচয় দাও। ৫  

  • ভারতের চা উৎপাদক অঞ্চলগুলির পরিচয় দাও। ৫   

  • ভারতীয় কৃষির সমস্যাগুলি আলোচনা করো। ৫

  • সবুজ বিপ্লব কী? ৩

  • দক্ষিণ ভারতে কফি চাষের প্রাধান্যের কারণ কী? ৩

  • টীকা লেখোঃ হর্টিকালচার ৩

  • জীবিকাসত্তাভিত্তিক কৃষি বলতে কী বোঝো? ২                                                       

    sikkhalaya

  • মিলেট জাতীয় শস্য বলতে কী বোঝো? ২

  • বাগিচা কৃষি কী? ২

  • পূর্ব-মধ্য ভারতে লৌহ-ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো। ৫

  • পশ্চিমভারতে কার্পাসবয়ন শিল্পের কেন্দ্রীয়ভবনের কারণ কী? ৫

  • দুর্গাপুরকে ভারতের রূঢ় বলা হয় কেন? ৩

  • আউটসোর্সিং কী? ২

  • শিকড় আলগা শিল্প বা অস্থানু শিল্প কাকে বলে? ২                                                 

    sikkhalaya

  • বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে? ২

  • অনুসারী শিল্প কাকে বলে? ২

  • ভারতের জনসংখ্যা বন্টনের তারম্যের কারণগুলি আলোচনা করো। ৫

  • ভারতের নগরায়নের সমস্যাগুলি লেখো। ৫

  • ধারণযোগ্য উন্নয়ন কাকে বলে? ৩

  • আদমশুমারি বলতে কী বোঝো? ২

  • জনবিষ্ফরণ কাকে বলে? ২

  • শুন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে? ২

  • জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন? ৩/৫                                             

    sikkhalaya

  • কলকাতা বন্দরের সমস্যাগুলি লেখো। ৩/৫

  • দ্রুত পরিবহণ পথ বা Express Highway কী? ২/৩

  • সোনালি চতুর্ভুজ কী? ২/৩

  • জলপথের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। ৩

  • ইন্টারনেট বা অন্তর্জাল কী? ২

  • রজ্জুপথ কী? ২

  • হীরক চতুর্ভুজ প্রকল্প কী? ২

  • পশ্চাদ্‌ভূমি কাকে বলে? ২                                                                                        mp-test-exam-suggestion

  • মাচিত্র অনুশীলনঃ কারাকোরাম পর্বতশ্রেণি, গঙ্গা নদী, মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র, পক্‌ প্রণালী, কফি উৎপাদক অঞ্চল, পূর্বঘাট পর্বতমালা, মালাবার উপকূল, পূর্ব ভারতের একটি পেটড়োরসায়ন শিল্পকেন্দ্র, কাবেরী নদী, দক্ষিণ ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল, দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার, শিবালিক পর্বত, কচ্ছের রান, মহানদী, জাহাজ নির্মাণ কেন্দ্র, বিন্ধ্য পর্বত, লুনি, উলার হ্রদ, সম্বর হ্রদ, সোনালি চতুর্ভুজ 

sikkhalaya

 

You cannot copy content of this page

Need Help?