নবম শ্রেণি ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি ২০২২

Class Nine History Model Activity Task

January, 2022

নবম শ্রেণি ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক

জানুয়ারি, ২০২২

 

করোনা পরিস্থিতিতে যখন দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ তখন শিক্ষার্থীদের নিরবিচ্ছিন্ন শিক্ষা গ্রহণ অব্যাহত রাখতে স্কুল শিক্ষা দপ্তর থেকে ২০২২ নতুন শিক্ষাবর্ষে মডেল অ্যাক্টিভিটি টাস্কের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলি খাতায় লিখে তাদের বিদ্যালয়ের নির্দেশানুসারে নিজস্ব বিদ্যালয়ে জমা করতে হবে।

শিক্ষার্থীদের সুবিধার্থে শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে শিক্ষার্থীদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলির সমাধানের সুবিধার্থে সহায়তা প্রদান করা হলো।

 

 

১) শূন্যস্থান পূরণ করােঃ ১*৪=৪ 

(ক) ‘দ্য স্যোসাল কনট্রাক্ট’ বইটি লিখেছিলেন _____________ l 

উত্তরঃ রুশো 

(খ) ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন _____________ l 

উত্তরঃ ষোড়শ লুই 

(গ) বুর্জোয়ারা ছিল _____________ সম্প্রদায়ভুক্ত। 

উত্তরঃ তৃতীয়

(ঘ) বাস্তিলের পতন ঘটেছিল ১৭৮৯ খ্রিস্টাব্দের _____________ l 

উত্তরঃ ১৪ ই জুলাই

 

class nine model activity task geography january 2022 নবম শ্রেণি ভূগোল অ্যাক্টিভিটি টাস্ক ২০২২ 

 

২) ঠিক-ভুল নির্ণয় করােঃ ১*৪=৪

(ক) যাজক ও অভিজাত শ্রেণি ছিল সুবিধাভােগী। 

উত্তরঃ ঠিক 

(খ) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রস্তাব দিয়েছিলেন মন্তেস্কু। 

উত্তরঃ ঠিক

(গ) ‘কাদিদ’ নামক বইটি লিখেছিলেন রুশাে।

উত্তরঃ ভুল 

(ঘ) বৈষম্যমূলক কর ব্যবস্থা ফরাসি বিপ্লবের পথ প্রস্তুত করেছিল। 

উত্তরঃ ঠিক 

৩) স্তম্ভ মেলাওঃ ১*৪=৪

উত্তরঃ

তেইল- ভূমিকর 

টাইদ- ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য ধার্য কর

গ্যাবেল- লবন কর 

ভ্যাক্তিয়েম- সম্পত্তির ওপর ধার্য কর

 

class nine model activity task bengali january 2022 নবম শ্রেণি বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২২ 

 

৪) সংক্ষেপে উত্তর দাও (২-৩টি বাক্য): ২*৪=৮

(ক) ‘আঁসিয়া রেজিম’ বলতে কী বােঝাে? 

উত্তরঃ

‘আঁসিয়া রেজিম’ কথার অর্থ হল পূর্বতন সমাজ ব্যবস্থা। ১৭৮৯ খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পূর্ববর্তীকালে ফ্রান্স তথা ইউরােপের অধিকাংশ দেশে যে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যমূলক ব্যবস্থা প্রচলিত ছিল তাকেই ‘আঁসিয়া রেজিম’ বা ‘পুরাতনতন্ত্র’ বা ‘Old Regime’ বলা হয়ে থাকে। 

(খ) ‘থার্মিডরীয় প্রতিক্রিয়া’ কী?  

উত্তরঃ

ফ্রান্সে ১৭৯৪ খ্রিস্টাব্দের ২৮ জুলাই রােবসপিয়র অনুগামীদের গিলােটিনে হত্যা করা হয়। এই ঘটনাকেই ফ্রান্সের ইতিহাসে ‘থার্মিডােরীয় প্রতিক্রিয়া’ বলে অভিহিত করা হয়েছে। 

(গ) ফরাসি বিপ্লবের তিনটি আদর্শ কী কী? 

উত্তরঃ ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ পরিলক্ষিত হয়। যথা-

ক) সাম্য, খ) মৈত্রী ও গ) স্বাধীনতা। 

 

class nine নবম শ্রেণি বাংলা বিষয়ের সামগ্রিক আলোচনা 

 

(ঘ) ‘টেনিস কোর্টের শপথ’-এর প্রধান কারণগুলি কী ছিল?

উত্তরঃ

১৭৮৯ খ্রিস্টাব্দের ৫ মে ফ্রান্সে জাতীয় সভার অধিবেশন শুরু হলে জাতীয় সভার ভােটদানের পদ্ধতি নিয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সঙ্গে তৃতীয় শ্রেণির মানুষের মতবিরােধ শুরু হয়। তৃতীয় সম্প্রদায়ের সাধারণ মানুষের প্রতিনিধিগণ মাথাপিছু ভোটাধিকার দাবি করলে রাজা সভার অধিবেশন বন্ধ করে দিলে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিগণ তাদের নেতা মিরাবাে ও আবেসিয়েসের নেতৃত্বে সভার পার্শ্ববর্তী টেনিস খেলার মাঠে সমবেত হয়ে শপথ গ্রহণ করেন যে, যতদিন না ফ্রান্সের জন্য একটি কার্যকরী সংবিধান রচনা করা হচ্ছে, ততদিন তারা ঐক্যবদ্ধভাবে তাদের আন্দোলন চালিয়ে যাবেন।

 

Sikkhalayaশিক্ষালয়ের সকল প্রকার আপডেট পেতে সাবস্ক্রাইব করো News Letter বিভাগে 

 


নবম শ্রেণির বাংলা বিষয়ের গল্প, কবিতাগুলি থেকে MCQ প্রশ্নের উত্তর সমাধান করতে নিম্নের লিংকে টাচ/ক্লিক করতে হবে

sikkhalaya click here

model activity task january 2022 অ্যাক্টিভিটি টাস্ক ২০২২ 

class nine history mcq mock test নবম শ্রেণি ইতিহাস MCQ মক টেষ্ট 

class nine geography mcq mock test নবম শ্রেণি ভূগোল MVQ মক টেষ্ট 

madhyamik bengali mcq mock test মাধ্যমিক বাংলা MCQ মক টেষ্ট 

madhyamik bengali suggestion মাধ্যমিক বাংলা সাজেশন 

online quiz সকলের জন্য অনলাইন কুইজ 

hs bengali suggestion উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন

শিক্ষালয় ইউটিউব চ্যানেল 

You cannot copy content of this page

Need Help?