ষষ্ঠ শ্রেণি স্বাস্থ্য ও শারীর শিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি ২০২২

Class Six Health & Physical Education Model Activity Task

January, 2022

ষষ্ঠ শ্রেণি স্বাস্থ্য ও শারীর শিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক

জানুয়ারি, ২০২২

 

করোনা পরিস্থিতিতে যখন দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ তখন শিক্ষার্থীদের নিরবিচ্ছিন্ন শিক্ষা গ্রহণ অব্যাহত রাখতে স্কুল শিক্ষা দপ্তর থেকে  নতুনভাবে ২০২২ শিক্ষাবর্ষে তাদের জন্য মডেল অ্যাক্টিভিটি টাস্কের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলি খাতায় লিখে তাদের বিদ্যালয়ের নির্দেশানুসারে নিজস্ব বিদ্যালয়ে জমা করতে হবে।

শিক্ষার্থীদের সুবিধার্থে শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে শিক্ষার্থীদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলির সমাধানের সুবিধার্থে সহায়তা প্রদান করা হলো।

 

১) বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে।  ১*৩= ৩ 

(ক) ১৯৪৭ সালের কত তারিখে গণপরিষদে ভারতবর্ষের জাতীয় পতাকার নকশা গৃহীত হয়?- ii) ২২ জুলাই

(খ) টেবিলে ব্যবহৃত ভারতবর্ষের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের মাপ কতটা পরিমাণে হয়ে থাকে?- iii) ৬” x ৪”

(গ) অশােক চক্রের নীল রং কীসের রং-এর সঙ্গে মিলে যায়?- iv) আকাশ ও সমুদ্রের রং

 

ষষ্ঠ শ্রেণির অ্যাক্টিভিটি টাস্কের উত্তর দেখতে ক্লিক/টাচ করতে হবে নিম্নের লিঙ্কে 

class six model activity task bengali january 2022ষষ্ঠ শ্রেণি বাংলা অ্যাক্টিভিটি টাস্ক ২০২২ 

২) বাম-স্তম্ভের সঙ্গে ডান-স্তম্ভের সমতাবিধান করাে।   ১*৫= ৫ 

(ক) অশােক চক্রের ২৪টি কাঁটা- সর্বক্ষণের গতিশীলতার প্রতীক

(খ) জাতীয় পালনীয় দিবসে- জাতীয় পতাকা সর্বসাধারণ ব্যবহার করতে পারেন

(গ) অশােক চক্র- ফোটোরশ্মি 

(ঘ) বিবর্ণ জাতীয় পতাকা- ব্যবহার করা যায় না

(ঙ) কবরে বা চিতায়- জাতীয় পতাকা দেওয়া যায় না

 

ষষ্ঠ শ্রেণির ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর দেখতে ক্লিক/টাচ করো নিম্নের লিঙ্কে 

class six history model activity task january 2022ষষ্ঠ শ্রেণি ইতিহাস অ্যাক্টিভিটি টাস্ক ২০২২ 

৩) উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করাে।     ২*৩=৬

(ক) যেসব সরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সেই সকল ভবনে রবিবার ও _______ দিন সমেত সপ্তাহের সকল দিন জাতীয় পতাকা উত্তোলিত থাকা বাধ্যতামূলক। 

উত্তরঃ ছুটির

(খ) ঝড়-বৃষ্টি যাই হােক, জাতীয় পতাকা উড়বে সূর্যোদয় ________ সূর্যাস্ত পর্যন্ত। 

উত্তরঃ থেকে 

(গ) জাতীয় পতাকার সঙ্গে অন্য কোনাে _______একই _______তােলা বা ব্যবহার করা যায় না। 

উত্তরঃ পতাকা, দন্ডে 

 

ষষ্ঠ শ্রেণির ভূগোল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর দেখতে নিম্নের লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

model activity task geography class sixষষ্ঠ শ্রেণি ভূগোল অ্যাক্টিভিটি টাস্ক ২০২২ 

৪) রচনাধর্মী প্রশ্নের উত্তর দাওঃ      ২*৩= ৬  

(ক) ভারতবর্ষের জাতীয় পতাকার বর্ণনা দাও।

উত্তরঃ

জাতীয় পতাকার বর্ণনাঃ 

ভারতবর্ষের জাতীয় পতাকায় তিনটে উজ্জ্বল বর্ণের সমান আকারের তিনটি বন্ধনী থাকে, যার নাম ত্রিরঙা। জাতীয় পতাকাটি আয়তক্ষেত্রবিশিষ্ট এবং আয়তাকার পতাকার দৈর্ঘ্য তার প্রস্থের দেড়গুণ। দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হলো ৩x২।

জাতীয় পতাকা সমমাপের তিনটি আয়তক্ষেত্রবিশিষ্ট পৃথক তিনটি বর্ণের অংশ নিয়ে গঠিত। জাতীয় পতাকার একদম উপরে গেরুয়া, মধ্যে সাদা ও নীচে সবুজ রং থাকে। পতাকার সাদা রঙের অংশটির মাঝখানে একটি নীল রঙের ২৪ কাঁটাবিশিষ্ট অশোক চক্র বসানাে থাকে। 

 

ষষ্ঠ শ্রেণির বাংলা বিষয়ে MCQ প্রশ্নের মক টেষ্ট প্রদান করতে নিম্নের লিঙ্কে ক্লিক/টাচ করো 

CLASS SIX BENGALI MCQ MOCK TESTষষ্ঠ শ্রেণি বাংলা MCQ টেষ্ট 

 

(খ) কী কী ভাবে/ক্ষেত্রে ভারতবর্ষের জাতীয় পতাকার ব্যবহার/উত্তোলন বে-আইনি তা তালিকাভুক্ত করাে।

উত্তরঃ 

জাতীয় পতাকা সংক্রান্ত নিয়মাবলীঃ

ছেড়া, ফাটা কিংবা বিবর্ণ জাতীয় পতাকা উত্তোলন করা যাবে না। 

জাতীয় পতাকা কুঞ্চিত অবস্থায় ব্যবহার করা যাবে না।

জাতীয় পতাকার ডান দিকে কিংবা উপরে অন্য কোনাে পতাকার প্রতীক থাকতে পারবে না।

কফিন ঢেকে দেওয়া জাতীয় পতাকা মৃতদেহের সঙ্গে কবরে বা চিতায় দেওয়া যাবে না।

কোনোরকম ব্যাবসাবাণিজ্যে, কাজে বা পেশায়, নামে, পেটেন্ট বা ট্রেডমার্ক হিসাবে বা নকশা করার জন্যে কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়া জাতীয় পতাকার ব্যবহার অন্যায় বলে মনে করা হয়।

জাতীয় পতাকার সঙ্গে অন্য কোনাে পতাকা একই দণ্ডে তােলা বা ব্যবহার করা যাবে না। 

কোনাে ব্যক্তি বা বস্তুর সামনে জাতীয় পতাকা নােয়ানাে চলবে না।

 

ষষ্ঠ শ্রেণির বাংলা বিষয়ের সহায়তা পেতে ক্লিক/টাচ করো নিম্নের লিঙ্কে 

class sixষষ্ঠ শ্রেণি বাংলা 

 

(গ) ভারতবর্ষের জাতীয় পতাকার প্রতি আনুগত্যের শপথ বাক্যটি লেখাে।

উত্তরঃ

জাতীয় পতাকার প্রতি আনুগত্যের শপথ বাক্যঃ

ভারতের জাতীয় পতাকার প্রতি আনুগত্যের শপথ বাক্যটি হল- আমরা, সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র- এর প্রতীক জাতীয় পতাকার প্রতি অনুগত্যের শপথ নিলাম।  


সকল শ্রেণির অ্যাক্টিভিটি টাস্ক ২০২২ দেখতে ক্লিক/টাচ করো নিম্নের ছবিতে 

model activity task january 2022


শিক্ষার্থীরা নিম্নে প্রদান করা লিংকগুলি থেকে তাদের নির্দিষ্ট শ্রেণির বিষয় ও অধ্যায়ভিত্তিক আলোচনা, নোট, ভিডিও, প্রশ্নসম্ভার, মক টেষ্ট প্রভৃতি সকল প্রকার শিক্ষামূলক সুবিধাগুলি গ্রহণ করতে পারবে। 

 


শিক্ষালয়ে নাম নথিভুক্ত করতে নিম্নের অ্যাডমিশন ফর্ম লেখাটিতে ক্লিক/টাচ করতে হবে

ADMISSION FORM

sikkhalaya.in
শিক্ষালয়, অনুপম ধর
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock

You cannot copy content of this page

Need Help?