ষষ্ঠ শ্রেণি ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি ২০২২

Class Six History Model Activity Task 

January, 2022

ষষ্ঠ শ্রেণি ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক

জানুয়ারি, ২০২২ 

 

করোনা পরিস্থিতিতে যখন দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ তখন শিক্ষার্থীদের নিরবিচ্ছিন্ন শিক্ষা গ্রহণ অব্যাহত রাখতে স্কুল শিক্ষা দপ্তর থেকে  নতুনভাবে ২০২২ শিক্ষাবর্ষে তাদের জন্য মডেল অ্যাক্টিভিটি টাস্কের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলি খাতায় লিখে তাদের বিদ্যালয়ের নির্দেশানুসারে নিজস্ব বিদ্যালয়ে জমা করতে হবে।

শিক্ষার্থীদের সুবিধার্থে শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে শিক্ষার্থীদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলির সমাধানের সুবিধার্থে সহায়তা প্রদান করা হলো।

 

 

১) ঠিক-ভুল নির্ণয় করোঃ ১*৩= ৩ 

(ক) বিন্ধ্য পর্বতের দক্ষিণভাগকে বলা হতো দাক্ষিণাত্য। 

উত্তরঃ ঠিক

(খ) হর্ষচরিত লিখেছিলেন হর্ষবর্ধন। 

উত্তরঃ ভুল

(গ) জাদুঘরে থাকে পুরোনো দিনের নানা প্রত্নবস্তু। 

উত্তরঃ ঠিক

 

শিক্ষালয়ের সকল প্রকার আপডেট পেতে সাবস্ক্রাইব করো শিক্ষালয় ওয়েবসাইটটিকে 

Sikkhalayaসাবস্ক্রাইব করতে পেজের নিম্নে News Letter বিভাগ দেখো 

 

২) স্তম্ভ মেলাওঃ    ১*৩ = ৩

উত্তরঃ 

শকাব্দ- কণিষ্ক

গুপ্তাব্দ- প্রথম চন্দ্রগুপ্ত

হর্ষাব্দ- হর্ষবর্ধন

 

sikkhalayaশিক্ষালয়ের শিক্ষাজগতে স্বাগত

৩) অতি সংক্ষেপে উত্তর দাও (একটি – দুটি বাক্যে): ২*২= ৪  

(ক) কোন অঞ্চলকে আর্যাবর্ত বলা হয়?  

উত্তরঃ 

আর্যাবর্তঃ 

ভারতবর্ষের উত্তর ও দক্ষিণ অংশকে বিভক্ত করেছে বিন্ধ্য পর্বত। আর্যরা আমাদের দেশে আগমনের পরবর্তীতে দেশের উত্তর অংশে বসবাস করত বলে ওই অঞ্চলকে আর্যাবর্ত বলা হত।

(খ) প্রায় ঐতিহাসিক যুগ কাকে বলে? 

উত্তরঃ

প্রায় ঐতিহাসিক যুগঃ

যেই ঐতিহাসিক যুগে লিপির ব্যবহার শুরু হয়েছে, কিন্তু সেই লিপির পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, সেই যুগের ইতিহাসকে প্রায় ঐতিহাসিক যুগ বলা হয়। 

 

ষষ্ঠ শ্রেণির অ্যাক্টিভিটি টাস্কের উত্তর দেখতে ক্লিক/টাচ করতে হবে নিম্নের লিঙ্কে 

class six model activity task bengali january 2022ষষ্ঠ শ্রেণি বাংলা অ্যাক্টিভিটি টাস্ক ২০২২ 

 

৪) নিজের ভাষায় লেখো (তিন-চারটি বাক্য): ৫*২= ১০

(ক) প্রসস্তি কী? মুদ্রা কীভাবে ইতিহাস নির্মাণে সাহায্য করে? 

উত্তরঃ

প্রসস্তিঃ 

প্রসস্তি শব্দের অর্থ হল গুণগান করা বা প্রশংসাসূচক বাক্যে ভরিয়ে দেওয়া। অনেক শাসকের গুণগান লেখ হিসেবে পাথরে বা তামার পাতে খোদাই করা হতো কিম্বা কাগজে লেখা হতো। এই লেখ গুলোকে বলা হয় প্রসস্তি। 

 

ইতিহাস নির্মাণে মুদ্রার ভূমিকাঃ

প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য মুদ্রার ভূমিকা অনস্বীকার্য। মুদ্রায় শাসকের নাম, মূর্তি প্রভৃতি খোদাই করা থাকতো। শাসকের শাসনকাল সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য মুদ্রাগুলিতে প্রদান করা হতো। এর ফলে মুদ্রা থেকে নানারকম ঐতিহাসিক তথ্য আমরা জানতে পারি। 

 

ষষ্ঠ শ্রেণির বাংলা বিষয়ে MCQ প্রশ্নের মক টেষ্ট প্রদান করতে নিম্নের লিঙ্কে ক্লিক/টাচ করো 

CLASS SIX BENGALI MCQ MOCK TESTষষ্ঠ শ্রেণি বাংলা MCQ টেষ্ট 

 

(খ) সাহিত্য উপাদানের সমস্যাগুলি কী কী? 

উত্তরঃ

সাহিত্য উপাদানের সমস্যাসমূহঃ

সাহিত্য উপাদানের বিবিধ সমস্যাগুলি নিম্নে আলোচিত হল-

বিদেশীরা ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি বুঝতেন না। ফলে অনেক বিষয় বুঝতে তাদের ভুল হয়েছিল।

অনেক লেখার মধ্যে পক্ষপাতিত্ব ছিল। দেশীয় সাহিত্যেও আমরা পক্ষপাতিত্বের উদাহরণ দেখতে পাই।

কাব্য- নাটকে সমাজের নীচু তলার মানুষের কথা বিশেষ লেখা হয় নি। অধিকাংশ সাহিত্যের বর্ণনা কবি-সাহিত্যিকদের মনগড়া।

এতদসত্ত্বেও বলা যায় যে, প্রাচীন ভারতীয় উপমহাদেশের ইতিহাস জানার জন্য সাহিত্য উপাদানগুলোর গুরুত্ব অপরিসীম। 

 

সকল শ্রেণির অ্যাক্টিভিটি টাস্ক ২০২২ দেখতে ক্লিক/টাচ করো নিম্নের ছবিতে 

model activity task january 2022


শিক্ষার্থীরা নিম্নে প্রদান করা লিংকগুলি থেকে তাদের নির্দিষ্ট শ্রেণির বিষয় ও অধ্যায়ভিত্তিক আলোচনা, নোট, ভিডিও, প্রশ্নসম্ভার, মক টেষ্ট প্রভৃতি সকল প্রকার শিক্ষামূলক সুবিধাগুলি গ্রহণ করতে পারবে। 

 


শিক্ষালয়ে নাম নথিভুক্ত করতে নিম্নের অ্যাডমিশন ফর্ম লেখাটিতে ক্লিক/টাচ করতে হবে

ADMISSION FORM

 

You cannot copy content of this page

Need Help?