ষষ্ঠ শ্রেণি ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি ২০২২

Class Six Geography Model Activity Task

January, 2022

ষষ্ঠ শ্রেণি ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক

জানুয়ারি, ২০২২ 

 

করোনা পরিস্থিতিতে যখন দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ তখন শিক্ষার্থীদের নিরবিচ্ছিন্ন শিক্ষা গ্রহণ অব্যাহত রাখতে স্কুল শিক্ষা দপ্তর থেকে  নতুনভাবে ২০২২ শিক্ষাবর্ষে তাদের জন্য মডেল অ্যাক্টিভিটি টাস্কের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলি খাতায় লিখে তাদের বিদ্যালয়ের নির্দেশানুসারে নিজস্ব বিদ্যালয়ে জমা করতে হবে।

শিক্ষার্থীদের সুবিধার্থে শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে শিক্ষার্থীদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলির সমাধানের সুবিধার্থে সহায়তা প্রদান করা হলো।

 

১) বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখােঃ   ১*৩=৩ 

১.১) সূর্যের আলােয় আলােকিত হয় না- গ) প্রক্সিমা সেনটাউরি

১.২) মহাবিশ্ব সৃষ্টির সময় অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ নিয়ে সৃষ্টি হয়েছিল- খ) নীহারিকা 

১.৩) সৌর জগতের যে গ্রহটি পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে সেটি হলাে- খ) শুক্র 

 

শিক্ষালয়ের সকল প্রকার আপডেট পেতে সাবস্ক্রাইব করো শিক্ষালয় ওয়েবসাইটটিকে 

Sikkhalayaসাবস্ক্রাইব করতে পেজের নিম্নে News Letter বিভাগ দেখো 

২.১) উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করােঃ ১*২=২

২.১.১) একটি বামন গ্রহের উদাহরণ হলাে __________ l 

উত্তরঃ প্লুটো 

২.১.২) সৌরজগতের আটটি গ্রহের মধ্যে  __________  গ্রহের অভিকর্ষ বল সবচেয়ে বেশি।

উত্তরঃ বৃহঃস্পতি

 

sikkhalayaশিক্ষালয়ের শিক্ষাজগতে স্বাগত

২.২) ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাওঃ  ১*৩=৩ 

উত্তরঃ 

২.২.১) আকাশ গঙ্গা- ছায়াপথ

২.২.২) নীল গ্রহের চারদিকে ঘােরে- চাঁদ 

২.২.৩) বৃহত্তম গ্রহাণু- সেরেস

 

ষষ্ঠ শ্রেণির অ্যাক্টিভিটি টাস্কের উত্তর দেখতে ক্লিক/টাচ করতে হবে নিম্নের লিঙ্কে 

class six model activity task bengali january 2022ষষ্ঠ শ্রেণি বাংলা অ্যাক্টিভিটি টাস্ক ২০২২ 

৩) নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাওঃ ২*২=৪ 

৩.১) সৌরঝড় হলে পৃথিবীর উপগ্রহ যােগাযােগ ব্যবস্থায় সমস্যা সৃষ্টি হয় কেন?

উত্তরঃ

সৌরঝড়ে পৃথিবীর উপগ্রহ ব্যবস্থায় সমস্যাঃ

সৌরঝড়ের সময় প্রচুর পরিমাণে আয়নিত কণা, গ্যাস, রশ্মি মহাকাশে ছড়িয়ে পড়ে। আর এই আয়নিত কণার সংস্পর্শে এসে কৃত্রিম উপগ্রহ ক্ষতিগ্রস্ত হলে যােগাযােগ ব্যবস্থায় সমস্যার সৃষ্টি হয়। তড়িদাহত কণার প্রভাবে কৃত্তিম উপগ্রহগুলির আয়ুও কমে যেতে পারে বলে গবেষকদের দাবি। প্রতি ১১ বছর অন্তর অন্তর এই সৌরঝড় লক্ষ্য করা যায়।  

 

ষষ্ঠ শ্রেণির ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর দেখতে ক্লিক/টাচ করো নিম্নের লিঙ্কে 

class six history model activity task january 2022ষষ্ঠ শ্রেণি ইতিহাস অ্যাক্টিভিটি টাস্ক ২০২২ 

৩.২) ধূমকেতুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করাে।  

উত্তরঃ 

ধূমকেতুর বৈশিষ্ট্যঃ

ধুমকেতু হল ধুলো, বরফ ও গ্যাসের তৈরি এক ধরনের মহাজাগতিক বস্তু। এর দুটি বৈশিষ্ট্য নিম্নে উল্লেখ করা হল- 

ধুমকেতু নিয়মিত অর্ধবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে।

ধূমকেতুর দেহ লােহা, নিকেল প্রভৃতি ধাতু ও পাথর দিয়ে তৈরি।

 

ষষ্ঠ শ্রেণির বাংলা বিষয়ে MCQ প্রশ্নের মক টেষ্ট প্রদান করতে নিম্নের লিঙ্কে ক্লিক/টাচ করো 

CLASS SIX BENGALI MCQ MOCK TESTষষ্ঠ শ্রেণি বাংলা MCQ টেষ্ট 

৪) নীচের প্রশ্নটির উত্তর দাওঃ ৩*১=৩ 

গ্রহ ও নক্ষত্রের মধ্যে তিনটি পার্থক্য লেখাে। 

উত্তরঃ

গ্রহ ও নক্ষত্রের পার্থক্যঃ

গ্রহ ও নক্ষত্রের তিনটি পার্থক্য ক্রমান্বয়ে আলোচনা করা হলো- 

১) গ্রহের নিজস্ব আলো নেই। কিন্তু নক্ষত্রের নিজস্ব আলো আছে l

২) গ্রহ সর্বদা নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তিত হয় l কিন্তু নক্ষত্র গ্রহকে কেন্দ্র করে আবর্তিত হয় না। 

৩) গ্রহ নক্ষত্রের তুলনায় ছোট হয়। আর নক্ষত্র গ্রহের তুলনায় সাধারণত অনেক বড় হয়ে থাকে। 

ষষ্ঠ শ্রেণির বাংলা বিষয়ের সহায়তা পেতে ক্লিক/টাচ করো নিম্নের লিঙ্কে 

class sixষষ্ঠ শ্রেণি বাংলা 

৫) নীচের প্রশ্নটির উত্তর দাওঃ   ৫*১=৫

আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রটির সংক্ষিপ্ত পরিচয় দাও।

উত্তরঃ

আমাদের কাছের নক্ষত্র রূপে সূর্যঃ

আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রটি হলাে আমাদের সৌর-পরিবারের একমাত্র নক্ষত্র  সূর্য। আকাশগঙ্গার লক্ষ কোটি তারার মধ্যে একটি মাঝারি হলুদ তারা হল সূর্য। ৪৬০ কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে তৈরি হয় সূর্য।

সদ্য জন্মানাে নক্ষত্রে মহাকর্ষের কারণে পরমাণু পরমাণুতে ধাক্কা লেগে প্রচণ্ড তাপ আর শক্তি তৈরি হয়। এর ফলে জ্বলন্ত আগুনের গােলার মতাে সূর্য থেকে আলাে, উত্তাপ ছড়িয়ে পড়তে থাকে। পৃথিবীর থেকে সূর্য ১৩ লক্ষ গুণ বড় আর ৩ লক্ষ গুণ ভারী। সূর্যরশ্মির ২০০ কোটি ভাগের এক ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়। 

সকল শ্রেণির অ্যাক্টিভিটি টাস্ক ২০২২ দেখতে ক্লিক/টাচ করো নিম্নের ছবিতে 

model activity task january 2022


শিক্ষার্থীরা নিম্নে প্রদান করা লিংকগুলি থেকে তাদের নির্দিষ্ট শ্রেণির বিষয় ও অধ্যায়ভিত্তিক আলোচনা, নোট, ভিডিও, প্রশ্নসম্ভার, মক টেষ্ট প্রভৃতি সকল প্রকার শিক্ষামূলক সুবিধাগুলি গ্রহণ করতে পারবে। 

 


শিক্ষালয়ে নাম নথিভুক্ত করতে নিম্নের অ্যাডমিশন ফর্ম লেখাটিতে ক্লিক/টাচ করতে হবে

ADMISSION FORM

 

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO

You cannot copy content of this page

Need Help?