পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি ২০২২

Class Five Amader Poribesh Model Activity Task

January, 2022

পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক

জানুয়ারি, ২০২২

 

করোনা পরিস্থিতিতে যখন দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ তখন শিক্ষার্থীদের নিরবিচ্ছিন্ন শিক্ষা গ্রহণ অব্যাহত রাখতে স্কুল শিক্ষা দপ্তর থেকে ২০২২ নতুন শিক্ষাবর্ষে তাদের জন্য মডেল অ্যাক্টিভিটি টাস্কের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলি খাতায় লিখে তাদের বিদ্যালয়ের নির্দেশানুসারে নিজস্ব বিদ্যালয়ে জমা করতে হবে।

শিক্ষার্থীদের সুবিধার্থে শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে শিক্ষার্থীদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলির সমাধানের সুবিধার্থে সহায়তা প্রদান করা হলো। 

 

 

 

 

১) ঠিক বাক্যের পাশে ‘✔’ চিহ্ন আর ভুল বাক্যের পাশে ‘🗙’ চিহ্ন দাওঃ     ১*৩= ৩

১.১) ত্বকে রােদ লাগলে ভিটামিন সি তৈরি হয়।  🗙

১.২) নার্ভ, পেশি, শিরা ও ধমনিকে রক্ষা করে চামড়া। ✔ 

১.৩) একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে ৩০০টি হাড় থাকে। 🗙

 

পঞ্চম শ্রেণি বাংলা বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর দেখতে নিম্নের লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

পঞ্চম শ্রেণি বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২২ 

 

২) বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখােঃ  ১*৩= ৩ 

উত্তরঃ 

২.১) মেলানিন- ত্বক

২.২) হিউমেরাস- হাতের হাড়

২.৩) ফিমার- পায়ের হাড় 

 

পঞ্চম শ্রেণির বাংলা বিষয়ে সহায়তা পেতে নিম্নের লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

class five পঞ্চম শ্রেণি বাংলা বিষয়ের আলোচনা 

 

৩) একটি বা দুটি বাক্যে উত্তর দাওঃ    ২*৩= ৬ 

৩.১) মানুষের শরীরে কনুই থেকে কবজি পর্যন্ত যে দুটো হাড় থাকে তাদের নাম লেখাে। 

উত্তরঃ মানুষের শরীরে কনুই থেকে কবজি পর্যন্ত যে দুটো হাড় থাকে সেগুলি হলো আলনা ও রেডিয়াস।

 

৩.২) পেশি যেসব কাজে আমাদের সাহায্য করে তার মধ্যে যেকোনাে দুটো কাজের উল্লেখ করাে।

উত্তরঃ পেশীর প্রধান দুটি কাজ নিম্নরূপ- 

ক) পেশি আমাদের দেহের আকৃতি প্রদান করে ও অস্থি সঞ্চালনে সহায়তা করে।

খ) পেশি আমাদের নড়াচড়া ও চলাচলে সহায়তা প্রদান করে। 

 

পঞ্চম শ্রেণি স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলি দেখতে নিম্নের লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

class five health & physical education model activity task 2022 পঞ্চম শ্রেণি স্বাস্থ্য ও শারীর শিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 

৩.৩) আমাদের শরীরে রক্ত যাওয়ার প্রয়ােজনীয়তা কী? 

উত্তরঃ আমাদের শরীরে রক্ত প্রবাহিত হওয়ার বিবিধ প্রয়ােজনীয়তাগুলি সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো-  

ক) রক্ত আমাদের সমগ্র শরীরে অক্সিজেন ও প্রয়ােজনীয় পুষ্টি সরবরাহ করে। 

খ) আমাদের শরীরে কোনো কারণে জীবাণু সংক্রমণ হলে আমরা যে ওষুধ খাই, তা শরীরের নির্দিষ্ট স্থানে পৌঁছে দেবার কাজ করে রক্ত। 

 

পঞ্চম শ্রেণির বাংলা বিষয়ে MCQ প্রশ্নের মক টেষ্ট প্রদান করতে নিম্নের লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

V MCQ MOCK TEST বাংলা MCQ মক টেষ্ট 

 

৪) দুটি বা তিনটি বাক্যে উত্তর দাওঃ   ৩*১= ৩ 

হাড়ের জোড় না থাকলে আমাদের কী কী অসুবিধা হত?

উত্তরঃ

হাড়ের জোড় না থাকার অসুবিধাসমূহঃ

হাড় আমাদের শরীরের এমন একটি কঠিন অঙ্গ, যা মানুষসহ সকল মেরুদণ্ডী প্রাণীর কঙ্কাল তৈরি করে। হাড়গুলি দেহের বিভিন্ন অঙ্গকে সুরক্ষা দেয়। আমাদের শরীরে হাড়গুলি বিভিন্ন স্থানে একে অপরের সাথে সংযুক্ত থাকে। হাড়ের জোড় না থাকলে আমাদের যেসকল অসুবিধাগুলি হত তা ক্রমান্বয়ে আলোচিত হলো-  

হাতের হাড়ের জোড় না থাকলে হাত ভাঁজ করা যেত না। এরফলে খেলাধুলাসহ অনেক কাজে আমাদের অসুবিধা হত।   

আঙুলের হাড়ের জোড় না থাকলে কোনাে কিছু ধরতে আমাদের অসুবিধা হত।

পায়ের হাড়ের জোড় না থাকলে আমরা চলাফেরা করতে, দৌড়াতে, বসতে পারতাম না। 

 


পঞ্চম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের ২০২২ সালের অ্যাক্টিভিটি টাস্কের উত্তর নিম্নের লিঙ্কে প্রদান করা হয়েছে 

class ten model activity task january 2022 সকল শ্রেণির অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন ও উত্তর 

 


শিক্ষার্থীরা নিম্নে প্রদান করা লিংকগুলি থেকে তাদের নির্দিষ্ট শ্রেণির বিষয় ও অধ্যায়ভিত্তিক আলোচনা, নোট, ভিডিও, প্রশ্নসম্ভার, মক টেষ্ট প্রভৃতি সকল প্রকার শিক্ষামূলক সুবিধাগুলি গ্রহণ করতে পারবে। 

 


শিক্ষালয়ে নাম নথিভুক্ত করতে নিম্নের অ্যাডমিশন ফর্ম লেখাটিতে ক্লিক/টাচ করতে হবে

ADMISSION FORM

sikkhalaya.in
শিক্ষালয়, অনুপম ধর
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock

You cannot copy content of this page

Need Help?