CLASS FIVE MODEL ACTIVITY TASK BENGALI

JANUARY, 2022

পঞ্চম শ্রেণি মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা

জানুয়ারি, ২০২২ 

করোনা পরিস্থিতিতে যখন দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ তখন শিক্ষার্থীদের নিরবিচ্ছিন্ন শিক্ষা গ্রহণ অব্যাহত রাখতে স্কুল শিক্ষা দপ্তর থেকে ২০২২ নতুন শিক্ষাবর্ষে তাদের জন্য মডেল অ্যাক্টিভিটি টাস্কের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলি খাতায় লিখে তাদের বিদ্যালয়ের নির্দেশানুসারে নিজস্ব বিদ্যালয়ে জমা করতে হবে।

শিক্ষার্থীদের সুবিধার্থে শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে শিক্ষার্থীদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলির সমাধানের সুবিধার্থে সহায়তা প্রদান করা হলো। 

 

 

১) ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোঃ ১*৩=৩

১.১) ‘গল্পবুড়ো’ কবিতায় গল্পবুড়ো এসেছেন- খ) শীতকালে

১.২) ‘দেখবি যদি জলদি আয়।’- ‘জলদি’ শব্দের অর্থ- খ) তাড়াতাড়ি 

১.৩) ‘প্রখর প্রত্যুষে।’- ‘প্রখর’ শব্দের অর্থ- গ) তীব্র 

 

পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর দেখতে নিম্নের লিঙ্কে ক্লিক/টাচ করো 

class five amader poribesh model activity task january 2022 পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২২ 

২) নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাওঃ ১*৩=৩

২.১) গল্পবুড়োর তল্পিটি কোথায় আছে?

উত্তরঃ কবি “সুনির্মল বসু” রচিত “গল্পবুড়ো” কবিতায় জানা যায় যে, গল্পবুড়োর তল্পিটি তার কঁধে ঝোলানো রয়েছে।  

২.২) গল্পবুড়োর ঝোলায় কোন্‌ পাহাড়ের গল্প আছে?

উত্তরঃ কবি “সুনির্মল বসু” রচিত “গল্পবুড়ো” কবিতায় জানা যায় যে, গল্পবুড়োর ঝোলায় কড়ির পাহাড়ের গল্প রয়েছে।

২.৩) ‘এই থলেতে বন্দিনি।’- থলেতে কে ‘বন্দিনি’ অবস্থায় আছে? 

উত্তরঃ কবি “সুনির্মল বসু” রচিত “গল্পবুড়ো” কবিতা থেকে গৃহীত অংশে জানা যায় যে, গল্পবুড়োর থলেতে বন্দিনি অবস্থায় রয়েছে কেশবতী নন্দিনী। 

 

পঞ্চম শ্রেণির বাংলা বিষয়ে সহায়তা পেতে নিম্নের লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

class five পঞ্চম শ্রেণি বাংলা বিষয়ের আলোচনা 

৩) নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাওঃ ২*৩=৬ 

৩.১) গল্পবুড়ো দিনের কোন সময়ে গল্প শোনাতে আসে? 

উত্তরঃ কবি “সুনির্মল বসু” রচিত “গল্পবুড়ো” কবিতায় আমরা এক গল্পবুড়োর পরিচয় লাভ করি। কবির বর্ণনা অনুসারে সেই গল্পবুড়ো শীতকালের ভোরবেলা তার গল্পের ঝুলি নিয়ে উপস্থিত হয়। 

৩.২) গল্পবুড়োর মুখে ব্যাথা হয়েছে কেন?

উত্তরঃ কবি “সুনির্মল বসু” রচিত “গল্পবুড়ো” কবিতায় জানা যায় যে, শীতকালের ভোরে যখন ঠান্ডা উত্তরের বাতাস প্রবাহিত হয় তখন গল্পবুড়ো পথ ধরে দ্রুত পায়ে হেঁটে যায়। আর যাত্রাপথে সে ‘রূপকথা চাই, রূপকথা চাই’ ধ্বনিতে মুখর হয় বলে তার মুখ ব্যাথা হয়ে যায়। 

৩.৩) ‘বলব নাকো রূপকথা।’- গল্পবুড়ো কাদের রূপকথা শোনাবে না?

উত্তরঃ কবি “সুনির্মল বসু” রচিত “গল্পবুড়ো” কবিতা থেকে গৃহীত অংশে জানা যায় যে, শীতের সকালে গল্পবুড়ো তার গল্পের ঝুলি নিয়ে হাজির হয়েছেন। যদি কোনো শিশু প্রখ প্রত্যুষে তার কাছে গল্প শুনতে না আসে তবে তিনি  তাকে বা তাদের শত্রু বলে মনে করবেন এবং তাদের কোনো রূপকথার গল্প শোনাবেন না। 

 

পঞ্চম শ্রেণির বাংলা বিষয়ে MCQ প্রশ্নের মক টেষ্ট প্রদান করতে নিম্নের লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

V MCQ MOCK TEST বাংলা MCQ মক টেষ্ট 

৪) নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখোঃ ৩ 

গল্পবুড়োর ঝোলায় কী কী ধরণের গল্প রয়েছে তা কবিতা থেকে প্রাসঙ্গিক উদ্ধৃতিসহ আলোচনা করো। 

উৎসঃ 

কবি “সুনির্মল বসু” আমাদের পাঠ্য “গল্পবুড়ো” কবিতাটি রচনা করেছেন। এই কবিতায় আমরা শীতকালের ভোরে গল্পের ঝুলি হাতে আগত গল্পবুড়োর পরিচয় লাভ করি। 

গল্পবুড়োর ঝোলার গল্পের পরিচয়ঃ

গল্পবুড়োর ঝোলায় রয়েছে বিচিত্র সব গল্পের সমাহার। সেখানে রয়েছে পক্ষীরাজ, রাজপুত্তুর , যক্ষিরাজের গল্প। তাই কবি বলেছেন- 

“কাঁধের উপর এই ঝোলা,—
গল্প-ভরা মন-ভোলা,
দত্যি, দানব, যক্ষিরাজ,
রাজপুত্তর, পক্ষিরাজ,”

আবার তার কাছে রয়েছে কোড়ির পাহার ও হীরা-মানিকের রূপকথার সব গল্প- 

“কড়ির পাহাড় সার-বাঁধা,—
মানিক-হীরা চোখ-ধাঁধা,—”

সোনার কাঠি ও ময়নামতির গল্পও তার ভান্ডার থেকে বাদ যায় নি- 

“সোনার কাঠি ঝল‍্মলে,—
ময়নামতী টল‍্টলে—

তেপান্তরের মাঠ, হট্টমেলার হাটের পাশাপাশি বন্দিনী কেশবতীর গল্প নিয়েও গল্পবুড়ো হাজির হয়েছে- 

“কেশবতী নন্দিনী
এই থলেতে বন্দিনী।”

এইরূপে আমরা গল্পবুড়োর বিচিত্র গল্পভরা ঝোলার পরিচয় পাঠ্য কবিতায় লাভ করি।  

 

পঞ্চম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের ২০২২ সালের অ্যাক্টিভিটি টাস্কের উত্তর নিম্নের লিঙ্কে প্রদান করা হয়েছে 

class ten model activity task january 2022 সকল শ্রেণির অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন ও উত্তর 


শিক্ষার্থীরা নিম্নে প্রদান করা লিংকগুলি থেকে তাদের নির্দিষ্ট শ্রেণির বিষয় ও অধ্যায়ভিত্তিক আলোচনা, নোট, ভিডিও, প্রশ্নসম্ভার, মক টেষ্ট প্রভৃতি সকল প্রকার শিক্ষামূলক সুবিধাগুলি গ্রহণ করতে পারবে। 

 


শিক্ষালয়ে নাম নথিভুক্ত করতে নিম্নের অ্যাডমিশন ফর্ম লেখাটিতে ক্লিক/টাচ করতে হবে

ADMISSION FORM

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page