sikkhalaya

প্রকাশিত হলো “ছড়ার দেশে-ত্রিজিতা মজুমদার”। শিক্ষালয় ওয়েবসাইটের “বিবিধ” বিভাগ থেকে যে ছড়া, কবিতা, প্রবন্ধ, ছোটগল্প, ভ্রমণবৃত্তান্ত, সাহিত্য সমালোচনা বিষয়ক প্রবন্ধ বা হাতে আঁকা ছবির কোলাজ কিম্বা নিজের শিক্ষামূলক ইউটিউব চ্যানেলের ভিডিও প্রভৃতি প্রকাশের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সেই উদ্যোগে অংশগ্রহণ করেছে সপ্তম শ্রেণির ছাত্রী ত্রিজিতা মজুমদার। তার লেখা তিনটি ছড়া শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে আজ প্রকাশ করা হলো।

ফুঁটফুঁটে জোছনায়

ফুঁটফুঁটে জোছনায়,

চাঁদ মামা হাসে।

তা দেখে খুকুমণি,

তা ধিনা ধিন নাচে।

বাস বনে শিয়াল ডাকে

হুক্কা হুয়া বলে।

মেঘের সাথে চাঁদের বুড়ি,

লুকো চুড়ি খেলে।

© ত্রিজিতা মজুমদার

পশুর ডাক

হালুম! হালুম! ভো! ভো! ভো!

ঘ্যাঙোর! ঘ্যাঙোর! কেঁকোড় কোঁ!

ঝাপিয়ে গেছে মাছরাঙা,

জলের ওপড় দিয়ে।

টাপুর টুপুর বৃষ্টি পড়ে,

নদীগুলি জলে ভরে

ছোট্টো মেয়ে নুপুর পায়ে

জলের ওপর নেচে চলে।

© ত্রিজিতা মজুমদার

আমাদের মহাকাশ

আকাশভরা তারাগুলো,

কতই না বিচিত্র!

ছোট্টো বড়ো নীলচে হলদে,

বিভিন্ন রঙে উজ্জ্বলিত।

কতশত বড়ো তারা,

আর ছোটো ছোটো গ্রহ,

এই সুন্দর জগৎ আমাদের

অনেক গ্রহে তারায় আলোকিত।

© ত্রিজিতা মজুমদার

model activity task february 2022
শিক্ষালয় ওয়েবসাইটের বিবিধ বিভাগে বাংলা কাব্য, কবিতা, উপন্যাস, ছোটগল্প প্রভৃতির এক ক্ষুদ্র সংস্করণ তৈরি করার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। শিক্ষালয় ওয়েবসাইটের ফলোয়াররা তাদের লেখা গল্প, কবিতা, প্রবন্ধ, ভ্রমণ বৃত্তান্ত, সাহিত্য সমালোচনা বিষয়ক প্রবন্ধ বা হাতে আঁকা ছবির কোলাজ কিম্বা নিজের শিক্ষামূলক ইউটিউব চ্যানেলের ভিডিও আমার শিক্ষালয় ওয়েবসাইটের “বিবিধ” বিভাগে প্রকাশ করতে চাইলে যোগাযোগ করবেন। এই বিভাগে অংশগ্রহণ করতে কোনো প্রকার অর্থ নেওয়া বা দেওয়া হবে না। আগ্রহী ব্যাক্তিরা শিক্ষালয়ের সাথে যোগাযোগ করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page