আফ্রিকা MCQ ও SAQ প্রশ্নের উত্তর

আফ্রিকা MCQ ও SAQ প্রশ্নের উত্তর

দশম শ্রেণি বাংলা পাঠ্যের অন্তর্গত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতা থেকে গুরুত্বপূর্ণ কিছু MCQ ও SAQ প্রশ্নের উত্তর নিম্নে প্রদান করা হলো। এই প্রশ্নগুলির উত্তর সমাধান করলে শিক্ষার্থীরা তাদের ইউনিট টেষ্ট, মাধ্যমিক টেষ্ট তথা মাধ্যমিক বাংলা পরীক্ষায় বিশেষভাবে উপকৃত হবে। 

আফ্রিকা MCQ ও SAQ প্রশ্নের উত্তরঃ 

১) আফ্রিকা কবিতাটি যে কায়গ্রন্থ থেকে নেওয়া হয়েছে- পত্রপুট 

২) আফ্রিকা কবিতাটি প্রথম যে পত্রিকা থেকে প্রকাশিত হয়েছিল- প্রবাসী

৩) আফ্রিকা কবিতার প্রকাশকাল- চৈত্র, ১৩৪৩ বঙ্গাব্দ

৪) আফ্রিকা কবিতাটি রচনার অনুরধ কবি পেয়েছিলেন যার কাছে- অমিয় চক্রবর্তী

৫) আফ্রিকা কবিতাটি কবি ইংরেজিতে অনুবাদ করেছিলেন- ১৭ই মার্চ, ১৯৩৭ খ্রিঃ

৬) আফ্রিকা কবিতাতির ইংরেজি অনুবাদের শিরনাম- Spectator

৭) আদিম যুগে স্রষ্টার কার প্রতি অসন্তোষ ছিল- নিজের প্রতি

৮) ______ সমুদ্রের বাহু- রুদ্র

৯) ‘প্রাচী’ শব্দের অর্থ- পূর্ব দিক

১০) আফ্রিকাকে বাঁধা হয়েছিল- কৃপণ আলোর অন্তঃপুরে

১১) ‘চেতনাতীত’ শব্দের অর্থ- ইন্দ্রিয়াতীত

১২) আফ্রিকা বিদ্রুপ করেছিল- ভীষণকে

১৩) ‘উগ্র’ শব্দটির বিপরীতার্থক শব্দ- সৌম্য 

১৪) ‘দুন্দুভিনিনাদ’ শব্দটির অর্থ হল- দামামা জাতীয় রণবাদ্য 

১৫) ‘ছায়াবৃতা’ শব্দের অর্থ হল- ছায়ায় আবৃতা যে নারী

১৬) কালো ঘোমটার নীচে অপরিচিত ছিল- আফ্রিকার মানবরূপ 

১৭) ‘আবিল’ শব্দের অর্থ- কলুষিত 

১৮) ‘এল ওরা’- ‘ওরা’ হল- ঔপনিবেশিক সাম্রাজ্যবাদীরা

১৯) ‘তীক্ষ্ণ’ শব্দের অর্থ- ধারালো

২০) নখ যাদের তীক্ষ্ণ তোমার _____ চেয়ে- নেকড়ের 

২১) গর্বে যারা অন্ধ তোমার_______ – সূর্য হারা অরণ্যের চেয়ে 

২২) দস্যু পায়ের জুতো ছিল- কাঁটা-মারা

২৩) আফ্রিকার ইতিহাস হয়েছিল- অপমানিত

২৪) মন্দিরে বাজছিল- পুজার ঘন্টা

২৫) শিশুরা খেলছিল- মায়ের কোলে

২৬) কবির সংগীতে বেজে উঠেছিল- সুন্দরের আরাধনা

২৭) ‘প্রদোষ’ শব্দের অর্থ- সন্ধ্যা 

২৮) গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এসেছিল- পশুরা

২৯) ‘প্রলাপ’ শব্দটির অর্থ- অর্থহীন উক্তি 

৩০) সভ্যতার শেষ পুণ্যবাণীটি হল- ক্ষমা করো

 

আফ্রিকা কবিতা থেকে MCQ প্রশ্নের একটি মক টেষ্ট নিম্নে প্রদান করা হলো 

 

আফ্রিকা কবিতা থেকে গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্নগুলি দেখতে ক্লিক/টাচ করো এই লেখাটিতে 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

You cannot copy content of this page

Need Help?