Sikkhalaya.in

Online Bengali Classes

পঞ্চম শ্রেণি বাংলা সাজেশন ।। প্রথম ইউনিট টেষ্ট

class five bengali suggestion first unit test

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রথম ইউনিট টেষ্টের বাংলা বিষয়ের পঞ্চম শ্রেণি বাংলা সাজেশন প্রদান করা হলো। 

 

১) গল্পবুড়োর ঝোলায় কী কী ধরণের গল্প আছে?

২) ‘রুপকথা’র কোন কোন বিষয় কবিতাটিতে আছে?

৩) গল্পবুড়ো কাদের গল্প শোনাবে না?

৪) জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল?

৫) দুটো বুনো হাস দলছুট হয়েছিল কেন?

৬) ‘এমনি করে সারা শীতকাল কেটে গেল’- কেমন করে সারা শীতকাল কাটল? এরপর কী ঘটনা ঘটল?

৭) হাবুর বড়দা, মেজদা ও সেজদা ঘরে কী কী পোষেন?

৮) দারোগাবাবুর কাছে হাবু তার যে দুঃখের বিবরণ দিয়েছিল, তা নিজের ভাষায় লেখো।

৯) গাঁয়ের নাম হাতিঘর হলো কেনো?

১০) এতোয়া নামটি কেন হয়েছিল?

১১) কবি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন কেন?

১২) বাইরে বেরিয়ে এসে কবি শহরকে কেমন অবস্থায় দেখলেন?

১৩) সেই রাত জেগে থাকার দলে কারা ছিল? তারা কবির কাছে কী আবদার জানিয়েছিল?

১৪) বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়?

১৫) ‘তাই বুঝি বিমলার কমে গেছে দাম-ই’- বিমলার দাম কমে গেছে মনে হওয়ার কারণ কী?

১৬) বিমলার অভিমানের কারণ কী?

১৭) বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কী ছিল?

১৮) তাঁর বাড়ির নীচতলায় বারান্দায় বসে রেলিঙের ফাঁক দিয়ে কী কী দেখা যেত?

১৯) পিতার কলঘরের প্রতি ছোট্ট রবির আকর্ষণের কথা কীভাবে জানা গেল?

২০) পাঠ্যাংশে কাকে, কেন বাংলাদেশের ‘শিশু লিভিংস্টন’ বলা হয়েছে? 

২১) কবি খুশির অবাধ লুটোপুটি কোথায় খুঁজে পান?

২২) ছুট মানে কী বুঝতে গেলে কী করতে হবে? 

২৩) পাখির খাঁচার আগল ভাঙলে পাখি কী করে? 

 

You cannot copy content of this page