শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরন থেকে ‘বাক্য ।। দশম শ্রেণি বাংলা ।। পর্ব ৩’ প্রদান করা হলো। এই আলোচনার শেষে শিক্ষার্থীদের জন্য বাক্য থেকে পরবর্তী আলোচনাগুলির লিঙ্কও প্রদান করা হয়েছে।
বাক্য ।। দশম শ্রেণি বাংলা ।। পর্ব ৩ঃ
১) নির্দেশক বাক্য কাকে বলে? উদাহরণ দাও।
উঃ যে বাক্যে কোন কিছুকে স্বীকার বা অস্বীকার করা হয়, তাকে নির্দেশক বাক্য বলে।
যেমনঃ অরিন্দম ভালো গান করে।
রতনের গানের গলা ভালো নয়।
২) অস্ত্যর্থক বাক্য কাকে বলে? উদাহরণ দাও।
উঃ যে বাক্য দ্বারা কোন অর্থকে স্বীকার করা হয় তাকে অস্ত্যর্থক বাক্য বলে।
যেমনঃ অরিন্দম ভালো গান করে।
৩) নস্ত্যর্থক বাক্য কাকে বলে? উদাহরণ দাও।
উঃ যে বাক্য দ্বারা কোন অর্থকে অস্বীকার করা হয় তাকে নস্ত্যর্থক বাক্য বলে।
যেমনঃ রতনের গানের গলা ভালো নয়।
৪) প্রশ্নবাচক বাক্য কাকে বলে? উদাহরণ দাও।
উঃ যে বাক্যে কোন প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, তাকে প্রশ্নবাচক বাক্য বলে।
যেমনঃ তোমার নাম কী?
৫) অনুজ্ঞাবাচক বাক্য কাকে বলে? উদাহরণ দাও।
উঃ যে বাক্য দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, প্রার্থনা, আশীর্বাদ, আজ্ঞা প্রকাশ করা হয় তাকে অনুজ্ঞাবাচক বাক্য বলে।
যেমনঃ মন দিয়ে পরাশোনা করো।
৬) বর্তমান অনুজ্ঞাবাচক বাক্য কাকে বলে? উদাহরণ দাও।
উঃ যে বাক্যে বর্তমান কালের ক্রিয়ার কোনো অনুজ্ঞা প্রকাশ পায়, তাকে বর্তমান অনুজ্ঞাবাচক বাক্য বলে।
যেমনঃ বই পড়ো।
৭) ভবিষ্যত অনুজ্ঞাবাচক বাক্য কাকে বলে? উদাহরণ দাও।
উঃ যে বাক্যে ভবিষ্যত কালের ক্রিয়ার কোনো অনুজ্ঞা প্রকাশ পায়, তাকে বর্তমান অনুজ্ঞাবাচক বাক্য বলে।
যেমনঃ আগামীকাল পড়তে আসবে।
৮) প্রার্থনাসূচক বাক্য কাকে বলে? উদাহরণ দাও।
উঃ যে বাক্যে বক্তার কোনো প্রার্থনা প্রকাশ পায়, তাকে প্রার্থনাসূচক বাক্য বলে।
যেমনঃ ভগবান তোমাদের মঙ্গল করুন।
বাংলা MCQ প্রশ্নের মক টেষ্ট প্রদান করতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
৯) সন্দেহবাচক বাক্য কাকে বলে? উদাহরণ দাও।
উঃ যে বাক্য দ্বারা বক্তার মনের সন্দেহ, সংশয় প্রকাশিত হয়, তাকে সন্দেহবাচক বা সংশয়সূচক বাক্য বলে।
যেমনঃ তুমি হয়তো বিষয়টা জানো।
১০) আবেগসূচক বাক্য কাকে বলে? উদাহরণ দাও।
উঃ যে বাক্যে বক্তার মনের আবেগ (বিস্ময়, আনন্দ, দুঃখ, শোক, ভয়, লজ্জা, ঘৃণা, ক্রোধ ইত্যাদি)প্রকাশিত হয়, তাকে আবেগসূচক বাক্য বলে।
যেমনঃ বাঃ! কী সুন্দর ফুল।
১১) শর্তসাপেক্ষ বাক্য কাকে বলে? উদাহরণ দাও।
উঃ যে বাক্যে কোনো কাজের কারণ বা শর্ত উল্লিখিত থাকে, তাকে শর্তসাপেক্ষ বাক্য বলে।
যেমনঃ যদি মন দিয়ে পড়াশোনা করো তবে ভালো ফল হবে।
১২) ইচ্ছাসূচক বাক্য কাকে বলে? উদাহরণ দাও।
উঃ যে বাক্যে বক্তার একান্ত ইচ্ছা প্রকাশিত হয়, তাকে ইচ্ছাসূচক বাক্য বলে।
যেমনঃ মাধ্যমিক পরীক্ষায় আমি ভালো ফলাফল করতে চাই।
গুরুত্বপূর্ণ লিঙ্কঃ
বাংলা ব্যাকরণ থেকে অন্যান্য আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে