বাংলা ব্যাকরণ বাচ্য পরিবর্তন
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণের অন্তর্গত বাচ্য থেকে বাংলা ব্যাকরণ বাচ্য পরিবর্তন আলোচনা প্রদান করা হলো। শিক্ষার্থীরা বাচ্য থেকে এই গুরুত্বপূর্ণ বাংলা ব্যাকরণ বাচ্য পরিবর্তন প্রশ্নের উত্তরগুলি তৈরি করলে বিশেষভাবে উপকৃত হবে। শিক্ষালয়ের পক্ষ থেকে বাচ্য থেকে আরো কিছু গুরুত্বপুর্ণ আলোচনার লিঙ্ক নিম্নে প্রদান করা হলো।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
নির্দেশানুসারে বাচ্য পরিবর্তন করোঃ-
১) মেসো গল্পটি নিয়ে চলে গেলেন। (কর্মবাচ্য)
উঃ মেসো কর্তৃক গল্পটি নিয়ে চলে যাওয়া হল।
২) ওর লেখক মেসো ছাপিয়ে দিয়েছে। (কর্মবাচ্য)
উঃ ওর লেখক মেসো ছাপিয়ে দিয়েছেন।
৩) নতুন করে লিখেছেন। (ভাববাচ্য)
উঃ নতুন করে লেখা হয়েছে।
৪) সেই মেয়েটির মৃত্যু হলো না। (কর্তৃবাচ্য)
উঃ সেই মেয়েটি মারা গেল না।
৫) শিশুরা খেলছিল মায়ের কোলে। (ভাববাচ্য)
উঃ শিশুদের মায়ের কোলে খেলা হচ্ছিল।
৬) ক্ষমা করো। (ভাববাচ্য)
উঃ ক্ষমা করা হোক।
৭) বড়োরা শিখিয়ে দিয়েছিলেন। (কর্মবাচ্য)
উঃ বড়োদের দ্বারা শিখিয়ে দেওয়া হয়েছিল।
৮) পালকের কলমও আর চোখে পড়ে না। (কর্তৃবাচ্য)
উঃ পালকের কলমও আর চোখে দেখি না।
৯) এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে। (কর্মবাচ্য)
উঃ এই নেশা আমি শরৎদা কর্তৃক প্রাপ্ত হয়েছি।
১০) হিমালয়ের গুহাতে থাকেন। (ভাববাচ্য)
উঃ হিমালয়ের গুহাতে থাকা হয়।
- নিম্নে কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক প্রদান করা হলোঃ
- বাচ্য
- বাচ্য প্রশ্নের উত্তর
- বাচ্য পরিবর্তন
- বাংলা ব্যাকরণ বাচ্য পরিবর্তন
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ