লৌকিক সাহিত্যের নানা দিক ছোটপ্রশ্নের উত্তর
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘লৌকিক সাহিত্যের নানা দিক ছোটপ্রশ্নের উত্তর’ প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই ‘লৌকিক সাহিত্যের নানা দিক ছোটপ্রশ্নের উত্তর’ অনুশীলনের মাধ্যমে এই বিষয়টি সম্পর্কে সম্যক ধারণা লাভে সমর্থ হবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
লৌকিক সাহিত্যের নানা দিক ছোটপ্রশ্নের উত্তরঃ
১) ‘লোক’ শব্দে বোঝায়- নিবিড় সন্নিবিষ্ট, দীর্ঘ কোনো জনসমষ্টি
২) কথাসাহিত্যের মৌখিক ধারাটিকেই আমরা চিহ্নিত করতে পারি- লোককথা বলে
৩) বাংলা পশু কথার সেরা সংগ্রহ গ্রন্থটি হল- টুনটুনির বই
৪) ঈশপের গল্প যে ধরণের লোককথার অন্তর্গত- নীতিকথা
৫) ব্রতকথার উদ্দেশ্য- গৃহস্থের মঙ্গলসাধন
৬) রূপকথার গল্পের চরিত্রগুলি হয়- অতিপ্রাকৃত
৭) রুপকথা ও রোমাঞ্চকথার সংমিশ্রণ দেখা যায়- সয়ফুল মুলক বদিউজ্জমালে
৮) ইংরেজি Myth শব্দের প্রতিশব্দ হল- লৌকিক পুরাণ
৯) প্রবাদ শব্দের অর্থ- লোকবিশ্বাস
১০) ‘অরণ্যদেব’ কমিক্সের লেখক হলেন- লি ফক
১১) ইংরেজি ভাষায় প্রবাদকে বলা হয়- Proverb
১২) প্রথব প্রবাদের ব্যবহার দেখা যায়- ঋকবেদে
১৩) ভারতচন্দ্রের কোন কাব্যে প্রবাদের উল্লেখ আছে- অন্নদামঙ্গল
১৪) প্রবাদের একটি লক্ষণ- সংক্ষিপ্ততা
১৫) প্রবাদের সঙ্গে যুক্ত শব্দটি হল- প্রবচন
১৬) সোজা আঙুলে যা ওঠে না- ঘি
১৭) বিড়ালের ভাগ্যে যা ছেঁড়ে না- শিকে
১৮) রবীন্দ্রনাথের মতে প্রবাদ ও প্রবচনের পার্থক্য হল- প্রবাদের মধ্যে একটি গল্পের ভাব আছে, কিন্তু প্রবচন ছাঁটাকথা মাত্র
১৯) ‘রাখে হরি মারে কে?- এটি- দেবদেবী বিষয়ক প্রবাদ
২০) ‘নেই কাজ তো খই ভাজ’- এটি- খাদ্যবস্তু সংক্রান্ত প্রবাদ
২১) ‘ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা’- প্রবাদটি যে অর্থে ব্যবহৃত- প্রতারণা
২২) মুখে মুখে রচিত অন্যমিলযুক্ত ছোট আকারের পদ্যকে বলা হয়- ছড়া
২৩) ছড়ার জগৎ মূলত- শিশুদের
২৪) অধিকাংশ ছড়ার মূল উদ্দেশ্য- শিশুদের মনোরঞ্জন
২৫) বাংলা ছড়ার ছন্দ হল- স্বরবৃত্ত
২৬) ছড়ায় গুরুত্বপূর্ণ হল- নিবিড় পাঠ
২৭) ছড়ার চলন হয় সাধারণত- অত্যন্ত দ্রুত
২৮) শিশুদের ছড়াগুলি- খেলাকেন্দ্রিক
২৯) প্রশ্নোত্তরের ছড়া যে বিষয়ের অন্তর্ভুক্ত- খেলার ছড়া
৩০) ‘ঘুমপাড়ানি মাসি পিসি ঘুম দিয়ে যেও’- ছড়াটির সংগৃহীতা হলেন- কুঞ্জলাল রায়
৩১) ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এল বান’ ছড়াটির সংকলক হলেন- নিত্যানন্দ বিনোদ গোষ্বামী
৩২) ‘এলাডিং বেলাডিং সইলো’ যে ধরণের ছড়ার উদাহরণ- মেয়েলি ছড়া
৩৩) ধাঁধার অন্য নাম হল- হেঁয়ালি
৩৪) ধাঁধার একটি প্রধান গুণ- সংক্ষিপ্ততা
৩৫) বাংলা ধাঁধার প্রথম সংগ্রাহক- নবীনচন্দ্র দত্ত
৩৬) বন থেকে টিয়া বেরিয়েছিল, তার মাথায় ছিল- সোনার টোপর
৩৭) শ্রীহট্টে হেঁইয়ালিকে বলে- পই
৩৮) ‘মুখ আছে তার মাথা নাই, পেট আছে তার পা নাই’- বোতল
৩৯) টাংগাইল অঞ্চলে ধাঁধাকে বলা হয়- শিলোক বা ঠল্লুক
৪০) ‘মুখ নাই কথা বলে, পা নাই হেঁটে চলে’- ঘড়ি
৪১) ‘ঘর আছে দরজা নাই, মানুষ আছে কথা নাই’- ডিম
৪২) ‘কথাসরিৎসাগর’ গ্রন্থটির লেখক হলেন- সোমদেব
৪৩) ‘The Golden Bough’ বইটির রচয়িতা- জর্জ ফ্রেজার
৪৪) ফিরদৌসী হলেন- পারস্যের কবি
৪৫) আরব দেশের হাজিখালিফা বা বসোরা অঞ্চলের আল হারিরি ছিলেন- চতুর্দশ শতকের কবি
এই অংশ থেকে MCQ প্রশ্নের MOCK TEST প্রদান করতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
লৌকিক সাহিত্যের নানা দিক থেকে বড়ো প্রশ্নের উত্তরগুলি দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয়ের সাথে ফেসবুকে যুক্ত হতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবেঃ