শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে নবম শ্রেণি বাংলা আকাশে সাতটি তারা কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নগুলির উত্তর অনুশীলন করলে বিশেষভাবে উপকৃত হবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
নবম শ্রেণি বাংলা আকাশে সাতটি তারাঃ
প্রশ্নমানঃ১
১)কোন কাব্যগ্রন্থ থেকে “আকাশে সাতটি তারা” কবিতাটি সংকলিত হয়েছে?
২)আকাশে সাতটি তারার কথা কবি উল্লেখ করেছেন কেন?
৩)কাকে “মৃত মনিয়ার” মতো মনে হয়েছে?
৪)কবি বাংলার সন্ধ্যাকে “নীল” বলে মনে করেছেন কেন?
৫)বাংলার সন্ধ্যাকে কবি “শান্ত অনুগত” বলেছেন কেন?
৬)পৃথবীর কোন পথে কী নেই বলে কবি মনে করেছেন?
৭)“কলমী” কী?
৮)“শীত হাতখান” বলতে কবি কী বুঝিয়েছেন?
৯)“কিশোরের পায়ে দলা মুথা ঘাস” বলতে কবি কী বুঝিয়েছেন?
১০)“ব্যথিত গন্ধ্যের ক্লান্ত নীরবতা”- কার ব্যাথিত গন্ধের কথা বলা হয়েছে?
১১)“এরই মাঝে বাংলার প্রাণ”- কবি কোথায় বাংলার প্রাণের স্পর্শ খুঁজে পেয়েছেন?
১২)“আকাশে সাতটি তারা” কবিতাটি কী ধরণের কবিতা?
১৩)“আকাশে সাতটি তারা” কবিতায় কোন কোন গাছের কথা উল্লেখ করা হয়েছে?
১৪)“আকাশে সাতটি তারা” কবিতায় কোন কোন মাছের কথ উল্লেখ করা হয়েছে?
১৫)“আকাশে সাতটি তারা” কবিতায় কবি বাংলার সন্ধ্যা সম্পর্কে কী কী বিশেষণ ব্যবহার করেছেন?
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
শিক্ষালয়ের সাথে ফেসবুকে যুক্ত হতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবেঃ