উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি

উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি

বিষয়ঃ রূপনারানের কুলে, ভাষাবিজ্ঞান ও প্রবন্ধ

পুর্ণমানঃ ৩৫    সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট

 দ্বাদশ শ্রেণির যে সকল শিক্ষার্থীরা এবারে উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রদান করতে চলেছো, তাদের জন্য শিক্ষালয়ের পক্ষ থেকে একটি ডেমো পরীক্ষার প্রশ্নপত্র প্রদান করা হলো। তোমরা বাড়িতে বসে নির্দিষ্ট সময় অনুসারে পরীক্ষাটি প্রদান করলে তোমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য উপযুক্ত প্রস্তুতি গ্রহণ করতে পারবে। ভবিষ্যতেও তোমাদের জন্য শিক্ষালয়ের পক্ষ থেকে এমন আরো ডেমো পরীক্ষা প্রশ্নপত্র শিক্ষালয় ওয়েবসাইটের বাংলা সাজেশন বিভাগে প্রদান করা হবে।  

ক) সঠিক উত্তর নির্বাচন করোঃ ১০*১=১০

১) রুপ নারানের কূলে কবিতায় রূপনারান নদীটি কিসের প্রতীক?

ক) কবির বাসস্থানের

খ) বিশ্ব সংসারের

গ) মৃত্যুর

ঘ)কল্পনার

উত্তর:– বিশ্ব সংসারের

 

২) কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজের রূপ দেখেছিলেন ?

ক) দর্পনে

খ) হৃদয়ে

গ) রক্তের অক্ষরে

ঘ) পল্লীগ্রামে

উত্তর:– রক্তের অক্ষরে

 

৩) কবি রবীন্দ্রনাথ নিজেকে চিনেছেন-

ক) মানুষের সান্নিধ্যে

খ) অন্যকে ভালোবেসে

গ) কবিতার মধ্যে

ঘ) আঘাত ও বেদনায়

উত্তর:– আঘাত ও বেদনায়

 

৪) কবি রবীন্দ্রনাথের কাছে সত্যের স্বরূপ হলো-

ক) দুর্বোধ্য

খ) অজ্ঞেয়

গ) কঠিন

ঘ) ব্যাখার অতীত

উত্তর:– কঠিন

 

৫) “রূপনারানের কূলে” কবিতাটি যে কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি হল-

ক) প্রান্তিক

খ) জন্মদিন

গ) শেষ লেখা

ঘ) শেষ সপ্তক

উত্তর:– শেষ লেখা

 

৬) “রূপনারানের কূলে” কবিতাটি কাব্য গ্রন্থের কত সংখ্যক কবিতা?   

ক) ১১

খ) ১৩

গ) ১২

ঘ) ১৪

উত্তর:– ১১

 

৭) কবি রবীন্দ্রনাথ জেগে উঠেছেন-

ক) গোদাবরী কূলে

খ) কাবেরীর কূলে

গ) রূপনারানের কূলে

ঘ) দামোদরের কূলে

উত্তর:– রূপনারানের কূলে

 

৮) “রূপনারানের কূলে” কবিতায় যে অক্ষরের কথা বলা হয়েছে তা হল-

ক) সোনার

খ) রক্তের

গ) জলের

ঘ) শিক্ষার

উত্তর:– রক্তের

 

৯) “চিনিলাম––––”

ক) আপনারে

খ) তোমারে

গ) তাহারে

ঘ) সকলে

উত্তর:– আপনারে

 

১০) যে কখনো বঞ্চনা করে না, সে হল-

ক) মিথ্যা

খ) বন্ধু

গ) জননী

ঘ) সত্য

উত্তর:– সত্য

 

১১) “রূপনারানের কূলে” কবিতাটি রচিত হয়-

ক) ২৮ মে, ১৯৪১

খ) ৩০ মে, ১৯৪১

গ) ১৬ মে, ১৯৪১

ঘ) ১৩ মে, ১৯৪১

উত্তর:–১৩ মে, ১৯৪১

 

১২) “রূপনারানেরকূলে” কবিতাটি রচিত হয়-

ক) কলকাতায়

খ) শান্তিনিকেতনে

গ) কালিম্পং-এ

ঘ) কাশিয়াং-এ 

উত্তর:– শান্তিনিকেতনে  

 

খ) যে কোন দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*২=১০  

১) “আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন”- জীবনকে দুঃখের অপস্যা বলে কবি মনে করেছেন কেন? ৫

২) “রূপনারানের কূলে / জেগে উঠিলাম”- এই ‘জেগে ওঠার’ আলোকে কবিতাটির অন্তর্নিহিত অর্থ বিশ্লেষণ করো। ৫

৩) “সে কখনো করে না বঞ্চনা”- কে, কখনও বঞ্চনা করে না? কবি কীভাবে এমন ভাবনায় উপনীত হয়েছেন? ২+৩

 

গ) যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫  

১) অভিধান কত রকমের হতে পারে তা সংক্ষেপে আলোচনা করো।

২) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান সম্পর্কে আলোচনা করো।

 

ঘ) প্রবন্ধ রচনা করোঃ ১০*১=১০  

১) চরিত্র গঠনে খেলাধূলার ভূমিকা

দ্বাদশ শ্রেণির বাংলা বিষয়ের বিবিধ নোট দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

You cannot copy content of this page

Need Help?