ভারতের সম্পদ

শিক্ষালয়ের পক্ষ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ভূগোল বিষয়ের ভারতের সম্পদ অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নের উত্তর প্রদান করা হলো। 

1 . কয়লা কত প্রকার ও কী কী ? 

উত্তরঃ চার প্রকার । অ্যানথ্রাসাইট , বিটুমিনাস , লিগনাইট এবং পিট ।

2 . ক্রিয়ােজোট কী এবং এটি কী কাজে ব্যবহৃত হয় ? 

উত্তরঃ কয়লার উপজাত দ্রব্য । এটি কীটনাশক উৎপাদনে ব্যবহৃত হয় । 

3 . বিটুমিনাস জাতীয় কয়লায় কী পরিমাণ কার্বন থাকে ? 

উত্তরঃ শতকরা ৫০ – ৮৫ ভাগ । 

4. সবচেয়ে উৎকৃষ্ট শ্রেণীর কয়লা কোনটি ? 

উত্তরঃ অ্যানথ্রাসাইট । 

5 . ভারতের একটি লিগনাইট কয়লাখনির নাম করো।

উত্তরঃ তামিলনাড়ুর দক্ষিণে আর্কটে নিভেলি ।

6 . কয়লা উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কোথায় ? 

উত্তরঃ পঞ্চম । 

7 . ভারতের প্রাচীনতম তেল উৎপাদক কেন্দ্রটির নাম কী ? 

উত্তরঃ অসমের ডিগবয় । 

8 . খনিজ তেলের দুটি উপজাত দ্রব্যের নাম লেখো।  

উত্তরঃ পিচ ও ন্যাপথা । 

9 . প্যারাফিন কী ? 

উত্তরঃ পেট্রোলিয়ামের উপজাত দ্রব্য । 

10 . ভারতের দুটি খনিজ তেল উত্তোলক অঞ্চলের নাম করো ।

উত্তরঃ অসমের ঊর্ধ্ব ব্রহ্মপুত্র উপত্যকা এবং মুম্বাই দরিয়া বা বােম্বে হাই । 

11 . সাগর সম্রাট কী ? 

উত্তরঃ মুম্বাই দরিয়া বা বােম্বে হাই অঞ্চলের খনিজ তেল উত্তোলনকারী একটি ভাসমান জাহাজের নাম সাগর সম্রাট । 

12 . গুজরাটের একটি তেল শােধনাগারের নাম লেখো। 

উত্তরঃ কয়ালি । 

13 . ত্রিপুরার একটি তেলখনন ক্ষেত্রের নাম উল্লেখ করো । 

উত্তরঃ বড়মুড়া৷ 

14 . পশ্চিমবঙ্গের তেল শােধনাগারটি কোথায় অবস্থিত ? 

উত্তরঃ হলদিয়াতে ।

15 . অসমের একটি তেল খনন ক্ষেত্রের নাম করো । 

উত্তরঃ নাহারকাটিয়া । 

16 . ভারতে বিদ্যুৎশক্তির মূল উৎসগুলি কী কী ? 

উত্তরঃ কয়লা , খনিজতেল , খরােস্রোতা নদী , ইউরেনিয়াম ও থােরিয়াম । 

17 . দুটি অপ্রচলিত শক্তির উৎসের নাম লেখো । 

উত্তরঃ জোয়ার – ভাটা এবং সৌরশক্তি ।

18 . তাপবিদ্যুৎ কাকে বলে ? 

উত্তরঃ কয়লা পুড়িয়ে যে বিদ্যুৎ পাওয়া যায় তাকে তাপবিদ্যুৎ বলে । 

19 . পশ্চিমবঙ্গের দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো।

উত্তরঃ কোলাঘাট , ব্যান্ডেল । 

20 . উত্তর ভারতের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম করো।  

উত্তরঃ দিল্লীর বদরপুর । 

21 . জলবিদ্যুৎ শক্তি বলতে কী বােঝ ? 

উত্তরঃ খরােস্রোতা নদীর জলপ্রবাহের সাহায্যে টারবাইন ঘুরিয়ে যে বিদ্যুৎশক্তি উৎপাদন করা হয় তাকে জলবিদ্যুৎ বলে ।

22 . দক্ষিণ ভারতের একটি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম করো। 

উত্তরঃ কর্ণাটকের সরাবতী ।

23 . ভারতের একটি পারমানবিক উৎপাদন কেন্দ্রের নাম করো। 

উত্তরঃ মহারাষ্ট্রের তারাপুর । 

24 . আকরিক লােহার প্রধান ব্যবহার কী ? 

উত্তরঃ লৌহ – ইস্পাত শিল্পের কাঁচামাল হিসাবে । 

25 . সবচেয়ে উৎকৃষ্ট আকরিক লােহার নাম কী ? 

উত্তরঃ ম্যাগনেটাইট । 

26 . ভারতের কোন রাজ্য আকরিক লােহা উত্তোলনে প্রথম ? 

উত্তরঃ মধ্যপ্রদেশ ।

27 . ভারত কোন কোন দেশে আকরিক লােহা রপ্তানি করে ? 

উত্তরঃ জাপান , দক্ষিণ কোরিয়া , ইতালি , ইরান প্রভৃতি দেশে । 

28 . দুই প্রকার আকরিক লােহার নাম লেখো।  

উত্তরঃ ম্যাগনেটাইট , হেমাটাইট ।

29 . দুটি ম্যাঙ্গানিজ আকরিকের নাম লেখো । 

উত্তরঃ সিলােমিলেন এবং ব্রুনাইট । 

30 . ভারতের একটি ম্যাঙ্গানিজ উৎপাদন কেন্দ্রের নাম লেখো । 

উত্তরঃ উড়িষ্যার গাংপুর । 

31 . ভারত বিশ্বের কোন কোন দেশে ম্যাঙ্গানিজ রপ্তানি করে ? 

উত্তরঃ আমেরিকা যুক্তরাষ্ট্র , ব্রিটিশ যুক্তরাজ্য , ফ্রান্স , জার্মানী । 

32 , বক্সাইট কিসের আকরিক ? 

উত্তরঃ অ্যালুমিনিয়াম । 

33 . ভারতের কোন রাজ্য বক্সাইত উত্তোলনে । প্রথম স্থান অধিকার করে ? 

উত্তরঃ উড়িষ্যা ।

34 . অ্যালুমিনিয়াম কোন খনিজ আকর থেকে উৎপন্ন হয় ? 

উত্তরঃ বক্সাইট থেকে । 

35 . অভ্রের দুটি আকরিকের নাম লেখো। 

উত্তরঃ মাস্কোভাইট ও বাইওটাইট । 

36 . অভ্র উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে ? 

উত্তরঃ বিহার । 

37 . পৃথিবীর শ্রেষ্ঠ অভ্র উৎপাদক দেশটির নাম কী ? 

উত্তরঃ ভারত । 

38 . অপ্রচলিত শক্তির উৎস বলতে কী বােঝ ?

উত্তরঃ বিদ্যুৎ উৎপাদনের জন্য যেসব শক্তির উৎস কম ব্যবহৃত হয় সেগুলিকে অপ্রচলিত শক্তির উৎস বলে । যেমন – সৌরশক্তি , বায়ুশক্তি , ভূতাপশক্তি ।

39 . পারমাণবিক শক্তি বলতে কী বােঝ ? 

উত্তরঃ ইউরেনিয়াম , থােরিয়াম প্রভৃতি তেজস্ক্রিয় পদার্থের সাহায্যে যে বিদ্যুৎশক্তি উৎপাদন করা হয় তাকে পারমাণবিক শক্তি বলে । 

40 . ভারতে সর্বপ্রথম কবে পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে ? 

উত্তরঃ ১৯৭৪ সালে ।

41 . ভাবা অ্যাটমিক রিসার্চ ইনস্টিউট কোথায় অবস্থিত ? 

উত্তরঃ মুম্বাই – এর ট্রম্বেতে । 

42 . ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুতকেন্দ্র কোথায় অবস্থিত ? 

উত্তরঃ চেন্নাই – এর কাছে অবস্থিত কালপক্কমে ।

43 . তরল সােনা কী ? 

উত্তরঃ পেট্রোলিয়ামের গুরুত্ব অন্ত্যন্ত বেশি হওয়ার জন্য একে তরল সােনা বলে অভিহিত করা হয় । 

44 . অভ্র কোন শিল্পে ব্যবহৃত হয় ?

উত্তরঃ বিদ্যুৎশিল্পে । 

45 . অপ্রচলিত শক্তির প্রধান উৎস কী ? 

উত্তরঃ সৌরশক্তি । 

46 . ভারতের পূর্ব উপকূলে অবস্থিত একটি খনিজ তেল শােধনাগারের নাম লেখো। 

উত্তরঃ বিশাখাপত্তনম ও হলদিয়া । 

47 . বক্সাইটের প্রধান ব্যবহার কী ? 

উত্তরঃ অ্যালুমিনিয়াম তৈরিতে ব্যবহৃত হয় । 

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock

You cannot copy content of this page

Need Help?