শিক্ষালয়ের পক্ষ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ভূগোল বিষয়ের ভারতের সম্পদ অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নের উত্তর প্রদান করা হলো।
1 . কয়লা কত প্রকার ও কী কী ?
উত্তরঃ চার প্রকার । অ্যানথ্রাসাইট , বিটুমিনাস , লিগনাইট এবং পিট ।
2 . ক্রিয়ােজোট কী এবং এটি কী কাজে ব্যবহৃত হয় ?
উত্তরঃ কয়লার উপজাত দ্রব্য । এটি কীটনাশক উৎপাদনে ব্যবহৃত হয় ।
3 . বিটুমিনাস জাতীয় কয়লায় কী পরিমাণ কার্বন থাকে ?
উত্তরঃ শতকরা ৫০ – ৮৫ ভাগ ।
4. সবচেয়ে উৎকৃষ্ট শ্রেণীর কয়লা কোনটি ?
উত্তরঃ অ্যানথ্রাসাইট ।
5 . ভারতের একটি লিগনাইট কয়লাখনির নাম করো।
উত্তরঃ তামিলনাড়ুর দক্ষিণে আর্কটে নিভেলি ।
6 . কয়লা উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কোথায় ?
উত্তরঃ পঞ্চম ।
7 . ভারতের প্রাচীনতম তেল উৎপাদক কেন্দ্রটির নাম কী ?
উত্তরঃ অসমের ডিগবয় ।
8 . খনিজ তেলের দুটি উপজাত দ্রব্যের নাম লেখো।
উত্তরঃ পিচ ও ন্যাপথা ।
9 . প্যারাফিন কী ?
উত্তরঃ পেট্রোলিয়ামের উপজাত দ্রব্য ।
10 . ভারতের দুটি খনিজ তেল উত্তোলক অঞ্চলের নাম করো ।
উত্তরঃ অসমের ঊর্ধ্ব ব্রহ্মপুত্র উপত্যকা এবং মুম্বাই দরিয়া বা বােম্বে হাই ।
11 . সাগর সম্রাট কী ?
উত্তরঃ মুম্বাই দরিয়া বা বােম্বে হাই অঞ্চলের খনিজ তেল উত্তোলনকারী একটি ভাসমান জাহাজের নাম সাগর সম্রাট ।
12 . গুজরাটের একটি তেল শােধনাগারের নাম লেখো।
উত্তরঃ কয়ালি ।
13 . ত্রিপুরার একটি তেলখনন ক্ষেত্রের নাম উল্লেখ করো ।
উত্তরঃ বড়মুড়া৷
14 . পশ্চিমবঙ্গের তেল শােধনাগারটি কোথায় অবস্থিত ?
উত্তরঃ হলদিয়াতে ।
15 . অসমের একটি তেল খনন ক্ষেত্রের নাম করো ।
উত্তরঃ নাহারকাটিয়া ।
16 . ভারতে বিদ্যুৎশক্তির মূল উৎসগুলি কী কী ?
উত্তরঃ কয়লা , খনিজতেল , খরােস্রোতা নদী , ইউরেনিয়াম ও থােরিয়াম ।
17 . দুটি অপ্রচলিত শক্তির উৎসের নাম লেখো ।
উত্তরঃ জোয়ার – ভাটা এবং সৌরশক্তি ।
18 . তাপবিদ্যুৎ কাকে বলে ?
উত্তরঃ কয়লা পুড়িয়ে যে বিদ্যুৎ পাওয়া যায় তাকে তাপবিদ্যুৎ বলে ।
19 . পশ্চিমবঙ্গের দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো।
উত্তরঃ কোলাঘাট , ব্যান্ডেল ।
20 . উত্তর ভারতের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম করো।
উত্তরঃ দিল্লীর বদরপুর ।
21 . জলবিদ্যুৎ শক্তি বলতে কী বােঝ ?
উত্তরঃ খরােস্রোতা নদীর জলপ্রবাহের সাহায্যে টারবাইন ঘুরিয়ে যে বিদ্যুৎশক্তি উৎপাদন করা হয় তাকে জলবিদ্যুৎ বলে ।
22 . দক্ষিণ ভারতের একটি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম করো।
উত্তরঃ কর্ণাটকের সরাবতী ।
23 . ভারতের একটি পারমানবিক উৎপাদন কেন্দ্রের নাম করো।
উত্তরঃ মহারাষ্ট্রের তারাপুর ।
24 . আকরিক লােহার প্রধান ব্যবহার কী ?
উত্তরঃ লৌহ – ইস্পাত শিল্পের কাঁচামাল হিসাবে ।
25 . সবচেয়ে উৎকৃষ্ট আকরিক লােহার নাম কী ?
উত্তরঃ ম্যাগনেটাইট ।
26 . ভারতের কোন রাজ্য আকরিক লােহা উত্তোলনে প্রথম ?
উত্তরঃ মধ্যপ্রদেশ ।
27 . ভারত কোন কোন দেশে আকরিক লােহা রপ্তানি করে ?
উত্তরঃ জাপান , দক্ষিণ কোরিয়া , ইতালি , ইরান প্রভৃতি দেশে ।
28 . দুই প্রকার আকরিক লােহার নাম লেখো।
উত্তরঃ ম্যাগনেটাইট , হেমাটাইট ।
29 . দুটি ম্যাঙ্গানিজ আকরিকের নাম লেখো ।
উত্তরঃ সিলােমিলেন এবং ব্রুনাইট ।
30 . ভারতের একটি ম্যাঙ্গানিজ উৎপাদন কেন্দ্রের নাম লেখো ।
উত্তরঃ উড়িষ্যার গাংপুর ।
31 . ভারত বিশ্বের কোন কোন দেশে ম্যাঙ্গানিজ রপ্তানি করে ?
উত্তরঃ আমেরিকা যুক্তরাষ্ট্র , ব্রিটিশ যুক্তরাজ্য , ফ্রান্স , জার্মানী ।
32 , বক্সাইট কিসের আকরিক ?
উত্তরঃ অ্যালুমিনিয়াম ।
33 . ভারতের কোন রাজ্য বক্সাইত উত্তোলনে । প্রথম স্থান অধিকার করে ?
উত্তরঃ উড়িষ্যা ।
34 . অ্যালুমিনিয়াম কোন খনিজ আকর থেকে উৎপন্ন হয় ?
উত্তরঃ বক্সাইট থেকে ।
35 . অভ্রের দুটি আকরিকের নাম লেখো।
উত্তরঃ মাস্কোভাইট ও বাইওটাইট ।
36 . অভ্র উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে ?
উত্তরঃ বিহার ।
37 . পৃথিবীর শ্রেষ্ঠ অভ্র উৎপাদক দেশটির নাম কী ?
উত্তরঃ ভারত ।
38 . অপ্রচলিত শক্তির উৎস বলতে কী বােঝ ?
উত্তরঃ বিদ্যুৎ উৎপাদনের জন্য যেসব শক্তির উৎস কম ব্যবহৃত হয় সেগুলিকে অপ্রচলিত শক্তির উৎস বলে । যেমন – সৌরশক্তি , বায়ুশক্তি , ভূতাপশক্তি ।
39 . পারমাণবিক শক্তি বলতে কী বােঝ ?
উত্তরঃ ইউরেনিয়াম , থােরিয়াম প্রভৃতি তেজস্ক্রিয় পদার্থের সাহায্যে যে বিদ্যুৎশক্তি উৎপাদন করা হয় তাকে পারমাণবিক শক্তি বলে ।
40 . ভারতে সর্বপ্রথম কবে পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে ?
উত্তরঃ ১৯৭৪ সালে ।
41 . ভাবা অ্যাটমিক রিসার্চ ইনস্টিউট কোথায় অবস্থিত ?
উত্তরঃ মুম্বাই – এর ট্রম্বেতে ।
42 . ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুতকেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তরঃ চেন্নাই – এর কাছে অবস্থিত কালপক্কমে ।
43 . তরল সােনা কী ?
উত্তরঃ পেট্রোলিয়ামের গুরুত্ব অন্ত্যন্ত বেশি হওয়ার জন্য একে তরল সােনা বলে অভিহিত করা হয় ।
44 . অভ্র কোন শিল্পে ব্যবহৃত হয় ?
উত্তরঃ বিদ্যুৎশিল্পে ।
45 . অপ্রচলিত শক্তির প্রধান উৎস কী ?
উত্তরঃ সৌরশক্তি ।
46 . ভারতের পূর্ব উপকূলে অবস্থিত একটি খনিজ তেল শােধনাগারের নাম লেখো।
উত্তরঃ বিশাখাপত্তনম ও হলদিয়া ।
47 . বক্সাইটের প্রধান ব্যবহার কী ?
উত্তরঃ অ্যালুমিনিয়াম তৈরিতে ব্যবহৃত হয় ।