শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণের বিবিধ আলোচনা নিয়মিত প্রদান করা হয়। এখানে বাংলা ব্যাকরণের ক্রিয়ার কাল থেকে অতীত কাল বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রদান করা হলো। এই প্রশ্নের উত্তরগুলি শিক্ষার্থীরা তৈরি করলে বাংলা ব্যাকরণের শব্দ ও পদ বিষয়ে সুস্পষ্ট জ্ঞান অর্জন করতে পারবে।
অতীত কাল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরঃ
১) অতীত কাল বলতে কী বোঝ? উদাহরণ দাও।
উঃ অতীতে শেষ হয়ে গেছে এমন কাজ বোঝাতে ক্রিয়ার যে কাল ব্যভৃত হয় তাকে অতীত কাল বলে।
যেমনঃ অনন্যা ঘুম থেকে উঠেছে।
২) সাধারণ অতীত কাল বলতে কী বোঝ? উদাহরণ দাও।
উঃ অতীতে যে কাজ হয়ে গেছে তাকে সাধারণ অতীত কাল বলে।
যেমনঃ অনন্যা ভাত খেয়েছে।
৩) ঘটমান অতীত কাল বলতে কী বোঝ? উদাহরণ দাও।
উঃ অতীতে কোন কাজ ঘটে চলেছিল বোঝাতে ক্রিয়ার যে কাল ব্যবহৃত হয় তাকে ঘটমান অতীত কাল বলে।
যেমনঃ অনন্যা নাচ করছিল।
৪) পুরাঘটিত অতীত কাল বলতে কী বোঝ? উদাহরণ দাও।
উঃ অনেক আগে ঘটে গেছে বর্তমানে তার কোন প্রভাব নেই বোঝাতে ক্রিয়ার যে কাল ব্যবহৃত হয় তাকে পুরাঘটিত অতীত কাল বলে।
যেমনঃ অনন্যা গতবছর জলপাইগুরি ঘুরে এসেছে।
৫) নিত্যবৃত্য অতীত কাল বলতে কী বোঝ? উদাহরণ দাও।
উঃ অতীতে কোন কাজ নিয়মিত হতো বোঝাতে ক্রিয়ার যে পদ ব্যবহৃত হয় তাকে নিত্যবৃত্য অতীত বলে।
যেমনঃ করোনা পরিস্থিতির পুর্বে অনন্যা প্রতিদিন বিদ্যালয়ে যেতো।
বাংলা ব্যাকরণের বিবিধ আলোচনা দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবেঃ