শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণের বিবিধ আলোচনা নিয়মিত প্রদান করা হয়। এখানে বাংলা ব্যাকরণের ক্রিয়ার কাল থেকে ক্রিয়ার ভবিষ্যৎ কাল বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রদান করা হলো। এই প্রশ্নের উত্তরগুলি শিক্ষার্থীরা তৈরি করলে বাংলা ব্যাকরণের শব্দ ও পদ বিষয়ে সুস্পষ্ট জ্ঞান অর্জন করতে পারবে। 

 

ক্রিয়ার ভবিষ্যৎ কাল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরঃ

১) ক্রিয়ার ভবিষ্যৎ কাল বলতে কী বোঝ? উদাহরণ দাও।

উঃ কোন কাজ ভবিষ্যতে হবে বোঝাতে ক্রিয়ার যে কাল ব্যবহৃত হয় তাকে ক্রিয়ার ভবিষ্যৎ কাল বলে।

যেমনঃ অনন্যা আইসক্রিম খাবে।

 

২) সাধারণ ভবিষ্যৎ কাল বলতে কী বোঝ? উদাহরণ দাও।

উঃ কোন কাজ ভবিষ্যতে বা পরে ঘটবে বোঝাতে ক্রিয়ার যে কাল ব্যবহৃত হয়, তাকে সাধারণ ভবিষ্যৎ কাল বলা হয়।

যেমনঃ অনন্যা ছবি আঁকবে।

 

৩) ঘটমান ভবিষ্যৎ কাল বলতে কী বোঝ? উদাহরণ দাও।

উঃ কোন কাজ ভবিষ্যতে ঘটতে থাকবে বোঝাতে ক্রিয়ার যে কাল ব্যবহৃত হয় তাকে ঘটমান ভবিষ্যৎ কাল বলে।

যেমনঃ অনন্যা গান করতে থাকবে।

 

৪) পুরাঘটিত ভবিষ্যৎ কাল বলতে কী বোঝ? উদাহরণ দাও।

উঃ অতীতে কোন কাজ ঘটছে কিনা সন্দেহ আছে বোঝালে পুরাঘটিত ভবিষ্যৎ কাল হয়।

যেমনঃ অনন্যা হয়তো বাজারে গিয়ে থাকবে।

 

৫) ভবিষ্যত অনুজ্ঞা কাল কাকে বলে? উদাহরণ দাও।

উঃ ভবিষ্যতের জন্য কোন আদেশ, উপদেশ, অনুরোধ বোঝাতে ক্রিয়ার যে কাল ব্যবহৃত হয়, তাকে ভবিষ্যৎ অনুজ্ঞা কাল বলে।

যেমনঃ অনন্যা মন দিয়ে বই পড়বে।

 

বাংলা ব্যাকরণের বিবিধ আলোচনা দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবেঃ

bangla bekaron

You cannot copy content of this page

Need Help?