পথের দাবী গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে  ‘পথের দাবী গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ’ প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নগুলির উত্তর অনুশীলন করলে পরীক্ষায় বিশেষ সুবিধা লাভ করবে। 

 

১. ‘পথের দাবী’ রচনাংশটির নামকরণের সার্থকতা আলোচনা করো।

 

২. ‘পথের দাবী’ রচনাংশটির বিষয়বস্তু আলোচনা করো।

 

৩. ‘পথের দাবী’ রচনাংশটির মধ্যে লেখকের সমাজচেতনার পরিচয় দাও।

 

৪. ‘পথের দাবী’ রচনাংশ অনুসরণে গিরীশ মহাপাত্রের চরিত্রটি বিশ্লেষণ করো।

 

৫. ‘পথের দাবী’ রচনাংশ অনুসরণে অপূর্বর চরিত্র বর্ণনা করো।

 

৬. ‘পথের দাবী’ রচনায় অপ্রধান চরিত্রগুলি লেখো।

 

৭. “পোলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল।”—নিমাইবাবু কে? সব্যসাচী মল্লিককে কখন নিমাইবাবুর সম্মুখে হাজির করা হয়েছিল? সব্যসাচীর চেহারার বর্ণনা দাও। ১+২+২

 

৮. “একেবারে যেন বিচ্ছিন্ন হইয়া কোন এক অদৃষ্ট অপরিজ্ঞাত রাজবিদ্রোহীর। চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রহিল।” কে ধ্যানস্থ হয়ে রইল? ‘রাজবিদ্রোহী’ কে? অপরিজ্ঞাত কেন? কথাটির তাৎপর্য লেখো। ১+১+১+২

পথের দাবী থেকে প্রশ্নের উত্তরগুলি দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবেঃ 

You cannot copy content of this page

Need Help?