উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন

উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন প্রদান করা হলো।

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন। 

১। অনধিক ১৫০ শব্দে যে কোনো ১টি প্রশ্নের উত্তর দাও ৫×১=৫

১.১ “নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এ ভাবে দেশের লোককে বাঁচানো যায় না৷”- কোন প্রসঙ্গে নিখিলের এই ভাবনা? এই ভাবনার মাধ্যমে নিখিলের চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? ১+৪=৫

১.২ “বাদার ভাত খেলে তো আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন ৷”- ‘বাদা’ কাকে বলে? উদ্দিষ্ট ব্যক্তির এই রকম মনে হওয়ার কারণ কী? ১+৪=৫

 

২। অনধিক ১৫০ শব্দে যে কোনো ১টি প্রশ্নের উত্তর দাও৷ ১×৫=৫

২.১ “এই ভোরের জন্য অপেক্ষা করছিল।” কে অপেক্ষা করছিল? তার পরিণতি কী হয়েছিল?

২.২ “”আমার দরকার শুধু গাছ দেখা”–বক্তা কে? তার গাছ দেখা দরকার কেন? = ১+৪

 

৩। অনধিক ১৫০ শব্দে যে কোনো ১টি প্রশ্নের উত্তর দাও। ৫×১=৫

৩.১ “আর একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম”– বক্তা মারাঠি তামাশায় কী দেখেছিলেন? বক্তা কোন্ প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছিলেন?

৩.২ “অভিনেতা মানে একটা চাকর–একটা জোকার, একটা ক্লাউন৷ লোকেরা সারাদিন খেটেখুটে এলে তাদের আনন্দ দেওয়াই হল নাটক-ওয়ালাদের একমাত্র কর্তব্য।”- বক্তার কথার তাৎপর্য আলোচনা করো ৷ ৫

 

৪। অনধিক ১৫০ শব্দে যে কোনো ১ টি প্রশ্নের উত্তর দাও৷ ৫×১=৫

৪.১ “পাতায়-পাতায় জয় / জয়োৎসবের ভোজ বানাত কারা?”-পাতায় পাতায় কাদের জয় লেখা? ‘জয়োৎসবের ভোজ’ যারা বানাত তাদের প্রতি কবির কী মনোভাব প্রকাশ পেয়েছে?

৪.২ “ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেলো, পাথরের চাঁই থামানো যাবে না কেন?”-ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন?ট্রেনকীভাবে থামানো হয়েছিল।। ১+৪

 

৫। অনধিক ১৫০ শব্দে যে কোনো ১টি প্রশ্নের উত্তর দাও৷ ৫×১=৫

৫.১ হাতির-বেগার আর চলল না৷”- হাতি-বেগার আইন কী? তা আর চলল না কেন? ৩+২

৫.২”তোমরা হাত বাড়াও, তাকে সাহায্য করো”- লেখক কাকে, কীভাবে কেন সাহায্য করতে বলেছেন? ১+২+২=৫

 

৬। অনধিক ১৫০ শব্দে যে ক্লোনো ১ টি প্রশ্নের উত্তর দাও৷ ৫×১=৫

৬.১ গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার? যে কোনো এক প্রকারের উদাহরণসহ পরিচয় দাও।

৬.২ উদাহরণসহ গুচ্ছধ্বনির পরিচয় দাও।

 

৭। অনধিক ১৫০ শব্দে যে কোনো ২ টি প্রশ্নের উত্তর দাও৷ ৫×২=১০

৭.১ বাঙালির বিজ্ঞানচর্চার ইতিহাসে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান আলোচনা করো। ৫

৭.২ বাংলার দুটি লোকসংগীতের ধারার নাম লেখো৷ যে-কোনো একটি ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও। ১+৪

৭.৩ বাঙালির চিত্রকলাচর্চার ধারায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো ৷ ৫

৭.৪ কলকাতায় বাঙালির প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম স্বদেশী সার্কাসের নাম লেখো৷ সার্কাসে বাঙালির অবদানের সংক্ষিপ্ত পরিচয় দাও ৷ ১+৪

You cannot copy content of this page

Need Help?