বাক্য থেকে প্রশ্নের উত্তর
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণ থেকে ‘বাক্য থেকে প্রশ্নের উত্তর প্রদান করা হলো। এই গুরুত্বপূর্ণ বাক্য থেকে প্রশ্নের উত্তর তৈরি করলে শিক্ষার্থীরা তাদের মাধ্যমিক পরীক্ষায় উপকৃত হবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
বাক্য থেকে প্রশ্নের উত্তরঃ
১) গঠন অনুসারে বাক্য কয় প্রকার?
উঃ চার
২) বাক্য গঠনের শর্ত কয়টি?
উঃ তিনটি
৩) ‘গরু আকাশে ওড়ে’- এখানে কোন শর্ত লঙ্ঘিত হয়েছে?
উঃ যোগ্যতা
৪) ‘আমি বাজারে গিয়ে’- এখানে কোন শর্ত লঙ্ঘিত হয়েছে?
উঃ আকাঙ্খা
৫) একটি নির্দেশক বাক্যের উদাহরণ দাও।
উঃ রাম ভাত খায়।
৬) ‘ঘাস ছাগল খায়’- এখানে কোন শর্ত লঙ্ঘিত হয়েছে?
উঃ আসক্তি
৭) ‘বোধয় তোমার আসা ভালো হয় নি’- এটি কোন শ্রেণির বাক্য?
উঃ সন্দেহবাচক বাক্য।
৮) ‘যখন তুমি আসবে তখন আমি যাবো’- এটি কোন শ্রেণির বাক্য?
উঃ জটিল
৯) ‘আমি কিন্তু যাবো না’- এটি কোন শ্রেণির বাক্য?
উঃ যৌগিক
১০) ‘হায়! বিধি বাম মম প্রতি’- এটি কোন শ্রেণির বাক্য?
উঃ বিস্ময়সূচক
১১) বাক্য গঠনের শর্তগুলি কী কী?
উঃ আসক্তি, যোগ্যতা ও আকাঙ্খা
১২) একটি আসক্তিহীন বাক্যের উদাহরণ দাও।
উঃ ঘাস ছাগল খায়
১৩) কর্তাহীন ভাববাচ্যের উদাহর দাও।
উঃ যাওয়া হোক।
১৪) শর্তসাপেক্ষ বাক্যের উদাহরণ দাও।
উঃ যদি মন দিয়ে পড়ো তবে ভালো ফলাফল করবে।
১৫) একটি যোগ্যতাহীন বাক্যের উদাহরণ দাও।
উঃ মাছ আকাশে ওড়ে।
বাক্য থেকে এমনই আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কগুলি অনুসরণ করতে হবেঃ
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয়ের সাথে ফেসবুকে যুক্ত হতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবেঃ