মাটির ঘরে দেয়ালচিত্র প্রশ্ন উত্তর

মাটির ঘরে দেয়ালচিত্র প্রশ্ন উত্তর

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাংলা মাটির ঘরে দেয়ালচিত্র প্রশ্ন উত্তর প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই মাটির ঘরে দেয়ালচিত্র প্রশ্ন উত্তর অনুশীলনের মধ্য দিয়ে পাঠ্য বিষয় সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান অর্জন করতে সক্ষম হবে। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন। 

মাটির ঘরে দেয়ালচিত্র প্রশ্ন উত্তরঃ   

১) লেখক তপন করের লেখা একটি বই এর নাম লেখো।

উঃ চিত্রশিল্পী তপন করের লেখা একটি বই এর নাম ছবি আঁকতে শেখা।

২) পাঠ্যরচনাংশটি কোন্ বিষয়ে লেখা ?

উঃ আমাদের পাঠ্যরচনাটির বিষয়বস্তু হল মাটির ঘরের দেয়ালে ছবি আঁকা।

৩) দেয়ালচিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের (পুরুষেরা/মেয়েরা/বালকেরা)।

উঃ মেয়েরা। 

৪) মূলত (বৃত্তাকার/সরলরৈখিক/জ্যামিতিক) আকার আশ্রিত বর্ণসমা বেশেই রচিত হয় সাঁওতালি দেয়ালচিত্রণ।

উঃ জ্যামিতিক।

৫) সাধারণত মাটি থেকে (ছফুট/চারফুট/আটফুট) পর্যন্ত উচ্চতায় চিত্রটি বিস্তৃত হয়।

উঃ ছফুট। 

৬) (শালুকটিকে/পদ্মটিকে/গোলাপটিকে) মানভূম দেয়ালচিত্রের প্রতীক বলা হয়।
উঃ পদ্মটিকে। 

৭) সমার্থক শব্দঃ

ছবি– চিত্র

জোগাড়– সংগ্রহ

পঙ্কজ – পদ্ম

পুষ্প– ফুল

মট– মৃত

৮) পদ-পরিবর্তনঃ

ভূগোল– ভৌগোলিক

নির্বাচন– নির্বাচিত

অঞ্চল– আঞ্চলিক

রচনা– রচিত

অলংকার– অলংকৃত

জ্যামিতি– জ্যামিতিক

৯) একটি বাক্যে রূপান্তরঃ

ক) এই মাটির রং ঈষৎ হরিদ্রাভ। এই মাটির রং ঈষৎ সাদাটে।

উঃ এই মাটির রং ঈষৎ হরিদ্রাভ এবং ঈষৎ সাদাটে। 

খ) দূর থেকে দৃশ্য হিসাবে মানানসই হওয়া চাই। এইভাবেই দেয়ালগুলি নির্বাচন করা হয়।

উঃ দেয়ালগুলি নির্বাচন করার সময় দূর থেকে দৃশ্য হিসাবে মানানসই হবার বিষয়ে খেয়াল রাখা হয়। 

গ) ঘরের চতুষ্পার্শ্ব ঘিরে থাকে একটি বেদি। তার রং কালো।

উঃ ঘরের চতুষ্পার্শ্ব ঘিরে থাকা বেদিটি কালো রং এর হয়।

ঘ) বাংলার কৃষিজীবী সমাজের কিছু প্রাচীন উৎসব আছে। এগুলি হল গো-বন্দনা, কঁাঁড়াখুঁটা, গোরুখুঁটা প্রভৃতি।

উঃ বাংলার কৃষিজীবী সমাজের প্রাচীন উৎসবগুলির মধ্যে গোবন্দনা, কঁাঁড়াখুঁটা, গোরুখুঁটা ইত্যাদি অন্যতম।

১০) তোমার জানা কোন্ অঞ্চলের লোকসমাজে দেয়ালে ছবি আঁকার চল আছে ?

উঃ পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া ও মেদিনীপুর জেলার লোকসমাজের দেয়ালে ছবি আঁকার চল আছে।

১১) মানভূম জেলা সংলগ্ন আর কোন্ কোন্ জেলায় দেয়াল চিত্রণ হয়ে থাকে ?

উঃ মানভূম জেলা সংলগ্ন বর্ধমান জেলার পশ্চিমাংশে, বীরভূম জেলায় এবং বাঁকুড়া ও মেদিনীপুরের কিছু অঞ্চলে দেয়াল চিত্রণের চল আছে। 

১২) মানভূম জেলায় কোন্ কোন্ আদিবাসী গোষ্ঠীর বাস ?

উঃ মানভূম জেলায় মূলত সাঁওতাল, হো, ভূমিজ, মুন্ডা, ওঁরাও, খেড়িয়া, শবর, কোল ইত্যাদি আদিবাসী গোষ্ঠীর বাস আছে।

১৩) মাটির দেয়াল চিত্রগুলি সাধারণত কোন্ কোন্ উৎসবে আঁকা হয় ?

উঃ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, কালীপূজা এবং দীপাবলি উৎসবকে কেন্দ্র করে মাটির বাড়ির দেয়ালে চিত্রগুলি আঁকা হয়।

১৪) দেয়াল চিত্র করার জন্য কী কী উপাদান ব্যবহৃত হয় ?

উঃ দেয়াল চিত্রে রং ফুটিয়ে তোলার জন্য লালচে গেরুয়া মাটি এবং গিরিফল ব্যবহৃত হয়।

১৫) কোন তিথিতে কৃষিজীবীরা কীভাবে তাদের গৃহসজ্জা করে তা লেখো।

উঃ কার্তিক মাসের অমাবস্যা তিথিতে বা কালীপূজার সময় কৃষিজীবীরা তাদের ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলে। তারা তাদের ঘরবাড়ি মেরামত করে লেপাপোছা করে। পরিষ্কার গৃহাঙ্গনে দরজা, উঠান, গোহাল, ধানের গোলা এবং মূল বাসগৃহকে বিচিত্র বর্ণের আল্পনার মাধ্যমে সাজিয়ে তোলে সুন্দর করে।

১৬) কোন কোন জাতির দেয়াল চিত্রের সাধারণ লক্ষণ পদ্ম ?

উঃ ভূমিজ, কুর্মি বা অন্যান্য জাতির আদিবাসীরা দেয়াল চিত্রের সাধারণ লক্ষণ হিসাবে পদ্মকে ব্যবহার করে।

১৭) দুধেমাটির ওপর কীভাবে চিত্রণ করা হয় ?

উঃ সাদা বেলেমাটিকে আমরা দুধেমাটি বলে থাকি। অত্যন্ত মসৃণভাবে লেপাপোছা করা দেয়ালে বেলেমাটির ভিজে প্রলেপ লাগানো হয়। তার উপর হাতের আঙুলের ডগা ব্যবহার করে দাগ টেনে চিত্রণ করা হয়ে থাকে।

১৮) মোরগঝুঁটির চালচিত্রে আর কী কী নকশা থাকে ?

উঃ মোরগঝুঁটির চালচিত্রকে মাঝখানে রেখে তার ধারে ধারে সার দিয়ে সূর্য, পদ্ম, ইস্কাবন, হরতন, সাধারণ লতাপাতা, পাখি, ময়ূর ইত্যাদির নকশা আঁকা হয়। 

মাটির ঘরে দেয়ালচিত্র গল্প থেকে MCQ প্রশ্নের MOCK TEST প্রদান করতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে 

click here

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock

You cannot copy content of this page

Need Help?