চিত্রগ্রীব গল্পের প্রশ্ন উত্তর
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ শ্রেণি বাংলা চিত্রগ্রীব গল্পের প্রশ্ন উত্তর প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই চিত্রগ্রীব গল্পের প্রশ্ন উত্তর সমাধান করে তাদের পাঠ্য গল্পটি সম্পর্কে বিষদ তথ্য লাভ করতে পারবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
চিত্রগ্রীব গল্পের প্রশ্ন উত্তরঃ
১) ধনগোপাল মুখোপাধ্যায়ের কোন বইয়ের চিত্ররূপ তুমি পড়লে ?
উঃ ধনগোপাল মুখোপাধ্যায়ের লেখা Gay Neck, অনুবাদে যার নাম চিত্রগ্রীব— সেই গ্রন্থের চিত্ররূপ আমরা পড়লাম।
২) তাঁর লেখা অন্য আর একটি বইয়ের নাম লেখো।
উঃ ধনগোপাল মুখোপাধ্যায়ের লেখা অন্য আর-একটি বইয়ের নাম ‘Kari: The Elephant ‘।
৩) জন্মের কত সপ্তাহ বাদে চিত্রগ্রীব জল পান করা শুরু করে ?
উঃ জন্মের পাঁচ সপ্তাহ বাদে চিত্রগ্রীব জল পান করা শুর করে।
৪) ‘চিত্রগ্রীব’ কাহিনিতে কাকে ‘কুঁড়ের সর্দার’ বলা হয়েছে ?
উঃ ‘চিত্রগ্রীব’ রচনায় চিত্রগ্রীবকে তার বাবা ‘কুঁড়ে সর্দার’ বলেছে।
৫) কার বাবা ‘এক গেরোবাজ’ ছিল ?
উঃ চিত্রগ্রীব নামের এক পায়রার বাবা ছিল গেরোবাজ।
৬) চিত্রগ্রীবের মায়ের জন্ম কোন্ বংশে ?
উঃ চিত্রগ্রীবের মায়ের জন্ম ‘হরকরা’ বংশে।
৭) কথকের বন্ধু হাতিটির কী নাম ছিল ?
উঃ কথকের বন্ধু হাতিটির নাম ছিল ‘করী’।
৮) কাকে ‘গাম্ভীর্যের অবতার’ বলা হয়েছে ?
উঃ চিত্রগ্রীবকে গাম্ভীর্যের অবতার’ বলা হয়েছে।
৯) কে চিত্রগ্রীবকে ওড়া শেখায় ?
উঃ চিত্রগ্রীবের বাবা তাকে ওড়া শেখায়।
১০) “আমরা এখনও বুঝি না কীরকম সেই বেতার খবর”— “বেতার খবর বলতে কীসের কথা বোঝানো হয়েছে? কে কীভাবে সেই খবর বুঝতে পারেন ?
উঃ ‘বেতার খবর’ বলতে তারবিহীন খবর বোঝায়। ডিমের মধ্যেকার কুসুম কখন পাখির ছানায় পরিণত হয়েছে- এই তথ্যটি আমরা কেউই জানতে পারি না। একেই লেখক বলেছেন ‘বেতার খবর’।
চিত্রগ্রীবের মা সেই সংবাদ পান, তার কারণ তিনি স্বাভাবিক প্রবণতার ফলে বুঝতে পেরেছিলেন কখন ডিম ফুটে বাচ্চা বেরোনোর সময় উপস্থিত। ধারালো ঠোঁট দিয়ে ডিমের খোলার ঠিক জায়গামতো নির্দিষ্ট সময়ে তিনি ঠোকর দিয়েছিলেন এবং এর ফলে ছানা বেরিয়ে এসেছিল।
১১) চিত্রগ্রীবের চারটি বৈশিষ্ট্য খুঁজে লেখো।
উঃ চিত্রগ্রীবের চারটি বৈশিষ্ট্য হলো-
ক) চিত্রগ্রীব অত্যন্ত দুরন্ত ও ছটফটে স্বভাবের পায়রা
খ) সে নিজের চেষ্টায় জল পান করে এবং শিকার ধরা শুরু করে।
গ) চঞ্চল স্বভাবের হলেও কাজের বেলায় তাকে আলস্য পেয়ে বসে।
ঘ) চিত্রগ্রীবের চরিত্রের আরেকটি বিশেষত্ব হল তার গাম্ভীর্য। সে স্বভাবে গম্ভীর প্রকৃতির পায়রাছানা ।
১২) চিত্রগ্রীব নামক ছবিতে গল্পটি পড়া চিত্রগ্রীবের বাবা-মায়ের আচরণ তোমার কেমন লাগল কয়েকটি বাক্যে লেখো।
উঃ চিত্রগ্রীব নামক ছবিতে গল্পটি আমাদের খুব ভালো লাগল এবং আমরা চিত্রগ্রীবের বাবা-মায়ের সম্বন্ধে অনেক কথা জানতে পারলাম। প্রত্যেক পিতামাতাই সন্তানের প্রতি স্নেহশীল থাকেন। চিত্রগ্রীবের বাবা-মাও তার ব্যতিক্রম নন। তারাও চিত্রগ্রীবের প্রতি অত্যন্ত স্নেহশীল ছিলেন। শিশুকালে যখন অত্যন্ত ছোটো ছিল তখন তাকে খাওয়ানো এবং নিয়ম করে উড়তে শেখানোর মাধ্যমে আমরা চিত্রগ্রীবের বাবা-মায়ের সন্তান বাৎসল্যের পরিচয় লাভ করি।
চিত্রগ্রীব গল্প থেকে MCQ প্রশ্নের MOCK TEST প্রদান করতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ