রাস্তায় ক্রিকেট খেলা প্রশ্ন উত্তর

রাস্তায় ক্রিকেট খেলা প্রশ্ন উত্তর

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাংলা রাস্তায় ক্রিকেট খেলা প্রশ্ন উত্তর প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই রাস্তায় ক্রিকেট খেলা প্রশ্ন উত্তর অনুশীলনের মধ্য দিয়ে তাদের পাঠ্য গল্পটি সম্পর্কে বিষদ ধারণা লাভ করতে পারবে। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন। 

রাস্তায় ক্রিকেট খেলা প্রশ্ন উত্তরঃ 

ক) সঠিক উত্তর নির্ণয়ঃ 

১) বর্ষাকালে এমনই ছিল (মেয়ারো/ব্রাজিল/ ত্রিনিদাদ) 

উঃ মেয়ারো। 

২) নেবুর পাতায় করমচা/হে বৃষ্টি (ইতালিতে / লন্ডনে/স্পেনে) যা।

উঃ স্পেনে। 

৩) (ধুত্তোর/নিকুচি/ভাল্লাগেনা) মনে মনে বললাম।  

উঃ নিকুচি। 

৪) ভেতরে ভেতরে (গুমোট/দুর্যোগপূর্ণ/হিংস্র) আবহাওয়াকে আমি ভয় পেতাম।

উঃ হিংস্র আবহাওয়াকে। 

৫) অ্যামি ডাকে (হেড/টেল)।

উঃ টেল। 

খ) কার্য-কারণ সম্পর্ক অনুযায়ী বাক্য গঠনঃ 

১) বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ মিলত অল্পই।

উঃ যেহেতু বর্ষাকালে বৃষ্টি হত, তাই রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ কম মিলত।

২) ওরা চেঁচাতে লাগল ‘নেবুর পাতায় করমচা/হে বৃষ্টি, স্পেনে যা’।  

উঃ রাস্তায় ক্রিকেট খেলতে যত আনন্দ করবেন। 

৩) ভেতরে ভেতরে হিংস্র আবহাওয়াকে আমি ভয় পেতাম।

উঃ বৃষ্টি, বাজ, বিদ্যুতের শব্দ, ঝোড়ো হাওয়া ইত্যাদি আবহাওয়া হিংস্র হত। আমি ভেতরে ভেতরে ভয় পেতাম। 

৪) লজ্জিত হয়ে মাটির দিকে তাকাই।

উঃ অনেকদিন বন্ধু বিচ্ছেদের পর ভার্ন আর অ্যামির সঙ্গে সেলোর দেখা হয়,তারা তাকে ডাকে, সেলো লজ্জিত হয়। মাটির দিকে তাকায়। 

গ) প্রশ্ন তৈরিঃ 

১) রাস্তায় ক্রিকেট খেলতে ওদের যত আনন্দ, ঝমঝম বৃষ্টিতেও যেন তত।

উঃ ওরা রাস্তায় ক্রিকেট খেলার মতো আনন্দ আর কীসে পায় ? 

২) ভার্ন আলসের তলায় আশ্রয় নিয়েছিল।

উঃ ভার্ন কোথায় আশ্রয় নিয়েছিল ? 

৩) আবার কী ভয়ংকর বজ্রপাতের শব্দে আকাশ কেঁপে উঠল। 

উঃ আবার কীসের শব্দে আকাশ কেঁপে উঠল ? 

৪) দৌড়ে যাই যেখানে ভার্নের ব্যাট আর বল রেখেছিলাম। 

উঃ কোথায় দৌড়ে যাই ?

৫) আমি অনেকবার ঠিক করেছি সাহসী হব, কিন্তু যখনই বাজ পড়ত অমনি ছিটকে ঢুকতাম খাটের তলায়।

উঃ ছেলেটি কী ঠিক করেছিল? সে কোথায় গিয়ে ঢুকত ? 

ঘ) উদ্ধৃতি চিহ্ন পরিহারঃ 

১) ‘আমি দু নম্বর ব্যাট,’ ভার্ন বলে।

উঃ ভার্ন বলে যে, তার দু-নম্বরে ব্যাট করার কথা। 

২) সে বলে সেলো, ব্যাট আর বল কোথায় ? 

উঃ সে সেলোর কাছে জানতে চায় তার ব্যাট আর বল কোথায় আছে। 

৩) ‘ভার্ন’ সে চেঁচিয়ে ডাকে ‘এই ভার্ন দ্যাখ, সেলো’।  

উঃ সে চেঁচিয়ে ভার্নকে ডেকে সেলোকে দেখায়। 

ঙ) কোনটি কোন দেশের মুদ্রাঃ 

উঃ

পেনি- ওয়েস্ট ইন্ডিজ

ডলার- আমেরিকা

পেসো- স্পেন

বল=রাশিয়া

 টাকা- ভারত/বাংলাদেশ

চ) নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাওঃ 

১) তোমার রাজ্যের কোন্ দিকে সমুদ্র রয়েছে ? 

উঃ আমার রাজ্যের দক্ষিণ দিকে সমুদ্র রয়েছে। 

২) খেলাধুলা নিয়ে লেখা তোমার পড়া বা শোনা একটি গল্পের নাম লেখো।

উঃ মতি নন্দীর লেখা ‘স্টপার’। 

৩) ঘরের ভিতরের ও বাইরের দুটি খেলার নাম লেখো। 

উঃ ঘরের ভিতরের খেলা লুড়ো,ক্যারাম। ঘরের বাইরের খেলা ফুটবল, ক্রিকেট।

৪) তোমার রাজ্যের একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড়ের নাম লেখো।

উঃ সৌরভ গাঙ্গুলী। 

৫) তোমার জানা ঋতু বিষয়ক যে-কোনো একটি ছড়ার প্রথম পঙ্ক্তি লেখো।

উঃ ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এল বান’। 

ছ) দু-একটি বাক্যে উত্তরঃ 

১) মাঠের খেলাধুলার সঙ্গে রাস্তার খেলাধুলার ফারাকগুলি লেখো। 

উঃ মাঠের খেলাধুলার জায়গা অনেক বেশি, রাস্তায় জায়গা কম। মাঠে পড়ে গেলে চোট লাগবে কম, রাস্তায় পাথর থাকায় চোট লাগবে বেশি।

২) সমুদ্রের ধারে ঝড় কীভাবে ভয়ংকর হয়ে ওঠে ? 

উঃ সমুদ্রের ধারে হাওয়া বাধাপ্রাপ্ত হয় না। তাই ঝড়ের বেগ ক্রমশ বেড়ে ওঠে। সমুদ্র হুংকার দেয়, বাতাসের তেজ আর মেঘের গর্জন চরমে ওঠে।

৩) গল্পে মোট ক-টি কিশোর চরিত্রের সন্ধান পেলে? গল্পের একমাত্র বয়স্ক চরিত্রটি কে ? 

উঃ গল্পে মোট তিনটি কিশোর চরিত্র রয়েছে। গল্পের একমাত্র বয়স্ক চরিত্র হলেন ভার্নের মা।

৪) সেলো ভার্নের ব্যাটবল কেন ও কোথায় ছুড়ে ফেলে দিয়েছিল ?   

উঃ সেলো প্রথমে ব্যাট করতে চেয়ে টসে হেরে গিয়েছিল তাই সে রাগে ও বেদনায় ভার্নের বল ও ব্যাট বাড়ির পেছনের ঝোপে ছুঁড়ে ফেলে দিয়েছিল। 

৫) তাদের বিবাদ কীভাবে মিটে গেল ? 

উঃ নতুন বছরে তাদের সেলো, ভার্ন আর অ্যামির আবার দেখা হল। তখন ভার্ন তার নতুন ব্যাট দিয়ে সেলো প্রথম ব্যাট করতে দিল। এভাবেই তাদের বিবাদ মিটে গিয়েছিল। 

৬) ‘রাস্তায় ক্রিকেট খেলা’ গল্পটি পড়ে কোন্ কোন্ অনুসঙ্গে মনে হল গল্পটি বিদেশি গল্প ?

উঃ লেখক ও কিশোর চরিত্রগুলির নাম, তাদের শহরের নাম এবং তাদের মুদ্রার নাম পড়ে; এছাড়াও গল্পের পটভূমি বিশ্লেষণ করে গল্পটি বিদেশি বলে বোঝা যায়। 

রাস্তায় ক্রিকেট খেলা গল্প থেকে MCQ প্রশ্নের MOCK TEST প্রদান করতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে 

click here

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO

You cannot copy content of this page

Need Help?