ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর- মাইকেল মধুসূদন দত্ত ।। একাদশ শ্রেণি বাংলা

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর- মাইকেল মধুসূদন দত্ত ।। একাদশ শ্রেণি বাংলা

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর- মাইকেল মধুসূদন দত্ত ।। একাদশ শ্রেণি বাংলা কবিতাটি প্রদান করা হলো। একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর- মাইকেল মধুসূদন দত্ত ।। একাদশ শ্রেণি বাংলা কবিতাটি পাঠ করে নিম্নে দেওয়া কবিতার প্রশ্নের উত্তরগুলি তৈরি করবে।

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর- মাইকেল মধুসূদন দত্ত ।। একাদশ শ্রেণি বাংলাঃ 

বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে।
করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে,
দীন যে, দীনের বন্ধু !– উজ্জল জগতে
হেমাদ্রির হেম-কান্তি অম্লান কিরণে।
কিন্তু ভাগ্য-বলে পেয়ে সে মহা পর্বতে,
যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে,
সেই জানে কত গুণ ধরে কত মতে
গিরীশ। কি সেবা তার সে সুখ সদনে !
দানে বারি নদীরূপ বিমলা কিঙ্করী।
যোগায় অমৃত ফল পরম আদরে
দীর্ঘ-শিরঃ তরু-দল, দাসরূপ ধরি।
পরিমলে ফুল-কুল দশ দিশ ভরে,
দিবসে শীতল শ্বাসী ছায়া, বনেশ্বরী,
নিশায় সুশান্ত নিদ্রা, ক্লান্তি দূর করে।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার প্রশ্নের উত্তরঃ 

১) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার বিষয়বস্তু 

২) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার MCQ প্রশ্নের উত্তর 

৩) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর MCQ TEST 1 

একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

You cannot copy content of this page

Need Help?