সাম্যবাদী কবিতার MCQ প্রশ্নের উত্তর
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য সাম্যবাদী কবিতার MCQ প্রশ্নের উত্তর প্রদান করা হলো। একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই সাম্যবাদী কবিতার MCQ প্রশ্নের উত্তর পাঠ করে নিম্নে দেওয়া কবিতার প্রশ্নের উত্তরগুলি তৈরি করবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
সাম্যবাদী কবিতার MCQ প্রশ্নের উত্তরঃ
১) এই কন্দরে বসে কোরানের সাম্য-গান গেয়েছেন- আরব-দুলাল
২) যে মুনি রাজ্য ত্যাগ করলেন- শাক্যমুনি
৩) বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষকে বলা হয়- যুগাবতার
৪) মহাবীর প্রতিষ্ঠিত জাতি হলো- ফরাসি
৫) সাঁওতাল, ভীল, গারোদের বলা হয়- ক্ষুদ্র নৃগোষ্ঠী
৬) যুগাবতার বলতে বোঝায়- বিভিন্ন যুগের মনীষীগণ
৭) ত্রিপিটক যাদের ধর্মগ্রন্থ- বৌদ্ধদের
৮) ‘চক্রবাক’ কাব্যটি লিখেছেন- কাজী নজরুল ইসলাম
৯) কবি লেটো গানের দলের জন্য রচনা করেন- পালাগান
১০) এই মাঠে বসে খোদার মিতা হলেন- নবিরা
১১) চার্বাক মুনি ছিলেন- দার্শনিক
১২) বাঁশির কিশোর মহাগীতা গাইলেন- রণভূমে
১৩) মহাগীতা গাইলেন- রাখাল বালক
১৪) সাম্যের গান বলতে বোঝানো হয়েছে- সমতার গান
১৫) ‘জেন্দা’ একটি- ভাষা
১৬) মৃত পুঁথি-কঙ্কাল কথাটি দ্বারা বোঝানো হয়েছে- পুরনো ধ্যান-ধারণা
১৭) নজরুল সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠেন- লেটোর দলে যোগ দেয়ার পর
১৮) প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়- ১৯১৪ সালে
১৯) ১৯২০ সালে বাঙালি পল্টন ভেঙে দিলে নজরুল আসেন- কলকাতায়
২০) ‘বিদ্রোহী’ কবিতা যে পত্রিকায় প্রকাশিত হয়- সাপ্তাহিক বিজলী
২১) কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন- ১৮৯৯ খ্রিস্টাব্দে
২২) ১৯৬০ সালে নজরুল যে সম্মাননায় ভূষিত হন- পদ্মভূষণ
২৩) নজরুল এক বছর শিক্ষকতা করেন- গ্রামের মক্তবে
২৪) নজরুল কলকাতায় এসে- সাহিত্যচর্চায় মন দেন
২৫) ‘বিদ্রোহী’ কবিতাটি প্রকাশের পর নজরুল পরিচিতি লাভ করেন- বিদ্রোহী কবি নামে
২৬) বাঙালি পল্টনে নজরুল যোগ দিয়েছিলেন- সৈনিক
২৭) শাক্যমুনি রাজ্য ত্যাগ করলেন- বেদনার ডাক শুনে
২৮) নীলাচলের ক্ষেত্রে যা প্রযোজ্য- জগন্নাথক্ষেত্র
২৯) পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থের নাম- আবেস্তা
৩০) বাঁশির কিশোর হলেন- শ্রীকৃষ্ণ
৩১) হিন্দু-মুসলিম-খ্রিস্টান এক হয়ে গেছে- সাম্যের স্থানে
৩২) মানবের মহা-বেদনার ডাক শুনে রাজ্য ত্যাগ করেন- শাক্যমুনি
৩৩) যার চেয়ে বড় মন্দির-কাবা নাই- হৃদয়ের
৩৪) ‘সাম্যবাদী’ কবিতা অনুসারে তাজা ফুল ফোটে- পথে
৩৫) নিজ প্রাণ খুলে দেখলে পাওয়া যাবে- সকল শাস্ত্র
৩৬) ‘হাসিছেন তিনি অমৃত-হিয়ার নিভৃত অন্তরালে!’- মানুষ পুঁথির কঙ্কালে দেবতার সন্ধান করছে বলে
৩৭) অমৃত-হিয়ার নিভৃত অন্তরালে হাসেন- দেবতা-ঠাকুর
৩৮) ঈসা, মুসা যেখানে বসে সত্যের পরিচয় পেলেন- হৃদয়ে
৩৯) যেখানে এসে সকল রাজমুকুট লুটিয়ে পড়ে- হৃদয়ে
৪০) সাম্যবাদী কবিতাটি যে ছন্দে লেখা- মাত্রাবৃত্ত
৪১) জরথুস্ট্রপন্থী যে জাতির কথা কবিতায় জানা যায়- পার্সি
৪২) চিনের যে ধর্মগুরুর কথা কবিতায় জানা যায়- কনফুসিয়াস
৪৩) জরথুস্ট্র প্রণিত পারসিকদের ধর্মগ্রন্থ হল- জেন্দাবেস্তা
৪৪) শিখদের ধর্মগ্রন্থের নাম- গ্রন্থসাহেব
৪৫) সব শাস্ত্রের জ্ঞানের কথার খোঁজ পাওয়া যাবে- নিজের প্রাণে
৪৬) মানুষ দেবতা-ঠাকুরকে খোঁজে- মৃত-পুঁথি কঙ্কালে
৪৭) ‘মৃত-পুঁথি-কঙ্কাল’ বলতে বোঝানো হয়েছে- পুরোনো ধ্যানধারণা
৪৮) কবিতা অনুসারে মহা-গীতা গাইছেন- বাঁশির কিশোর
৪৯) মাঠে বসে খোদার মিতা হল- নবিরা
৫০) সবচেয়ে বড় মন্দির-কাবা হল- মানব হৃদয়
৫১) কবিতায় ‘সাম্য’ বলতে বোঝানো হয়েছে- সমতার কথা
৫২) বৌদ্ধধর্মের প্রবক্তা- গৌতম বুদ্ধ
৫৩) পার্সি ধর্মের প্রবক্তা- জরথুস্ট্র
৫৪) ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ধরমগ্রন্থ হল- কোরান
৫৫) বুদ্ধদেব যে স্থানে সিদ্ধিলাভ করেছিলেন- বুদ্ধ-গয়া
৫৬) কবিতায় ‘আরব দুলাল’ বলতে বোঝানো হয়েছে- হজরত মহম্মদকে
৫৭) কবিতায় কবি যেমন সমাজের স্বপ্ন দেখেছেন- জাতি-ধর্ম-বর্ণের বৈষম্যহীন
৫৮) ‘সাম্যবাদী’ কবিতায় মোট পংক্তি সংখ্যা- ৩২
৫৯) ‘সাম্যবাদী’ কবিতায় অসম্পূর্ণ চরণ সংখ্যা- ৫
৬০) কবিতায় পথে যা ফুঁটে উঠেছে- তাজা ফুল
৬১) আরো MCQ প্রশ্নের উত্তর দেখতে এই লেখাতে ক্লিক/টাচ করতে হবে
সাম্যবাদী কবিতার প্রস্তুতি যাচাই করতে এই MCQ TEST -টি প্রদান করো
নিম্নের নোটগুলি শুধুমাত্র শিক্ষালয় ওয়েবসাইটের সাবস্ক্রাইবারদের জন্যঃ
সাম্যবাদী কবিতা MCQ প্রশ্ন-উত্তর সেট ১
উত্তর দেখতে এখানে ক্লিক/টাচ করতে হবে
সাম্যবাদী কবিতা MCQ প্রশ্ন-উত্তর সেট ২
উত্তর দেখতে এখানে ক্লিক/টাচ করতে হবে
…… আরো নোট এখানে প্রদান করা হবে। সব নোট দেখতে সাবস্ক্রাইব করো শিক্ষালয় ওয়েবসাইট। আর সব আপডেট লাভ করতে নিয়মিত ভিজিট করো শিক্ষালয় ওয়েবসাইট।
সাম্যবাদী কবিতা ও তার আলোচনা পড়তে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি ইংরাজি প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি ইতিহাস প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি ভূগোল প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ