নুন কবিতার SAQ প্রশ্নের উত্তর
একাদশ শ্রেণি বাংলা সেমিষ্টার ২ এর অন্তর্গত নুন কবিতার SAQ প্রশ্নের উত্তর এখানে শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে প্রদান করা হলো। একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই নুন কবিতার SAQ প্রশ্নের উত্তর পাঠ করে সেমিষ্টার ২ পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুত করতে পারবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
নুন কবিতার SAQ প্রশ্নের উত্তরঃ
১) ‘নুন’ কবিতায় আমরা কারা?
♣ ‘আমরা’ বলতে কবিতায় নিম্নমধ্যবিত্ত শ্রেণির মানুষদের বোঝানো হয়েছে।
২) ‘নুন’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
♣ ভুতুমভগবান
৩) “আমাদের দিন চলে যায় সাধারণ ভাতকাপড়ে”- সাধারণ ভাতকাপরে দিন চলে যাওয়ার কারণ কী?
♣ সাধারণ নিম্নবিত্ত শ্রেণির মানুষ অল্পেতেই খুশি বলে প্রশ্নোক্ত মন্তব্যটি করা হয়েছে।
৪) “রাত্তিরে দু-ভাই মিলে টান দিই গঞ্জিকাতে”- এই মন্তব্যের কারণ কী?
♣ অভাব ও অপ্রাপ্তিকে সাধারণ মানুষ নেশার ঘোরে ভুলে থাকতে নেশাচ্ছন্ন হয়ে থাকে বলে প্রশ্নোক্ত মন্তব্যটি করা হয়েছে।
৫) ‘নুন’ কবিতায় দুই ভাই বলতে কাদের বোঝানো হয়েছে?
♣ কবিতায় দুই ভাই বলতে বাবা ও ছেলেকে বোঝানো হয়েছে।
৬) “সব দিন হয় না বাজার”- সবদিন বাজার না হওয়ার কারণ কী?
♣ চরম দারিদ্রতার কারণে তাদের প্রতিদিন বাজার করার সামর্থ থাকে না।
৭) কবিতায় ‘গোলাপচারা’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
♣ শৌখিনতা বোঝানোর জন্য কবিতায় ‘গোলাপচারা’ শব্দটি ব্যবহৃত হয়েছে।
৮) “কিন্তু পুঁতবো কোথায়”- এই মন্তব্যের কারণ কী?
♣ মাথা গোঁজার মতো সামান্য স্থান ছাড়া সাধারণ মানুষদের আর কোনো অতিরিক্ত স্থান নেই বলে তারা সখে কেনা গোলাপচারা পোঁতার স্থান পায় নি।
৯) “ফুল কী হবেই তাতে?”- কথকের মনে এই সংশয় কেনো?
♣ অভাব-অনটনে পরিপূর্ণ জীবনে নিতান্ত সখের বশে কিনে আনা গোলাপচারা যদি তারা পুঁতেও ফেলে, কিন্তু যথার্থ পরিচর্যার অভাবে তাতে ফুল হবে কিনা সেই সংশয়ই প্রশ্নোক্ত অংশে প্রকাশিত হয়েছে।
১০) “খেতে বসে রাগ চড়ে যায়”- রাগ চড়ার কারণ কী?
♣ সারাদিনের পরিশ্রমের পরে যখন তারা রাতে খেতে বসে ঠান্ডা ভাতে সামান্য নুনটুকুও পায় না, তখন তাদের রাগ চরে যায়।
১১) “রাগ চড়ে মাথায় আমার”- কেন মাথায় রাগ চড়ে?
♣ সহ্যশক্তির সীমা লঙ্ঘিত হলে তাদের মাথায় রাগ চড়ে।
১২) “রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি”- মাথায় রাগ চড়লে কী ঘটনা ঘটে?
♣ মাথায় রাগ চড়লে বাব-ব্যাটা দুই ভাইয়ের মতো সারাপাড়া মাথায় করে।
১৩) “বাপব্যাটা দু-ভাই মিলে সারাপাড়া মাথায় করি”- এর অর্থ কী?
♣ ঠান্ডা ভাতে সামান্য নুনটুকুও না পেয়ে তারা যে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাকেই প্রশ্নোক্ত অংশে নির্দেশ করা হয়েছে।
১৪) “করি তো কার তাতে কী?”- মন্তব্যের কারণ কী?
♣ নিম্নবিত্ত মানুষদের নিদারুণ অসহায়তা সমাজের উচ্চশ্রেণিকে বিন্দুমাত্র প্রভাবিত করে না, একথাই উদ্ধৃত অংশে বোঝানো হয়েছে।
১৫) “আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক”- কাদের প্রতি এই আবেদন জানানো হয়েছে?
♣ সমাজের উচ্চশ্রেণির মানুষের কাছে এই আবেদন জানানো হয়েছে।
নিম্নে প্রদান করা উত্তরগুলি শুধুমাত্র শিক্ষালয় ওয়েবসাইটের সাবস্ক্রাইবারদের জন্যঃ
নুন কবিতার SAQ প্রশ্ন-উত্তর সেট ১
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
….. এখানে আরো প্রশ্নের উত্তর প্রদান করা হবে। সব প্রশ্নের উত্তর দেখতে সাবস্ক্রাইব করতে হবে শিক্ষালয় ওয়েবসাইট। আর শিক্ষালয়ের সব আপডেট লাভ করতে নিয়মিত ভিজিট করতে হবে শিক্ষালয় ওয়েবসাইট।
নুন কবিতার আলোচনা ও প্রশ্নের উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
একাদশ শ্রেণি বাংলা সেমিষ্টার ১ এর বাংলা পড়া ও নোট দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ