বিড়াল প্রবন্ধ MCQ

বিড়াল প্রবন্ধ MCQ

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিড়াল প্রবন্ধ MCQ প্রশ্নের উত্তর প্রদান করা হলো। একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই বিড়াল প্রবন্ধ MCQ প্রশ্নের উত্তর পাঠ করে তাদের পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে পারবে।

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন। 

বিড়াল প্রবন্ধ MCQ: 

১) সরিষাভোর শব্দটি যে হিসেবে ব্যবহার করা হয়েছে- উপমা

২) বিড়াল রচনার মঙ্গলা কার নাম- গাভীর

৩) পরম ধর্মের ফলভোগী হল- কমলাকান্ত

৪) কমলাকান্তের হাতের যষ্টিটি ছিল- ভগ্ন

৫) অপরিমিত লোভ ভাল নহে-উক্তিটি- মার্জারের

৬) বঙ্গিমচন্দ্রের চট্রোপাধ্যায়ের বিড়াল যে ধরনের রচনা- হাস্যরসাত্মক ও ব্যঙ্গধর্মী

৭) বিড়াল ও কমলাকান্তের মধ্যে যে ধরনের কথা চলছিল- কাল্পনিক

৮) যাকে বোঝানো কখনোই সম্ভব নয়- বিচারককে

৯) বিড়ালের চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে যেটি সঠিক- প্রতিবাদী

১০) বিড়াল যখন দুগ্ধ পান করিতেছে, তখন লেখক যাহা করিতেছিলেন- বিড়ালকে তাড়াচ্ছিলেন

১১) ”কেহ মরে বিল ছেচে, কেহ খায় কই”-এখানে যে দুটি চরিত্রকে ঈঙ্গিত করা হয়েছে- লেখক ও প্রসন্ন

১২) লেখক যে কারণে বিড়ালের ওপর রাগ করিতে পারেন না?- উভয়ের অধিকার নেই বলে

১৩) লেখক মার্জারের বক্তব্যসকল যেভাবে বুঝিতে পারিলেন- ঈশ্বরের কৃপায়

১৪) অধর্ম যার- কৃপন ধনীর

১৫) তেলা মাথায় তেল দেওয়া- মনুষ্য জাতির রোগ

১৬) কমলাকান্তের দপ্তর রচনাটি যতটি অংশে বিভক্ত- ৩ 

১৭) বিড়ালের বক্তব্যে কোন ধরনের মতবাদের ইঙ্গিত পাওয়া যায়- সমাজতন্ত্র

১৮) লাঙ্গুল শব্দের অর্থ- লেজ

১৯) বিড়াল রচনাটি কোন গ্রন্থের- কমলাকান্তের দপ্তর 

২০) বিড়াল-প্রবন্ধে পতিত আত্মা হল- মার্জার

২১) বিড়াল গল্পে যে ধরনের বৈষম্য ফুটে উঠেছে- শোষক-শোষিতের

২২) বিজ্ঞ লোকের মতে কখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করতে হয়?- বিচার পরাস্ত হলে

২৩) লেখক বিড়ালকে যে গ্রন্থ পড়ার পরামর্শ দেননি- সাম্য

২৪) মার্জারী সুন্দরী অর্থ হল- স্ত্রী বিড়াল

২৫) কস্মিনকালে শব্দের অর্থ হল- কোনো সময়ে

২৬) সুবিচারক এবং সুতার্কিক শব্দদ্বয়ে সু উপসর্গটি যে অর্থে ব্যবহৃত হয়েছে- উত্তম

২৭) যখন বিচারে পরাস্ত হইবে. তখন গম্ভীর ভাবে উপদেশ প্রদান করিবে। বক্তটি- মিশ্র

২৮) আমি যদি খাইতে না পাইলাম, তবে সমাজের উন্নতি লইয়া কী করিব?-বিড়াল প্রবন্ধে এ উক্তিতে প্রকাশ পেয়েছে- যুক্তিনিষ্ঠ মনোভঙ্গি

২৯) বিড়ালের চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে যা প্রযোজ্য- প্রতিবাদী

৩০) অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়-বলতে বিড়ালের প্রতি যে ধরনের আচরণের কথা বলা হয়েছে- প্রথাগত

৩১) অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়- কথাটিতে প্রকাশিত হয়েছে- ঔচিত্যবোধ

৩২) ‘এ সংসারে ক্ষীর, সর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস সকলই তোমরা খাইবে’-এখানে যাদেরকে তোমরা বলা হয়েছে-মানুষকে 

৩৩) বিড়াল প্রবেন্ধ মার্জারকে পতিত আত্মা বলার কারণ- দুর্দশাগ্রস্ত বোঝাতে

৩৪) প্রবেন্ধ খাইতে দাও-নহিলে চুরি করিব-উক্তিটির মর্মকথা- অধিকার চেতনা

৩৫) বিড়ালের কথোপকথনের মধ্য দিয়ে যে চেতনা ফুটে উঠেছে তা- সমাজতান্ত্রিক

৩৬) ‘আমি চোর বটে, কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি?’- উক্তিটি যে গদ্যের- বিড়াল 

৩৭) প্রসন্ন চরিত্রটি যে রচনায় রয়েছে- বিড়াল

৩৮) আহার প্রস্তুত না হওয়ায় কমলাকান্ত হুঁকা হাতে যা ভাবছিলেন- তিনি যদি নেপোলিয়ান হতেন

৩৯) বিড়াল যে ধরনের রচনা- রসাত্মক ও ব্যঙ্গধর্ম

৪০) সাহিত্যসম্রাট যাকে বলা হয়- বঙ্কিমচন্দ্রকে 

বিড়াল প্রবন্ধের পড়ার প্রস্তুতি যাচাই করতে নিম্নের MCQ TEST -টি প্রদান করো 

বিড়াল প্রবন্ধ MCQ TEST 1 

বিড়াল প্রবন্ধ MCQ TEST 2

নিম্নের নোটগুলি শুধুমাত্র শিক্ষালয় ওয়েবসাইটের সাবস্ক্রাইবারদের জন্যঃ 

বিড়াল প্রবন্ধ MCQ প্রশ্ন-উত্তর সেট ১

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

বিড়াল প্রবন্ধ MCQ প্রশ্ন-উত্তর সেট ২ 

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

বিড়াল প্রবন্ধ MCQ প্রশ্ন-উত্তর সেট ৩ 

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

বিড়াল প্রবন্ধ MCQ প্রশ্ন-উত্তর সেট ৪

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

…….. এখানে আরো প্রশ্নের উত্তর প্রদান করা হবে। সব নোট দেখতে শিক্ষালয় ওয়েবসাইটে সাবস্ক্রাইব করতে হবে। আর শিক্ষালয় ওয়েবসাইটের সকল আপডেট পেতে নিয়মিত ভিজিট করতে হবে শিক্ষালয় ওয়েবসাইট।

বিড়াল প্রবন্ধের আরো প্রশ্নের উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

একাদশ শ্রেণি বাংলা পড়া ও নোট দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-bengali-notes

একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

You cannot copy content of this page

Need Help?