বিড়াল প্রবন্ধ – একাদশ শ্রেণি বাংলা – MCQ প্রশ্নের উত্তর

বিড়াল প্রবন্ধ – একাদশ শ্রেণি বাংলা – MCQ প্রশ্নের উত্তর

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার থেকে বিড়াল প্রবন্ধ – একাদশ শ্রেণি বাংলা – MCQ প্রশ্নের উত্তর প্রদান করা হলো। একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের নতুন বাংলা সিলেবাস অনুসারে এখানে সেমিস্টার ১ এর জন্য বিড়াল প্রবন্ধ – একাদশ শ্রেণি বাংলা – MCQ প্রশ্নের উত্তর অনুশীলন করতে পারবে। এই বিড়াল প্রবন্ধ – একাদশ শ্রেণি বাংলা – MCQ প্রশ্নের উত্তর অনুশীলনের মধ্য দিয়ে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের বাংলা প্রথম সেমিস্টার পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। শিক্ষার্থীদের সুবিধার্থে শিক্ষালয় ওয়েবসাইটে ইতিপূর্বে প্রদান করা একাদশ শ্রেণির বাংলা গুরুত্বপূর্ণ আলোচনাগুলির লিঙ্কও নিম্নে প্রদান করা হলো। আশাকরি এই বিড়াল প্রবন্ধ – একাদশ শ্রেণি বাংলা – MCQ প্রশ্নের উত্তর আলোচনাটি একাদশ শ্রেণি বাংলা শিক্ষার্থীদের জন্য সহায়ক হয়ে উঠবে। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন। 

বিড়াল প্রবন্ধ – একাদশ শ্রেণি বাংলা – MCQ প্রশ্নের উত্তরঃ

১) বিড়াল প্রবন্ধটি যে মূল গ্রন্থের অন্তর্ভুক্ত- কমলাকান্তের দপ্তর 

২) বিড়াল প্রবন্ধটি মূল গ্রন্থের যত সংখ্যক প্রবন্ধ- ১৩ 

৩) বিড়াল প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয়েছিল যে পত্রিকায়- বঙ্গদর্শন 

৪) বিড়াল প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয়েছিল- ১২৮১ বঙ্গাব্দে 

৫) যে রচনার দ্বারা কমলাকান্তের দপ্তর প্রভাবিত- কনফেশনস্‌ অফ অ্যান ইংলিশ ওপিয়াম ইটার 

৬) বিড়াল প্রবন্ধের বক্তা- শ্রীকমলাকান্ত চক্রবর্তী 

৭) কমলাকান্ত যেখানে বসে ঝিমোচ্ছিলেন- চারপায়ীর উপরে বসে 

৮) চারপায়ীটি ছিল তার- শয়নকক্ষে 

৯) কমলাকান্তের হাতে ছিল- হুঁকা 

১০) দেওয়ালের উপর ছায়াটি নাচ্ছিল- প্রেতবৎ

১১) কমলাকান্ত যেভাবে ভাবনায় মগ্ন ছিলেন- নিমিলিতলোচনে

১২) কমলাকান্ত যা হবার কথা ভাবছিলেন- নেপোলিয়ন 

১৩) কমলাকান্ত নেপোলিয়ন হয়ে জিততে পারতেন যে যুদ্ধ- ওয়াটারলু 

১৪) ওয়াটারলুর যুদ্ধ হয়েছিল- ১৮১৫ খ্রিঃ 

১৫) ওয়েলিংটন বলতে প্রবন্ধে বোঝানো হয়েছে- ডিউক অব ওয়েলিংটন- আর্থার ওয়েলিসকে 

১৬) কমলাকান্তের কল্পনায় ওয়েলিংটন যা প্রাপ্ত হয়েছিলেন- বিড়ালত্ব 

১৭) ওয়েলিংটন কমলাকান্তের কাছে যা ভিক্ষা করতে এসেছিলেন- আফিং 

১৮) ডিউক বলেছিল- মেও

১৯) কমলাকান্তের জন্য রাখা দুধ পান করেছিল- বিড়াল 

২০) বিড়াল অতি মধুর স্বরে মেও বলেছিল,কারণ- সে দুধ পানে পরিতৃপ্ত হয়েছিল 

২১) ‘কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় _____’ – কই 

২২) ‘দুধ আমার বাপেরও নয়’- দুধ যার- মঙ্গলার 

২৩) দুধ দুইয়েছিল- প্রসন্ন 

২৪) কমলাকান্ত রাগ করতে পারেননি, কারণ- দুধে তার বিড়ালের সমান অধিকার 

২৫) বিড়াল দুধ খেলে তাকে যা করতে হবে- মেরে তাড়িয়ে দিতে হবে 

২৬) কমলাকান্তের যেরূপ আচরণ করা বিধেয়- পুরুষের ন্যায় 

২৭) কমলাকান্ত আবিষ্কার করেছিলেন- একটি ভগ্ন যষ্টি 

২৮) মার্জারী ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করে নি, কারণ- সে কমলাকান্তকে চিনত 

২৯) কমলাকান্ত যার মাধ্যমে বিড়ালের বক্তব্য বুঝতে পেরেছিলেন- দিব্যকর্ণ 

৩০) ‘আমরা কিছু পাইব না কেন?’- এখানে যা না পাওয়ার কথা বলা হয়েছে- ক্ষীর, সর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস 

৩১) বিড়াল জাতির আপত্তি নেই- মনুষ্যের খাওয়ায় 

৩২) বিড়ালের মতে ধর্ম্ম হল- পরোপকার 

৩৩) যারা চোর অপেক্ষাও অধার্মিক- বড় বড় সাধু, যারা চোরের নামে শিউরে ওঠে 

৩৪) যারা চোরের চেয়েও শতগুণে দোষী- কৃপণ ধনী 

৩৫) যা দন্ড হয় না- চুরির মূলে যে কৃপণ ধনী 

৩৬) বিড়ালকে ডেকেও যা দেওয়া হয় না- মাছের কাঁটা, পাতের ভাত 

৩৭) সকলে যা করতে রাজি হয় না- ছোটলোকের দুঃখে কাতর হতে 

৩৮) মনুষ্যজাতির রোগ হল- তেলা মাতায় তেল দেওয়া 

৩৯) ‘তবেই তাহার পুষ্টি’- যাদের পুষ্টির কথা বলা হয়েছে- গৃহমার্জারদের 

৪০) ‘সতরঞ্চ’ খেলাতি বাংলায় যে নামে পরিচিত- দাবা 

৪১) লেজ ফোলা গৃহমার্জারদের রূপের ছটা দেখে অন্যান্য অনেক মার্জার- কবি হয়ে যায় 

৪২) ধনীর কার্পণ্যের দন্ড নাই, কিন্তু দন্ড আছে- দরিদ্রের আহার সংগ্রহে

৪৩) কমলাকান্ত দূরদর্শী কারণ- সে আফিংখোর 

৪৪) দরিদ্র চোর হয়- ধনীর দোষে 

৪৫) এ পৃথিবীতে কেউই আসে নি- অনাহারে মরতে 

৪৬) মার্জারের কথাগুলি ছিল- সোশিয়ালিষ্টিক 

৪৭) মার্জারের কথাগুলি যার মূল- সমাজ বিশৃঙ্খলার 

৪৮) সোশিয়ালিষ্টিক হল- সমাজতান্ত্রিকেরা 

৪৯) সমাজের ধনবৃদ্ধির প্রকৃত অর্থ- ধনীর ধনবৃদ্ধি 

৫০) কস্মিনকালেও যাদের কেউ কিছু বোঝাতে পারে না- বিচারক বা নৈয়ায়িকদের 

৫১) নৈয়ায়িক তাদের বলা হয়, যাদের- ন্যায়শাস্ত্রে জ্ঞান আছে 

৫২) চোরকে ফাঁসি দেওয়ার আগে বিচারপতিকে থাকতে হবে- তিনদিন উপাস 

৫৩) বিড়াল কমলাকান্তকে উপাস করতে বলেছে- তিন দিবস

৫৪) কমলাকান্ত উপাস করলে যেখানে ধরা পড়বেন- নসীরামবাবুর ভান্ডারঘরে 

৫৫) বিজ্ঞ লোকের মতে বিচারে পরাস্ত হলে যা করতে হবে- গম্ভীরভাবে উপদেশ প্রদান করতে হবে 

৫৬) বিরালের সকল দুঃশ্চিন্তা পরিত্যাগ করে যাতে মন দিতে হবে- ধর্ম্মাচরণে 

৫৭) কমলাকান্ত বিড়ালকে যাদের গ্রন্থ পাঠের জন্য দিতে চেয়েছিল- নিউমান ও পার্কারের 

৫৮) কমলাকান্তের দপ্তর পড়লে যে উপকার হবার কথা বলা হয়েছে- আফিং -এর মহিমা বোঝা যাবে 

৫৯) প্রসন্ন যা দেবে বলেছে- ছানা 

৬০) কমলাকান্ত বিড়ালকে আসতে বলেছিলেন- জলযোগের সময় 

৬১) কমলাকান্ত বিড়ালকে আর যা না খাওয়ার উপদেশ দিয়েছিলেন- অন্য কারো হাঁড়ি 

৬২) মার্জ্জারটি ক্ষুধায় নিতান্ত অধীরা হলে কমলাকান্ত তাকে যা দেবেন বলেছিলেন- এক সরিষাভোর আফিং  

৬৩) ‘সরিষাভোর’ শব্দের অর্থ- একটি সরিষা সমান ক্ষুদ্র মাপের 

৬৪) মার্জ্জারের কাছে যে জিনিসের বিশেষ প্রয়োজন নেই- আফিং 

৬৫) বিড়ালটি যে কথা বিবেচনা করে দেখবে বলেছে- হাঁড়ি খাওয়ার কথা 

৬৬) হাঁড়ি খাওয়ার কথাটি বিড়াল যেভাবে বিবেচনা করে দেখবে- ক্ষুধানুসারে

৬৭) ‘পতিত আত্মা’ বলতে বোঝানো হয়েছে- সমাজের পথভ্রষ্ট অবনত ব্যক্তিদের 

৬৮) ‘আমি তখন ওয়াটারলুর মাঠে ______ ব্যস্ত’- ব্যূহ-রচনায় 

৬৯) ‘আমাদের ________ দেখিয়া ঘৃণা করিও না’- কালো চামড়া 

৭০) ‘চোর দোষী বটে, কিন্তু ____________ তদপেক্ষা শত গুণে দোষী’- কৃপণ ধনী  

বিড়াল প্রবন্ধের পড়ার প্রস্তুতি যাচাই করতে নিম্নের MCQ TEST -টি প্রদান করো 

বিড়াল প্রবন্ধ MCQ TEST 1 

বিড়াল প্রবন্ধ MCQ TEST 2

নিম্নের নোটগুলি শুধুমাত্র শিক্ষালয় ওয়েবসাইটের সাবস্ক্রাইবারদের জন্যঃ 

বিড়াল প্রবন্ধ MCQ প্রশ্ন-উত্তর সেট ১

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

বিড়াল প্রবন্ধ MCQ প্রশ্ন-উত্তর সেট ২ 

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

বিড়াল প্রবন্ধ MCQ প্রশ্ন-উত্তর সেট ৩ 

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

বিড়াল প্রবন্ধ MCQ প্রশ্ন-উত্তর সেট ৪

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

…….. এখানে আরো প্রশ্নের উত্তর প্রদান করা হবে। সব নোট দেখতে শিক্ষালয় ওয়েবসাইটে সাবস্ক্রাইব করতে হবে। আর শিক্ষালয় ওয়েবসাইটের সকল আপডেট পেতে নিয়মিত ভিজিট করতে হবে শিক্ষালয় ওয়েবসাইট।

বিড়াল প্রবন্ধের আরো প্রশ্নের উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

একাদশ শ্রেণি বাংলা পড়া ও নোট দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-bengali-notes

একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

You cannot copy content of this page

Need Help?