ধ্বনি ও ধ্বনি পরিবর্তন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ।। নবম শ্রেণি বাংলা ব্যাকরণ
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণের প্রথম অধ্যায় ধনি ও ধ্বনি পরিবর্তন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এই ধ্বনি ও ধ্বনি পরিবর্তন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ।। নবম শ্রেণি বাংলা ব্যাকরণ পেজে প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলি সমাধান করলে তাদের আসন্ন ইউনিট টেষ্ট পরীক্ষায় বাংলা ব্যাকরণ থেকে খুব সহজেই ভালো নম্বর পেতে পারবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
ধ্বনি ও ধ্বনি পরিবর্তন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ।। নবম শ্রেণি বাংলা ব্যাকরণঃ
১) বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি ও কী কী?
২) সন্ধ্যাক্ষর কাকে বলে?
৩) সম্মুখ স্বরধ্বনি কাকে বলে? উদাহরণ দাও।
৪) কেন্দ্রীয় স্বরধ্বনির উদাহরণ দাও।
৫) উচ্চ স্বরধ্বনি কাকে বলে? উদাহরণ দাও।
৬) নিম্ন-মধ্য স্বরধ্বনি কাকে বলে? উদাহরণ দাও।
৭) কুঞ্চিত ও প্রসারিত স্বরধ্বনি কাকে বলে? উদাহরণ দাও।
৮) তালব্য ধ্বনি কাকে বলে? উদাহরণ দাও।
৯) তাড়িত ধ্বনি কাকে বলে? উদাহরণ দাও।
১০) ঘৃষ্ঠ ধ্বনি কাকে বলে? উদাহরণ দাও।
১১) সঘোষ ও অঘোষ ধ্বনি কাকে বলে? উদাহরণ দাও।
১২) অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনি কাকে বলে? উদাহরণ দাও।
১৩) স্বরাগম কত প্রকার ও কী কী?
১৪) ধ্বনি লোপ কত প্রকার ও কী কী?
১৫) মধ্য ব্যাঞ্জনাগম কাকে বলে? উদাহরণ দাও।
১৬) স্বরভক্তিকে আর কী কী নামে ডাকা হয়?
১৭) অপিনিহিতি কাকে বলে? উদাহরণ দাও।
১৮) অভিশ্রুতি কাকে বলে? উদাহরণ দাও।
১৯) ধ্বনির রূপান্তর কত প্রকার ও কী কী?
২০) স্বরসঙ্গতি কত প্রকার ও কী কী?
উপরের প্রশ্নের উত্তরগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
প্রথম ইউনিট টেষ্টের সম্পূর্ণ সাজেশন দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ
নবম থেকে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিষয়ে সহায়তা লাভ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবেঃ