উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন ২০২৪ ।। H.S History Question 2024

উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন ২০২৪ ।। H.S History Question 2024

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক দিতে চলা শিক্ষার্থীদের জন্য উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন ২০২৪ ।। H.S History Question 2024 প্রদান করা হলো। উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন ২০২৪ ।। H.S History Question 2024 2024 দেখে উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা বুঝতে পারবে কি ধরণের প্রশ্ন উচ্চমাধ্যমিক ইতিহাস পরীক্ষায় আসতে পারে। এছাড়াও উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন ২০২৪ ।। H.S History Question 2024 আসা প্রশ্নগুলি এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় আসবে না। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন ২০২৪ ।। H.S History Question 2024: 

1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিকটি নির্বাচন করো : 1 x 24 = 24

(i) ল্যুভর মিউজিয়াম কোথায় অবস্থিত ?

(a) লন্ডন

(b) প্যারিস

(c) ফ্লোরেন্স

(d) ব্রাসেলস

 

(ii) ‘জীবনস্মৃতি’ কার আত্মজীবনী ?

(a) দক্ষিণারঞ্জন বসু

(b) মণিকুন্তলা সেন

(c) রবীন্দ্রনাথ ঠাকুর

(d) সরলাদেবী চৌধুরাণী 

 

(iii) ‘আঙ্কেল টমস্ কেবিন’- ‘-এর রচয়িতা কে ছিলেন ?

(a) হ্যারিয়েট বিচার স্টো

(b) মার্ক টোয়েন

(c) ম্যাক্সিম গোর্কি

(d) রুডইয়ার্ড কিপলিং 

 

(iv) আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করেছিলেন

(a) ব্রিটিশরা

(b) ফরাসিরা

(c) ওলন্দাজরা

(d) পর্তুগিজরা 

 

(v) নবাবি আমলে বাংলার রাজধানী ছিল

(a) ঢাকা

(c) কলকাতা

(b) রাজশাহী

(d) মুর্শিদাবাদ

 

(vi) স্তম্ভ-১-এর সাথে স্তম্ভ-২ মেলাওঃ

স্তম্ভ- ১

স্তম্ভ- ২

(i)                  স্যার জন শোর (A)   মারাঠা মেকিয়াভেলি
(ii)                ওয়ারেন হেস্টিংস (B)   দশশালা ভূমিব্যবস্থা
(iii)               স্যার আয়ার কূট (C)   ভ্রাম্যমান কমিটি
(iv)              নানা ফড়নবীশ (D)   বন্দিবাসের যুদ্ধ

বিকল্প সমূহ :

(a) (i)-(A), (ii)-(C), (iii)-(D), (iv)-(B)

(b) (i)-(B), (ii)-(D), (iii)-(C), (iv)-(A)

(c) (i)-(D), (ii)-(C), (iii)-(A), (iv)-(B)

(d) (i)-(B), (ii)-(C), (iii)-(D), (iv)-(A)

(vii) 1842 সালের 29 আগস্ট, চীনে কোন্ চুক্তি স্বাক্ষরিত হয় ?

(a) পিকিং সন্ধি

(b) তিয়েনসিন সন্ধি

(c) নানকিং সন্ধি

(d) বোগের সন্ধি 

 

(viii) ‘সত্যশোধক সমাজ’ প্রতিষ্ঠা করেন

(a) দয়ানন্দ সরস্বতী

(b) কেশবচন্দ্র সেন

(c) জ্যোতিরাও (জ্যোতিবা) ফুলে 

(d) রামমোহন রায় 

(ix) ‘পার্থেনন’ পত্রিকাটি প্রকাশ করে

(a) নব্যবঙ্গ গোষ্ঠী

(b) প্রার্থনা সমাজ

(c)  আর্য সমাজ

(d) ব্রাহ্ম সমাজ 

 

(x) চীনে 1911-র গণতান্ত্রিক বিপ্লবের নেতা ছিলেন

(a) চিয়াং কাই-শেক

(b) সান ইয়াৎ-সেন

(c) ইউয়ান শিকাই

(d) মাও সে-তুং 

(xi) ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন

(a) গুরুদাস বন্দ্যোপাধ্যায় 

(b) সত্যেন্দ্রনাথ ঠাকুর

(c) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

(d) সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ 

 

(xii) মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি তোলা হয়, সেটি হল

(a) করাচি

(b) লাহোর

(c) লক্ষ্ণৌ

(d) ঢাকা 

(xiii) ভারতীয় মুসলমানদের সিমলা ডেপুটেশন (1906)-এ নেতৃত্ব দেন

(a) আগা খাঁ

(b) স্যার সৈয়দ আহমেদ খান

(c) মহম্মদ আলি জিন্নাহ 

(d) লিয়াকত আলি খান 

 

(xiv) কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না ?

(a) স্যার স্ট্যাফোর্ড ক্রিপস

(b) লর্ড ওয়াভেল

(c) এ. ভি. আলেকজান্ডার

(d) লর্ড পেথিক-লরেন্স 

(xv) ইন্দোনেশিয়া কোন্ ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল ?

(a) ইংল্যান্ড

(b) ফ্রান্স

(c) স্পেন

(d) হল্যান্ড 

 

(xvi) ‘নবান্ন’ নাটকের রচয়িতা হলেন

(a) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

(b) দীনবন্ধু মিত্র

(c) অমলেন্দু চক্রবর্তী

(d) বিজন ভট্টাচার্য 

(xvii) ‘ফ্রম ইয়াল্টা টু ভিয়েতনাম’ বইটির লেখক

(a) গ্যাব্রিয়েল কলকো

(b) ডেভিড হরোউইজ

(c) ডি. এফ. ফ্লেমিং

(d) ওয়াল্টার লিপম্যান 

 

(xviii) স্তম্ভ-১-এর সাথে স্তম্ভ-২ মেলাওঃ 

স্তম্ভ- ১

স্তম্ভ- ২

(i)                  হ্যারি ট্রুম্যান (A)   রুশ রাষ্ট্রপ্রধান
(ii)                জোসেফ স্ট্যালিন (B)   যুগোশ্লাভ রাষ্ট্রপ্রধান
(iii)               উইনস্টন চার্চিল (C)   মার্কিন রাষ্ট্রপতি
(iv)              মার্শাল টিটো (D)   ব্রিটিশ প্রধানমন্ত্রী

বিকল্প সমূহ :

(a) (i)-(D), (ii)-(C), (iii)-(A), (iv)-(B)

(b) (i)-(C), (ii)-(A), (iii)-(D), (iv)-(B)

(c) (i)-(B), (ii)-(D), (iii)-(A), (iv)-(C)

(d) (i)-(A), (ii)-(C), (iii)-(B), (iv)-(D).

 

(xix) ন্যাটো গঠিত হয়

(a) 1947 সালে

(b) 1948 সালে

(c) 1949 সালে

(d) 1950 সালে 

 

(xx) আসওয়ান বাঁধ নির্মাণের উদ্যোগ নেন

(a) গামাল আবদেল নাসের

(b) ইয়াসের আরাফত

(c) জেনারেল নগুইব

(d) জন কেনেডি 

 

(xxi) প্যাট্রিস লুমুম্বা কে ছিলেন ?

(a) আলজেরিয়ার নেতা

(b) কঙ্গোর প্রধানমন্ত্রী

(c) নাইজেরিয়ার নেতা

(d) ঘানার প্রধানমন্ত্রী 

 

(xxii) আওয়ামি লীগ-এর প্রতিষ্ঠাতা ছিলেন

(a) ইয়াইয়া খাঁ

(b) জুলফিকার আলি ভুট্টো

(c) ফজলুল হক

(d) শেখ মুজিবুর রহমান 

 

(xxiii) ভারতের মহাকাশবিজ্ঞানী ছিলেন

(a) মেঘনাদ সাহা

(b) হোমি জাহাঙ্গীর ভাবা

(c) বিক্রম সারাভাই

(d) সত্যেন্দ্রনাথ বসু 

 

(xxiv) স্বাধীন ভারতে জাতীয় পরিকল্পনা কমিশন কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল ?

(a) বল্লভভাই প্যাটেল

(b) জওহরলাল নেহরু

(c) রাজেন্দ্র প্রসাদ

(d) প্রশান্তচন্দ্র মহলানবিশ 

2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1 × 16 = 16

(i) আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেছিলেন ? 

(ii) ক্রিস্টো ফার ‘সামাজিক ডারউইনবাদ’-এর মুখ্য প্রবক্তা কে ?

(iii) ‘মার্কেন্টাইলবাদ’ কী ? অথবা, “ইম্পেরিয়ালিজম : এ স্টাডি’ বইটির লেখক কে ? 

(iv) ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন ?

(v) রায়তওয়ারি বন্দোবস্ত কোন্ অঞ্চলে প্রবর্তিত হয়েছিল ? 

অথবা, ‘রুদ্ধদ্বার নীতি’ কী ছিল ? 

(vi) ভাইকম সত্যাগ্রহ কী ? অথবা, কলকাতায় মেট্রোপলিটন ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

(vii) কার উদ্যোগে নববিধান গঠিত হয়েছিল ?

(viii) বক্সার প্রোটোকল কত খ্ৰীষ্টাব্দে সম্পাদিত হয় ? অথবা, শত দিবসের সংস্কার কী ?

(ix) ভারতে পৃথক নির্বাচনক্ষেত্র কোন্ আইনে প্রবর্তিত হয় ? অথবা, কবে রাওলাট সত্যাগ্রহের সূচনা হয় ?

(x) ভারতের স্বাধীনতা সংগ্রামে একজন সশস্ত্র বিপ্লবী নারীর নাম লেখো। 

(xi) রশিদ আলি দিবস কবে পালিত হয় ?

(xii) ভিয়েতমিন কী ? অথবা, কোন সালে জাপান পার্ল হারবার আক্রমণ করে ?

(xiii) টুম্যান নীতি কী ? অথবা, ইয়াসের আরাফত কে ছিলেন ?

(xiv) প্রথম নির্জোট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?

(xv) ভারত-চীন যুদ্ধ কোন্ বছরে হয়েছিল ? অথবা, স্বাধীন ভারতে উদারীকরণ, বেসরকারিকরণ এবং বিশ্বায়নের নীতি কোন্ প্রধানমন্ত্রীর আমলে গৃহীত হয় ?

(xvi) স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?

 

3. যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক) (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 8 x 5 = 40

বিভাগ – ক

(i)- সংগ্রহশালার প্রকারভেদ আলোচনা করো। 8

অথবা, স্মৃতিকথার সংজ্ঞা লেখো । ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব ব্যাখ্যা করো। 4+4

(ii) ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো । 4 + 4

(iii) ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল ? কেন এই বাণিজ্যের অবসান হয়েছিল ? 4 + 4

(iv) শিক্ষা ও সমাজ সংস্কারক রূপে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকার মূল্যায়ন করো। 4 + 4

বিভাগ – খ 

(v) 1935 সালের ভারত শাসন আইনের প্রধান ধারাগুলি কী ছিল ? কীভাবে এই আইনটি ব্রিটিশ ঔপনিবেশিক স্বার্থ রক্ষা করেছিল? 5+3

(vi) ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কী ছিল ? কেন এই মিশন ব্যর্থ হল ? 4 + 4

অথবা, নৌবিদ্রোহ (1946)-এর কারণ ও তাৎপর্য লেখো। 4 + 4 

(vii) কিউবার ক্ষেপণাস্ত্র সংকট বলতে কী বোঝো ? এই সংকট ঠাণ্ডা লড়াইকে কতদূর প্রভাবিত করেছিল ? 5+3

(viii) সার্ক গঠনের পটভূমি ব্যাখ্যা করো । দক্ষিণ এশীয় রাজনীতিতে এর ভূমিকার মূল্যায়ন করো। 4 + 4

 

উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন ২০২৫ দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

দ্বাদশ শ্রেণি বাংলা সাজেশন ।। Class Twelve Bengali Suggestion এর আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন PDF আকারে নিম্নে প্রদান করা হলো। এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি শুধুমাত্র শিক্ষালয় ওয়েবসাইটের Subscriber -দের জন্য। শিক্ষালয় ওয়েবসাইটের Subscription Plan Activate করতে Paid Courses দেখুন। 

দ্বাদশ শ্রেণি বাংলা সাজেশন ।। Class Twelve Bengali Suggestion এর আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন PDF: 

  • উচ্চমাধ্যমিক প্রশ্নসম্ভার ১ – DOWNLOAD (PDF)
  • উচ্চমাধ্যমিক প্রশ্নসম্ভার ২ – DOWNLOAD (PDF)
  • উচ্চমাধ্যমিক প্রশ্নসম্ভার ৩ – DOWNLOAD (PDF)
  • উচ্চমাধ্যমিক প্রশ্নসম্ভার ৪ – DOWNLOAD (PDF)
  • উচ্চমাধ্যমিক প্রশ্নসম্ভার ৫ – DOWNLOAD (PDF)
  • উচ্চমাধ্যমিক প্রশ্নসম্ভার ৬ – DOWNLOAD (PDF)

একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO

You cannot copy content of this page

Need Help?