একাদশ শ্রেণি বাংলা পুঁইমাচা গল্পের শূন্যস্থান পূরণ

একাদশ শ্রেণি বাংলা পুঁইমাচা গল্পের শূন্যস্থান পূরণ

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার বাংলা পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত বাংলা গল্প পুঁইমাচা থেকে ‘একাদশ শ্রেণি বাংলা পুঁইমাচা গল্পের শূন্যস্থান পূরণ’ প্রদান করা হলো। পুঁইমাচা মূল গল্প, MCQ প্রশ্নের উত্তর ইতিপূর্বেই একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা হয়েছে। নতুন সিলেবাস অনুসারে শিক্ষার্থীদের MCQ প্রশ্নের পাশাপাশি শূণ্যস্থান পূরণের উত্তরও তাদের একাদশ শ্রেণি প্রথম সেমিস্টার বাংলা পরীক্ষায় করতে হবে। শিক্ষার্থীদের সঠিক প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে তাই শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে ‘একাদশ শ্রেণি বাংলা পুঁইমাচা গল্পের শূন্যস্থান পূরণ’ গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলি এখানে প্রদান করা হলো। আশাকরি এই ‘একাদশ শ্রেণি বাংলা পুঁইমাচা গল্পের শূন্যস্থান পূরণ’ উত্তরগুলি শিক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতিতে সহায়ক হয়ে উঠবে। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

একাদশ শ্রেণি বাংলা পুঁইমাচা গল্পের শূন্যস্থান পূরণঃ 

১) সরু সরু কাঁচের চুড়িগুলো ________ একটি সেফটিপিন দিয়া একত্র করিয়া আটকানো। – দু পয়সা ডজনের 

২) যত _______ সব মরতে আসে আমার ঘাড়ে। – পাথুরে বোকা 

৩) ছোট মেয়েটি ________ মতন সেগুলি তুলিয়া লইয়া খিড়কী অভিমুখে চলিল। – কলের পুতুলের 

৪) ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারো ঘরে __________ দিবার উদ্দেশ্যে চলিয়াছে। – সিঁধ 

৫) _________ বনের মধ্যে বসে খানিক আগে কী করছিলে শুনি? – বরোজপোতার 

৬) ভাঙা পাঁচিলের ধারে সে ছোট খোলা জমিতে কতক গুলো ________ ও কন্টিকারীর জঙ্গল হইয়াছিল। – গোঁসাইরা 

৭) তাহার দুই ছোট মেয়ে দোলাই গায়ে বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশায় উঠোনের ________ দাঁড়াইয়া আছে। – কাঁঠালতলায় 

৮) এই শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ___________ মেয়েটির দিকে চাহিয়া রহিলেন। – ভোজনপটু 

৯) অন্নপূর্ণা চাহিয়া দেখিলেন, বেড়ার ধারে নীল রঙ এর _________ গুচ্ছ। – মেদিফুলের 

১০) মা, _________ মাসেই আমাকে এনো। – আষাঢ় 

১১) ________ মাসের দিনে মেয়ে দেখতে এলেন শুধু হাতে। – পৌষ 

১২) একবার __________ পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল। – কালীঘাটে 

১৩) মা, দাও, প্রথম পিঠেখানা কানাচে __________ ফেলে দিয়ে আসি। – ষাঁড়া ষষ্ঠীকে 

১৪) অনেকক্ষণ ধরিয়া একটা _________ পাখি ঠক র-র-র শব্দ করিতেছিল। – কাঠঠোকরা 

১৫) যদি _________ চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয়? – গোঁসাইরা 

পুঁইমাচা গল্পের আরো অনেক প্রশ্নের উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে 

একাদশ শ্রেণি বাংলা পড়া ও নোট দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-bengali-notes

একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

You cannot copy content of this page

Need Help?